Current affairs Bangla 2023 - 01 to 08 December

Current affairs Bangla 2023 – 01 to 08 December

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ভারতে ফক্সকন এর নিবেশ ২) বুহারে শুরু হল মিশন দক্ষ ৩) ভারতিয় রেলওয়েতে গরাজ সিস্টেম চালু ৪) IBM এর নতুন কোয়ান্টাম চিপ।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 08 ডিসেম্বর 2023 ( Current affairs Bangla 2023 – 01 to 08 December )

মাস – ডিসেম্বর, সপ্তাহ – প্রথম, (০১-১২-২০২৩ থেকে ০৮-১২-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক AIDS দিবস পালন করা হয়? 

উঃ- ০১ ডিসেম্বর

২) মোবাইল ফোনা নির্মাতা কোম্পানি ফক্সকন ভারতে কত পরিমাণ অর্থ নিবেশ করতে চলেছে? 

উঃ- ১ বিলিয়ন মার্কিন ডলার
 ৩) ভারতীয় নৌবাহিনী সম্প্রতি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার জন্য কত পরিমান অর্থ বিনিয়োগ করতে চলেছে? উঃ- ৫ বিলিয়ন ডলার
  ৪) ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এর কোন বিজ্ঞানী সম্প্রতি ফ্রান্স এর সর্বোচ্চ নাগরিক এর সম্মান পেলেন?   উঃ- VR Lalithambika
  ৫) কোন ওয়েস্ট ইন্ডিস এর ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি সমস্ত রকম আন্তর্জাতিক খেলা থেকে অবসর গ্রহন করলেন? উঃ- Shane Dowrich
  ৬) সম্প্রতি কোন রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য মিশন দক্ষ( Mission Daksh) চালু করে ?  উঃ- বিহার
  ৭) কোন ভারতীয় খেলোয়াড় প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে পুরুষ দের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম চার হাজার রানের রেকর্ড করেন?
উঃ- ঋতুরাজ গায়কোয়াড়
  ৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক কম্পিউটার সবাক্ষরতা দিবস পালন করা হয়? উঃ- ০৩ ডিসেম্বর
  ৯) ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন এর প্রথম মহিলা ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?   উঃ- কাঞ্চন দেবী
  ১০) ভারত সম্প্রতি কোন দেশ থেকে পুনরায় খনিজ তেল আমদানী শুরু করল?  উঃ- ভেনেজুয়েলা

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ নভেম্বর চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) ভারতীয় রেলওয়ে হাতি সুরক্ষার জন্য কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম চালু করতে চলেছে? উঃ- গজরাজ সিস্টেম

১২) আন্তর্জাতিক ভলেন্টিয়ার ডে কবে পালন করা হয়? 

উঃ- ০৫ ডিসেম্বর
১৩) প্রয়াত হলেন জনপ্রিয় ধারাবাহিক CID এর প্রখ্যাত অভিনেতা Dinesh Phadnis, ধারাবাহিক এ তাঁর নাম কি ছিল?  উঃ- ফ্রেডেরিক্স
১৪) ভারতের কোন স্থানে সম্প্রতি ১১৫ মিলিয়ন বছরের পুরানো হাঙর এর ফশিল পাওয়া গেল?   উঃ- জয়সালমের
 ১৫) কোন ভারতীয় শহরকে  ভারতের সবচেয়ে সুরক্ষিত শহর হিসেবে গন্য করা হল?  উঃ- কলকাতা

১৬) ভারত সরকার কেনিয়া এর কৃষিকার্যে উন্নতির জন্য কত পরিমাণ অর্থ প্রদান করল? 

উঃ- ২৫০ মিলিয়ন মার্কিন ডলার
১৭) কোন ই-কমার্স কোম্পানি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ইনকামের ব্যবস্থা করার জন্য জাতীয় পুরস্কার পেল?   উঃ- অ্যামাজন
১৮) কোন দেশ সম্প্রতি চিন এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রোজেক্ট থেকে বেরিয়ে গেল?   উঃ- ইটালি 
১৯) IBM এর নতুন কোয়ান্টাম চিপ এর নাম কি? উঃ- CONDOR 
২০) টাইম ম্যাগাজিন এর পার্সন অব দি ইয়ার কে হলেন?   উঃ- টেইলর সুইফট

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।