Latest Current Affairs 2024 March 09 to 16 in Bengali
Contents
সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) ভারতের সবচেয়ে দ্রুততম IP Router ২) ভারতের সবচেয়ে বড়ো সোলার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ৩) প্রয়াত Paul Alexander ৪) হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এ ভারত ১৩৪ তম।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 09 থেকে 16 মার্চ 2024 (Latest Current Affairs 2024 March 09 to 16 in Bengali )মাস – মার্চ, সপ্তাহ – দ্বিতীয়, (০৯-০৩-২০২৪ থেকে ১৬-০৩-২০২৪) |
১) অরুণাচল প্রদেশের নতুন ঘোষিত ২৭ তম জেলা কোনটি? |
উঃ- Bichom |
২) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক নো স্মোকিং ডে (International No Smoking Day) পালন করা হয়? |
উঃ- ১৩ই মার্চ |
৩) ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) এর উন্নতি করানোর জন্য প্রধানমন্ত্রী কত পরিমাণ অর্থের বিনিয়োগের কথা ঘোষণা করলেন? | উঃ- ১.২৪ বিলিয়ন মার্কিন ডলার |
৪) ভারতীয় প্যারা অলিম্পিক কমিটির (Indian Para Olympic Committee) নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Devendra Jhajharia |
৫) ২০২৪ সালে মিস ওয়ার্ল্ড (Miss World) এর পুরস্কার জিতলেন কে? | উঃ- Krystyna Pyszkova |
৬) উত্তর ভারতের প্রথম হোমিওপ্যাথিক কলেজ কোথায় স্তাপিত হতে চলেছে? | উঃ- কাঠুয়া, জম্ম ও কাশ্মীর |
৭) পাকিস্তানের ১৪ তম President পদে কে নিযুক্ত হলেন? |
উঃ- Asif Ali Zardari |
৮) ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সবচেয়ে দ্রুততম IP/MPLS Router তৈরি করল, এর স্পিড কত? | উঃ- 2.4 tdps |
৯) ন্যাশনাল কমিশন ফর সিডুল কাস্ট (National Commission for Schedule Caste) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Kishor Makwana |
১০) সম্প্রতি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর পদ থেকে ইস্তফা দিলেন? |
উঃ- Hariyana, Manohar Lal Khattar |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ মার্চ প্রথম সপ্তাহ
১১) হরিয়াণা এর নতুন মূখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? | উঃ- nayab Shing Saini |
১২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্লাম্বিং ডে (International Plumbing Day) পালন করা হয়? |
উঃ- ১১ মার্চ |
১৩) ভারতের সবচেয়ে বড়ো সোলার এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (Solar & Battery energy Storage System) তৈরি করল কোন কোম্পানি? | উঃ- টাটা পাওয়ার |
১৪) সারা বিশ্বের মধ্যে সামরিক সামগ্রী আমদানিতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? | উঃ- ভারত |
১৫) ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশান (Indian Sugar and Bio Energy Manufacturers Association) এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Deepak Ballani |
১৬) মিনিস্ট্রি অব রুরাল ডেভেলপমেন্ট (Ministry of Rural Development) জিওস্প্যাসিয়াল টেক (Geospatial Tech) এবং AI অ্যাপলিকেশান এর উন্নতিকরনের জন্য কোন সংস্থার সাথে চুক্তি করল |
উঃ- আই আই টি দিল্লী |
১৭) ভারতীয় নির্বাচন কমিশান ভোট এর বিভিন্ন ফেক নিউজ ছড়ানো বন্ধ করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করল? | উঃ- গুগোল |
১৮) কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারতের রাষ্ট্রপতিকে সান্মানিক ডক্টরেট উপাধি দিল? | উঃ- মরিশিয়াস |
১৯) সম্প্রতি ভারতীয় নৌ-সেনা সামরিক অনুশীলন Cutlass Express 2024 সম্পন্ন করল? | উঃ- Port Victoria, Seychelles |
২০) TaTa কোম্পানি কোন রাজ্যে ৯০০০ কোটি রুপির ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে চলেছে? | উঃ- তামিল নাড়ু |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহ
২১) ভারতের নতুন দুই ইলেকশান কমিশনার (Election Commissioner) পদে কে নিযুক্ত হলেন? | উঃ- জ্ঞানেশ কুমার, সুখবীর সান্ধু |
২২) প্রয়াত হলেন লৌহ ফুসফুস এর সাহায্যে বেঁচে থাকা পল আলেকজান্ডার (Paul Alexander), মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? |
উঃ- ৭৮ বছর |
২৩) সম্প্রতি ভারতীয় রিসার্ভ ব্যাঙ্ক কোন দুই ব্যাঙ্ক সংস্থা কে অসম্মতির কারণে ফাইন করল? | উঃ- বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব ইন্ডিয়া |
২৪) ২০২৪ সালের রঞ্জি ট্রফি জিতল কোন দল? | উঃ- মুম্বাই |
২৫) প্রতি বছর কোন দিনে বিশ্ব উপভোক্তা অধিকার দিবস (World Consumer Rights Day) পালন করা হয়? | উঃ- ১৫ মার্চ |
২৬) ভারতে FinTech Ecosystem এর উন্নতিকরণের জন্য ভারত কোন সংস্থার সাথে ২৩ মিলিয়ন মার্কিন ডলার এর চুক্তি করল? |
উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক |
২৭) ইলেকটোরাল বন্ড স্ক্যাম (Electoral Bond Scam) এ কোন ভারতীয় রাজনৈতিক দল এর নাম সবার ওপরে আছে? | উঃ- বি জে পি |
২৮) সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স (Saudi Arabian Grand Prix) এর চ্যাম্পিয়ন হলেন কে? | উঃ- ম্যাক্স ভার্স্টাপ্পেন |
২৯) সম্প্রতি কোন রাজ্য সরকার তার রাজ্যের সমস্ত কৃষক দের কে ফ্রি মিলেট এর দানা বিলি করার কথা ঘোষণা করল? | উঃ- রাজস্থান |
৩০) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ১৯৩ টি দেশের মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (Human Development Index) এ ভারতের স্থান কত? |
উঃ- ১৩৪ তম |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ
৩১) প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ, তাঁর বয়স কত হয়েছিল? |
উঃ- ৭০ বছর |