Current affairs Bangla 2023 - 17 to 23 December

Top Current affairs Bangla 2023 – 17 to 23 December

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) Barracuda সোলার ইলেকট্রিক বোট ২) চিন এ ভয়ংকর ভুমিকম্প ৩) Covid-19 এর নতুন ভেরিয়েন্ট ৪) ২৬ জানুয়ারিতে আসছেন নতুন অতিথি।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 17 থেকে 23 ডিসেম্বর 2023 ( Top Current affairs Bangla 2023 – 17 to 23 December )

মাস – ডিসেম্বর, সপ্তাহ – তৃতীয়, (১৭-১২-২০২৩ থেকে ২৩-১২-২০২৩)

 ১) গ্লোবাল AI সামিট ফর ইন্ডিয়ান স্টার্টাপস এ কোন ভারতীয় কোম্পানি স্থান পেয়েছে?

উঃ- Genrobotics

২) সম্প্রতি মুক্তি প্রাপ্ত ভারতের দ্রুততম সোলার ইলেকট্রিক বোট এর নাম কি?

উঃ- Barracuda
 ৩) ওয়ার্ল্ড ব্যাংক এর রিপোর্ট অনুসারে কোন দেশ তার নিজের দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাঠাতে সক্ষম হয়েছে?  উঃ- ভারত, ১২৫ বিলিয়ন মার্কিন ডলার
  ৪) সম্প্রতি কোন আফগান NGO আন্তর্জাতিক জেন্ডার ইকুয়ালিটি পুরষ্কার পেল?   উঃ- Afghan Women Skills Development Center
  ৫) কোন দেশে সম্প্রতি গত দশক এর সবচেয়ে ভয়ংকর ভুমিকম্প আসল?  উঃ- চিন
  ৬) কোন দেশে ভারতের সাথে যুক্ত হয়ে ১০০০ বর্গ কিলোমিটার এর গ্রিন সিটি তৈরির পরকল্পনা করেছে?  উঃ- ভুটান
  ৭) ভারতে ইসরায়েল এর নতুন অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন?
উঃ- Reuven Azar
  ৮) ইন্ডাস্ট্রিয়াল করিডর দেভেলপমেন্ট এর জন্য ভারত ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত পরিমাণ অর্থের চুক্তি করল?  উঃ- ২৫০ মিলিয়ন ডলার
  ৯) সম্প্রতি COVID-19 এর যে নতুন ভেরিয়েন্ট এসেছে তার নাম কি? উঃ- IN.1
  ১০) কোন ইসরায়েলি সিনেমা সম্প্রতি গোল্ডেন বেঙ্গল টাইগার পুরস্কার পেল? উঃ- Children of Nobody

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ ডিসেম্বর প্রথম সপ্তাহ

 

 

 ১১) কোন কম্পানি বেঙ্গালুরু তে তাদের নতুন জেহেরেটিভ এ আই স্টুডিও চালু করল?  উঃ- Accenture

১২) কোন ভারতীয় এয়ারলাইন কোম্পানি সম্প্রতি এক বছরে ১০০ মিলিয়ন যাত্রী পরিবহন এর রেকর্ড করল? 

উঃ-  ইন্ডিগো
১৩) গাড়িতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালু করতে কোন দুই কোম্পানি চুক্তি বদ্ধ হল? উঃ- মেডিয়াটেক ও এনভিডিয়া
১৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক বাস্কেটবল দিবস পালন করা হয়?   উঃ- ২১ ডিসেম্বর
 ১৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সাউথ ইস্ট এশিয়া এর রেজিওনাল ডিরেক্টর পুনম ক্ষেত্রপাল কে ভুটান সরকার যে সম্মানে ভুষিত করল তার নাম কি?  উঃ- ন্যাশনাল অর্ডার অব মেরিট 

১৬) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের কোন দুই রাজ্য সোলার পার্ক সিস্টেম ইমপ্লিমেন্ট এ সবচেয়ে বেশি এগিয়ে? 

উঃ- রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ
১৭) সম্প্রতি অনুষ্ঠিত আই পি এল এর নিলাম এ সবচেয়ে বেশি দর ওঠে কোন খেলোয়াড় এর?  উঃ- মিচেল স্টার্ক
১৮) রেস্টলিং ফেডারেশান অব ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?   উঃ- সঞ্জয় সিং
১৯) ২০২৪ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে চলেছেন কে?  উঃ- ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন
২০) সম্প্রতি প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা র রিপোর্ট অনুসারে আফগানিস্তানে কত পরিমান শিশু অপুষ্টিতে ভুগছে?   উঃ- ১০ লক্ষের ও বেশি

 

 ২১) প্রতি বছর কোন দিনে জাতিয় কৃষক দিবস পালন করা হয়?  উঃ- ২৩ ডিসেম্বর

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।