বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 01 থেকে 07 অক্টোবর 2023

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 অক্টোবর 2023

আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ অক্টোবর প্রথম সপ্তাহ, তারিখ – ০১-১০-২০২৩ থেকে ০৭-১০-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) BRO এর নতুন প্রমুখ ২) জ্যাভেলিন এ ভারতের এশিয়া জয় ৩) রিসার্ভ ব্যাঙ্ক এর এক্সেকিউটিভ ডিরেক্টর ৪) ভারতের প্রথম হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 অক্টোবর 2023 ( Latest Current Affairs Bangla 2023 October )

মাস – অক্টোবর, সপ্তাহ – প্রথম, (০১-১০-২০২৩ থেকে ০৭-১০-২০২৩)

 ১) বর্ডার রোড অর্গানাইজেশান এর নতুন প্রমুখ পদে কে নিযুক্ত হলেন?  উঃ- রঘু শ্রীনিবাসন

২) এশিয়ান গেমস এ ভারতের হয়ে শট পুট খেলায় স্বর্ণ পদক জিতলেন কে?

উঃ- তাজিন্দরপাল সিং
  ৩) এশিয়ান গেমস এ ভারতের হয়ে স্টিপলচেজ (Steeplechase) এ স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- অবিনাশ সাবলে
  ৪) এশিয়ান গেমস এ ভারতের হয়ে মহিলা বিভাগে ৫০০০ মিটার রেস এ স্বর্ণ পদক জিতলেন কে?   উঃ- পারুল চৌধুরি
  ৫) এশিয়ান গেমস এ মহিলাদের জ্যাভেলিন থ্রো তে ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- অনু রাণী
  ৬) কোন দিনে আন্তর্জাতিক অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে (Animal Welfare Day) পালন করা হয়?  উঃ- চতুর্থ অক্টোবর
  ৭) ICC কোন ভারতীয় ক্রিকেটার কে ODI World Cup 2023 এর আন্তর্জাতিক ব্রান্ড অ্যামব্যাসাডর ঘোষণা করল?  উঃ- শচিন তেন্ডুলকর
  ৮) ভারত কোন দেশের সাথে বার্ষিক সেনা অনুশীলন ‘সম্প্রীতি’ শুরু করল?  উঃ- বাংলাদেশ
  ৯) রিসার্ভ ব্যাঙ্ক এর এক্সেকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মুনীশ কাপুর
  ১০) ভারতের কোন শহরে দুইদিন ব্যাপী লিটারেচার ফেস্টিভাল অনুষ্ঠিত হল?  উঃ- ব্যাঙ্গালোর

 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) ২০২৩ এ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কে?  উঃ- Jon Fosse

  ১২) বাংলাদেশের রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে কোন দেশে সাহায্য করল? 

উঃ- রাশিয়া
  ১৩) ভারতের কোন রাজ্য সরকারী চাকরিতে ৩৫% মহিলাদের জন্য সংরক্ষণ করার কথা প্রস্তাব করল?  উঃ- মধ্য প্রদেশ
  ১৪) প্রয়াত হলেন প্রাক্তন কমিউনিস্ট লিডার অনাথালবত্তম আনন্দন (Anathalavattom Anandan), তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৬ বছর
  ১৫) ভারতের প্রথম হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার কোথায় চালু করা হল?  উঃ- গোয়ালিয়র
  ১৬) এশিয়ান গেমস এ আর্চারিতে ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam) 
  ১৭) রিলায়েন্স জিও মার্ট এর ব্রান্ড অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মহেন্দ্র সিং ধোনি
  ১৮) অল ইন্ডিয়া পুলিশ সাইন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?   উঃ- দেরাদুন
  ১৯) ভারতীয় পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমস এ কোন পদক লাভ করল?  উঃ- স্বর্ণ পদক

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।