বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 22 অক্টোবর 2023
Contents
আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ অক্টোবর তৃতীয় সপ্তাহ, তারিখ – ১৬-১০-২০২৩ থেকে ২২-১০-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) সবচেয়ে বড়ো আম্বেদকর মূর্তি ২) ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান ৩) আন্তর্জাতিক ফেরি সার্ভিস ৪) গ্লোবাল পেনশান ইনডেক্স এর রিপোর্ট প্রকাশ।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 22 অক্টোবর 2023 ( Latest Current Affairs Bangla 2023 October )মাস – অক্টোবর, সপ্তাহ – তৃতীয়, (১৬-১০-২০২৩ থেকে ২২-১০-২০২৩) |
১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক খাদ্য দিবস পালন করা হয়? | উঃ- ১৬ অক্টোবর |
২) ভারতের বাইরে কোথায় সবচেয়ে বড়ো আম্বেদকর মূর্তি তৈরি করা হল? |
উঃ- ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্র) |
৩) বিশ্ব অ্যানাস্থেসিয়া ডে প্রতি বছর কবে পালন করা হয়? | উঃ- ১৬ অক্টোবর |
৪) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান কত শতাংশ? | উঃ- ৩৭% |
৫) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২৪ সালে ভারতের অর্থনীতি কত শতাংশ বৃদ্ধি পাবে? | উঃ- ৬.৩% |
৬) ভারতের কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসেবে শ্রমিকদের জন্য নূন্যতম পারিশ্রমিক এর ব্যাবস্থ্যা চালু করল? | উঃ- ঝাড়খণ্ড |
৭) ভারত সম্প্রতি কোন দেশের সাথে ফেরি সার্ভিস চালু করল? | উঃ- শ্রীলঙ্কা |
৮) কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারিদের DA কত শতাংশ বৃদ্ধি করল? | উঃ- ৪% |
৯) গ্লোবাল পেনশান ইনডেক্স এ প্রথম স্থান অধিকার করল কোন দেশ? | উঃ- নেদারল্যান্ড |
১০) সম্প্রতি গোগোলম কোম্পানি স্মার্ট ওয়াচ এর উন্নতির জন্য কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল? | উঃ- কোয়ালকম |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ অক্টোবর দ্বিতীয় সপ্তাহ
১১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয়? | উঃ- ২০ অক্টোবর |
১২) কম্পিউটার কোম্পানি HP এর ভারতীয় MD এবং SVP পদে কে নিযুক্ত হলেন? |
উঃ- ঈপ্সিতা দাসগুপ্ত |
১৩) IRCTC প্রি বুকড ফুড ডেলিভারি এর জন্য কোন ফুড ডেলিভারি সার্ভিস এর সাথে পার্টনারশিপ করল? | উঃ- Zomato |
১৪) ভারতে অনলাইন ফাইন্যান্সিয়াল ফ্রড মোকাবিলা করতে গুগোল যে নতুন সার্ভিস চালু করল তার নাম কি? | উঃ- ডিজি কবচ |
আরও পড়ুন |
|