বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 16 থেকে 23 নভেম্বর 2023

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 23 নভেম্বর 2023

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ওমেগাল ডিজাস্টার ২) মিত্র শক্তি ৩) ICC প্লেয়ার অব দি টুর্নামেন্ট ২০২৩ ৪) হালাল ব্যান।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 16 থেকে 23 নভেম্বর 2023 ( Latest Current Affairs Bangla 2023 November )

মাস – নভেম্বর, সপ্তাহ – তৃতীয়, (১৬-১১-২০২৩ থেকে ২৩-১১-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে বিশ্ব ফিলসফি দিবস পালন করা হয়? 

উঃ- ১৬ নভেম্বর

২) নবম ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 

উঃ- ফরিদাবাদ 
 ৩) সম্প্রতি কোন পপুলার ভিডিও চ্যাট কোম্পানি তাদের সার্ভিস বন্দ করল?  উঃ- ওমেগাল 
  ৪) প্রতি বছর কোন দিনে জাতীয় প্রেস দিবস পালন করা হয়?   উঃ- ১৬ নভেম্বর
  ৫) সম্প্রতি প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট লিডার, এন শঙ্করাইয়া, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ১০২ বছর
  ৬) কোন দিনে প্রতি বছর জাতীয় এপিলেপ্সি ডে পালন করা হয়?  উঃ- ১৭ নভেম্বর
  ৭) ভারত ও শ্রীলঙ্কা এর যৌথ সামরিক মহড়া মিত্র শক্তি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- পুনে
  ৮) ২০২৩-২৪ সালে ভারত থেকে কতগুলি পেটেন্ট ফাইল সাবমিট করা হয়েছে?  উঃ- ৪১,০১০ টি
  ৯) গ্লোবাল ইউনিকর্ন এর তালিকার ভারতের স্থান কত?  উঃ- তৃতিয়
  ১০) কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Ashok Vaswani

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ নভেম্বর দ্বিতীয় সপ্তাহ

 

 

 ১১) আই সি সি পুরুষ ক্রিকেট বিশ্ব কাপ ২০২৩ জিতল কোন দেশ?  উঃ- অস্ট্রেলিয়া

১২) আই সি সি পুরুষ ক্রিকেট বিশ্ব কাপ ২০২৩ এ প্লেয়ার অব দি টুর্নামেন্ট এর খেতাব জিতলেন কে? 

উঃ- বিরাট কোহলি
১৩) বিশ্বকাপ ক্রিকেট পুরুষ ২০২৩ এ ফাইনাল ম্যাচ এ ম্যান অব দি ম্যাচ হলেন কোন খেলোয়াড়?  উঃ- ট্রাভিস হেড
১৪) প্রয়াত হলেন চিত্র প্রখ্যাত পরিচালক সঞ্জয় গাধভি, তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৫৬ বছর
 ১৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক টেলিভিশন দিবস পালন করা হয়?  উঃ- ২১ নভেম্বর

১৬) ভারতের কোন রাজ্য সম্প্রতি হালাল সার্টিফায়েড প্রোডাক্ট ব্যান করল? 

উঃ- উত্তর প্রদেশ
১৭) পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যের ব্রান্ড অ্যামব্যাসাডর হিসেবে কাকে নিযুক্ত করলেন?  উঃ- সৌরভ গাঙ্গুলি
১৮) ১৭ ডিসেম্বর ২০২৩ এ কলকাতা তে অনুষ্ঠিত হতে চলেছে TATA Steel 25KS, এই ইভেন্ট এর অ্যামব্যাসাডর নিযুক্ত হলেন কোন অ্যাথিলিট  উঃ- Colin Jackson ( কলিন জ্যাকসন)
১৯) সম্প্রতি ২৬ তম বার ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে?  উঃ- পঙ্কজ আডবানি
২০) লাস ভেগাস গ্রান্ড প্রিক্স জিতলেন কে?   উঃ- ম্যাক্স ভার্স্টাপ্পেন

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।