Top Current affairs Bangla 2023 - 09 to 16 December

Top Current affairs Bangla 2023 – 09 to 16 December

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) শিয়াচেন এর প্রথম মহিলা মেডিক্যাল অফিসার ২) বিশ্বের প্রথম চতুর্থ জেনারেশান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ৩) ভারতে ফক্সকন এর নিবেশ ৪) বিশ্বের গভিরতম ল্যাবরেটরি।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 09 থেকে 16 ডিসেম্বর 2023 ( Top Current affairs Bangla 2023 – 09 to 16 December )

মাস – ডিসেম্বর, সপ্তাহ – দ্বিতীয়, (০৯-১২-২০২৩ থেকে ১৬-১২-২০২৩)

 ১) শিয়াচেন এর প্রথম মহিলা মেডিক্যাল অফিসার কে হলেন?

উঃ- ক্যাপ্টেন গীতিকা কৌল

২) আন্তর্জাতিক অ্যান্টি করাপশান ডে প্রতি বছর কবে পালন করা হয়?

উঃ- ০৯ ডিসেম্বর
 ৩) রিসার্ভ ব্যাঙ্ক সম্প্রতি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে UPI লিমিট কত করেছে? উঃ- ৫ লক্ষ রুপি
  ৪) ছত্তিশগড় এর নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?   উঃ- Vishnu Deo
  ৫) গ্লোবাল ক্লাইমেট পারফর্মেন্স ইনডেক্স এ ভারতের স্থান কত? উঃ- সপ্তম
  ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক হিউম্যান রাইট ডে পালন করা হয়?  উঃ- ১০ ডিসেম্বর
  ৭) প্রয়াত হলেন প্রখ্যাত কন্নড় অভিনেত্রী লীলাবতী, তাঁর বয়স কত হয়েছিল? 
উঃ- ৮৬ বছর
  ৮) মধ্য প্রদেশ এর নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মোহন যাদব
  ৯) টাটা পাওয়ার সম্প্রতি ইন্ডিয়ান অয়েল এর সাতে যুক্ত হয়ে কত গুলি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট তৈরি করতে চলেছে?    উঃ- ৫০০ টি
  ১০) ২০২৩ সালে ভারতে কোন তিনটি বিষয় সবচেয়ে বেশি গুগল সার্চ করা হয়? উঃ- চন্দ্রযান, জওউয়ান, আই পি এল

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ ডিসেম্বর প্রথম সপ্তাহ

 

 

 ১১) বিশ্বের প্রথম চতুর্থ জেনারেশান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট চালু করল কোন দেশ?  উঃ- চিন

১২) নভেম্বর মাসে ICC Player of the Month কে হলেন? 

উঃ- ট্রাভিস হেড
১৩) পোল্যান্ড এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Donald Tusk
১৪) কোন পাকিস্তানি ক্রিকেটার সম্প্রতি সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেক অবসর নিলেন?   উঃ- Asad Shafiq
 ১৫) কোন ভারতীয় ব্যাঙ্ক সম্প্রতি “নারী সক্তি” নামক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুরু করল?  উঃ- ব্যাঙ্ক অব ইন্ডিয়া

১৬) রাজস্থান এর নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- ভজন লাল শর্মা
১৭) সম্প্রতি কোন সাইক্লোন অস্ট্রেলিয়াকে আঘাত করল?  উঃ- Jasper
১৮) কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি অর্জুন পুরষ্কার এর জন্য নমিনেশান হলেন?  উঃ- মহম্মদ শামি
১৯) আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফক্সকন ভারতের কোন রাজ্যে ১.৬৭ বিলিয়ন ডলার এর ইনভেস্ট করল? উঃ- কর্ণাটক
২০) রিলায়েন্স কোম্পানি বায়ো-গ্যাস ইনিশিয়েটিভ শুরু করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি বদ্ধ হল?   উঃ- DBS Bank

 

 ২১) টাটা স্টিল সম্প্রতি ভারতের বাইরে কোন স্থানে ইনোভেশান সেন্টার তৈরিতে ১০০ কোটি রুপি খরত করল?  উঃ- লন্ডন

২২) BCCI কোন খেলোয়াড় এর জার্সি নাম্বার সম্পূর্ণ ভাবে রিটায়ার করল? 

উঃ- ধনী – ৭
২৩) ভারতের ১০০ শহরে Waste Management & Sanitation সিস্তেম এর উন্নতিকরণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত পরিমাণ অর্থ বিনিয়োগ করল?  উঃ- ২০০ মিলিয়ন মার্কিন ডলার
২৪) বিশ্বের গভিরতম ল্যাবরেটরি তৈরি করল কোন দেশ?   উঃ- চিন
 ২৫) MISS INDIA USA 2023 জিতলেন কে? উঃ- Rijul Maini

২৬) কোন দেশকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ হিসেবে গণ্য করা হয়েছে? 

উঃ- আইসল্যান্ড
২৭) সম্প্রতি কোন দেশে সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি এর জন্য ১৬ বছরের নির্দেশিকা জারি করা হল?  উঃ- ইংল্যান্ড

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।