বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 24 থেকে 30 নভেম্বর 2023
Contents
সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড চালু ২) সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ৩) ভারতের বৃহত্তম সার্কুলার রেলওয়ে ৪) ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 24 থেকে 30 নভেম্বর 2023 ( Latest Current Affairs Bangla 2023 November )মাস – নভেম্বর, সপ্তাহ – চতুর্থ, (২৪-১১-২০২৩ থেকে ৩০-১১-২০২৩) |
১) বিশ্বের সবচেয়ে বড়ো সিঙ্গেল সাইট সোলার পাওয়ার প্লান্ট কোন দেশে তৈরি হল? |
উঃ- উইনাইটেড আরব আমিরাত |
২) কোন কোম্পানি পার্সেল লকার সার্ভিস চালু করার জন্য ভারতীয় পোষ্ট এর সাথে চুক্তি বদ্ধ হল? |
উঃ- ব্লু ডার্ট |
৩) সর্বপ্রথম কোন কোম্পানি সম্প্রতি ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড এর অনুমোদন পেল? | উঃ- ওয়ান ওয়েব |
৪) কোন দেশ সম্প্রতি ভারতে তাদের এম্বেসি সম্পূর্ণ রুপে বন্ধ করল? | উঃ- আফগানিস্তান |
৫) ভারত সেমিকন্ডাকটর এর উতপাদন বাড়াতে কোন দেশের সাথে চুক্তি করল? | উঃ- ইউরোপিয়ান ইউনিয়ন |
৬) কোন পাকিস্তানি ক্রিকেটার সম্প্রতি সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন? | উঃ- ইমাদ ওয়াসিম |
৭) প্রতি বছর কোন দিনে ভারতিয় সংবিধান দিবস পালন করা হয়? |
উঃ- ২৬ নভেম্বর |
৮) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বর্তমানে কে? | উঃ- নরেন্দ্র মোদি |
৯) কোন দেশ সম্প্রতি ভারতীয়দের জন্য ভিসা ফ্রি এন্ট্রি চালু করল? | উঃ- মালেশিয়া |
১০) কোন রাজ্য সরকার ২৫ নভেম্বর তারিখ কে ভেজিটেরিয়ান দে হিসবে গন্য করল? | উঃ- উত্তর প্রদেশ |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ নভেম্বর তৃতীয় সপ্তাহ
১১) ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় উপকূল প্রতীরক্ষা বাহিনী কতগুলি C-295 এরোপ্লেন কিনতে চলেছে? | উঃ- ১৫ টি |
১২) মোযাম্বিক এ ভারতের নতুন হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন? |
উঃ- রবার্ট শেটকিন্টং |
১৩) ভারতের সবচেয়ে বড়ো টাইগার রিসার্ভ ফরেস্ট কোথায় স্থাপিত করা হল? | উঃ- ডিমা, মধ্যপ্রদেশ |
১৪) HDFC ব্যাঙ্ক এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? | উঃ- Harsh Kumar Bhanwala |
১৫) ভারত ও শ্রীলঙ্কা এর মধে অনুষ্ঠিত সামরিক মহড়া এর নাম কি? | উঃ- মিত্রশক্তি |
১৬) ভারতের সবচেয়ে বড়ো সার্কুলার রেলওয়ে কোথায় চালু হতে চলেছে? |
উঃ- ব্যাঙ্গালোর |
১৭) সিডনি ইউনিভারসিটি ভ্যাকসিন এর রিসার্চ এর জন্য কোন ভারতীয় কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল? | উঃ- ভারত বায়োটেক |
১৮) কোন স্থানকে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে গণ্য হল? | উঃ- Angkor Wat |
১৯) ১৩ তম হকি ইন্ডিয়া সিনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতল কোন রাজ্যের দল? | উঃ- পাঞ্জাব |
২০) প্রয়াত হলেন ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অব দি স্টেটস ও নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত, হেনরি কিসিঙ্গার, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ১০০ বছর |
আরও পড়ুন |
|