বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 23 থেকে 30 সেপ্টেম্বর 2023

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 23 থেকে 30 সেপ্টেম্বর 2023

আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ সেপ্টেম্বর চতুর্থ সপ্তাহ, তারিখ – ২৩-০৯-২০২৩ থেকে ৩০-০৯-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ভারতের বেস্ট ত্যুরিসম ভিলেজ ২) মোটো জিপি গ্রান্ড প্রিক্স ভারত ৩) প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক ৪) তাইওয়ান এর প্রথম সাবমেরিন।

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর চতুর্থ সপ্তাহ  ( Latest Current Affairs Bangla 2023 September )

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৯-২০২৩ থেকে ৩০-০৯-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা (Sign Language) দিবস পালন করা হয়?  উঃ- ২৩ সেপ্টেম্বর 

২) ভারতের কোন গ্রাম কে বেস্ট ট্যুরিসম ভিলেজ হিসেবে গণ্য করা হয়েছে? 

উঃ- বিশ্বনাথ ঘাট, আসাম
  ৩) কোন ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট এ সমস্ত রকম ফর্ম এ সেরা দল হিসেবে বিবেচিত হয়েছে?  উঃ- ভারত
  ৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নদী দিবস পালন করা হয়?   উঃ- ২৪ সেপ্টেম্বর
  ৫) প্রয়াত হলেন ইতালি এর প্রাক্তন প্রধানমন্ত্রী Giorgio Napolitano, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৯৮ বছর
  ৬) কোন ক্রিকেট দল সম্প্রতি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট এ প্রথম দল হিসেবে ৩০০০ টি শতক পূর্ণ করল? উঃ- ভারত
  ৭) মোটো জি পি ইন্ডিয়া গ্রান্ড প্রিক্স এ প্রথম স্থান দখল করলেন কে?  উঃ- Marco Bezzecchi
  ৮) টেকনলজি কোম্পানি অ্যাপেল ভারতে আগামি ৫ বছরে কত পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে?  উঃ- ৪০ বিলিয়ন মার্কিন ডলার 
  ৯) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ফার্মাসিস্ট ডে পালন করা হয়?  উঃ- ২৫ সেপ্টেম্বর
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ট্যুরিসম ডে পালন করা হয়?  উঃ- ২৭ সেপ্টেম্বর

 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ

 

 

 ১১) এশিয়ান গেমস এ মহিলাদের ২৫ মিটার পিস্তলে ভারতীয় দল কি পদক জিতল?  উঃ- স্বর্ণ পদক

  ১২) ২০২৩ এ গ্লোবাল  ইনোভেশান ইনডেক্স এ ভারতের স্থান কত? 

উঃ- ৪০ তম
  ১৩) প্রয়াত হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস সোয়ামিনাথন, মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল? উঃ- ৯৮ বছর
  ১৪) এশিয়ান গেমস এ মহিলাদের ১০ মিটার পিস্তলে ভারতীয় দলের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে?   উঃ- Palak Gulia
  ১৫) সম্প্রতি Googole, তাদের ক্রোমবুক ভারতে তৈরি করতে কোন সংস্থার সাথে চুক্তি বদ্ধ হয়েছে?  উঃ- HP
  ১৬) প্রয়াত হলেন হ্যারি পটার খ্যাত প্রফেসার, Michel Gambon, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর
  ১৭) তাইওয়ান সম্প্রতি তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সাবমেরিন তৈরি করল, তার নাম কি?  উঃ- HaiKun
  ১৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ট্রান্সলেশান ডে পালন করা হয়?   উঃ- ৩০ সেপ্টেম্বর 
  ১৯) বিহার এর দ্বিতীয় টাইগার রিসার্ভ কোথায় তৈরি হতে চলেছে?  উঃ- কাইমুর জেলা
  ২০) প্রয়াত হলেন এশিয়ান পেন্টস এর কো-ফাউন্ডার অশ্বিন দানি, তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৭৯ বছর

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।