বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 08 থেকে 15 অক্টোবর 2023

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 15 অক্টোবর 2023

আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ অক্টোবর দ্বিতীয় সপ্তাহ, তারিখ – ০৮-১০-২০২৩ থেকে ১৫-১০-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) গ্রিন হাইড্রোজেন চুক্তি ২) বিদেশে সবচেয়ে বড়ো হিন্দু মন্দির ৩) ভারতের প্রথম সোলার সাইক্লিং ট্র্যাক ৪) ২০২৩ অ্যাথিলিট অব দি ইয়ার।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 15 অক্টোবর 2023 ( Latest Current Affairs Bangla 2023 October )

মাস – অক্টোবর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-১০-২০২৩ থেকে ১৫-১০-২০২৩)

 ১) ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট এ সবচেয়ে দ্রুত ১০০০ রান করেন কে?  উঃ- ডেভিড ওয়ার্নার

২) ভারত কোন দেশের সাথে গ্রিন হাইড্রোজেন এর চুক্তি করল? 

উঃ- সৌদি আরব
  ৩)  ভারতের বাইরে কোথায় বিশ্বের সবচেয়ে বড়ো হিন্দু মন্দির তৈরি হল?  উঃ- নিউ জার্সি ( মার্কিন যুক্তরাষ্ট্র)
  ৪) প্রয়াত হলেন প্রখায়ত ব্রিটিশ সিনেমা পরিচালক Terence Davis, তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৭৭ বছর 
  ৫) উত্তরাখন্ড সরকার উত্তরাখন্ড এর মানুষের সেলফ এমপ্লয়মেন্ট এর জন্য যে অ্যাপ চালু করেছেন তার নাম কি?  উঃ- যুবা উত্তরাখন্ড 
  ৬) কোন দিনে প্রতি বছর আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়?  উঃ- ১০ অক্টোবর
  ৭) ভারতের প্রথম সোলার সাইক্লিং ট্র্যাক কোথায় স্থাপন করা হল?  উঃ- হায়দ্রাবাদ
  ৮) আসাম সরকার সম্প্রতি ইকোনমিক করিডর এর জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করল?  উঃ- ৩০০০ কোটি রুপি 
  ৯) ২০২৩ এর ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- গোয়া 
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পোষ্ট দিবস পালন করা হয়?  উঃ- ০৯ অক্টোবর

 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ অক্টোবর প্রথম সপ্তাহ

 

 

 ১১) ভারত সরকার সম্প্রতি ইসরায়েল থেকে ভারতীয় দের নিয়ে আসার জন্য যে মিশন শুরু করেছে তার নাম কি?  উঃ- অজয় 

  ১২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক দৃষ্টি দিবস পালন করা হয়? 

উঃ- ১২ অক্টোবর 
  ১৩) ব্যাঙ্ক অব বরোদা হাউসিং ইনফ্রাস্ট্রাকচার এর উন্নতির জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে?  উঃ-  ১০,০০০ রুপি
  ১৪) ভারতের কোন রাজ্য ডলফিন কে সেই রাজ্যের অ্যাকোয়াটিক অ্যানিম্যাল ঘোষণা করল?   উঃ- উত্তর প্রদেশ
  ১৫) রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পে টি এম কে কত পরিমাণ অর্থের জরিমাণা করল?  উঃ- ৫.৪ কোটি
  ১৬) ভারতের কোন অ্যাথিলিট কে ২০২৩ সালে অ্যাথিলিট অব দি ইয়ার এর জন্য নমিনেশান করা হল?  উঃ- নিরাজ চোপড়া
  ১৭) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে?  উঃ- মুকেশ আম্বানি 
  ১৮) বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বর্তমান কোনটি?   উঃ- রোলস রয়েস বোট টেল 
  ১৯) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ছাত্র দিবস পালন করা হয়?  উঃ- ১৫ অক্টোবর
  ২০) সম্প্রতি কোন দেশের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?   উঃ- ইংল্যান্ড

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।