CISF Recruitment 2022: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এ   “কন্সটেবল” পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ২৯ জানুয়ারি ২০২২ থেকে ০৪ মার্চ ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ০৪ মার্চ ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ০৪ মার্চ ২০২২ বা তার আগে www.cisfrectt.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

CISF Recruitment 2022 

Sarkari JOB

Central Industrial Security Force

www.cisfrectt.in

মোট পদ – ১১৪৯

কর্মস্থল – সারা ভারত


  CISF Recruitment 2022 Vacancy details:

  • উত্তর প্রদেশ – ১১২ ( অসংরক্ষিত – ৪৬, ই ডব্লু এস – ১১, এস সি – ২৪, এস টি – ০১, ও বি সি – ৩০) 
  • উত্তরাখন্ড – ০৬ ( অসংরক্ষিত – ০৩, ই ডব্লু এস – ০১, এস সি – ০১, এস টি – ০০, ও বি সি – ০১) 
  • বিহার – ১২৩ ( অসংরক্ষিত – ৫৭, ই ডব্লু এস – ১২, এস সি – ১৯, এস টি – ০১, ও বি সি – ৩৪)
  • দিল্লী – ১০ ( অসংরক্ষিত – ০৪, ই ডব্লু এস – ০১, এস সি – ০১, এস টি – ০২, ও বি সি – ০২)  
  • হরিয়াণা – ১৪ ( অসংরক্ষিত – ০৬, ই ডব্লু এস – ০১, এস সি – ০৩, এস টি – ০০, ও বি সি – ০৪) 
  • ঝাড়খণ্ড – ৮৭ ( অসংরক্ষিত – ৩৫, ই ডব্লু এস – ০৯, এস সি – ১০, এস টি – ২৩, ও বি সি – ১০) 
  • ছত্তিশগড় – ৪০ ( অসংরক্ষিত – ১৬, ই ডব্লু এস – ০৪, এস সি – ০৫, এস টি – ১২, ও বি সি – ০৩) 
  • মধ্যপ্রদেশ – ৫০ ( অসংরক্ষিত – ২১, ই ডব্লু এস – ০৫, এস সি – ০৭, এস টি – ১০, ও বি সি – ০৭) 
  • রাজস্থান – ৩৯ ( অসংরক্ষিত – ১৬, ই ডব্লু এস – ০৪, এস সি – ০৬, এস টি – ০৫, ও বি সি – ০৩) 
  • অন্ধ্র প্রদেশ – ৭৯ ( অসংরক্ষিত – ৩২, ই ডব্লু এস – ০৮, এস সি – ১৩, এস টি – ০৫, ও বি সি – ২১) 
  • অরুণাচল প্রদেশ – ০৯ ( অসংরক্ষিত – ০৩, ই ডব্লু এস – ০০, এস সি – ০০, এস টি – ০৬, ও বি সি – ০০) 
  • আসাম – ১০৩ ( অসংরক্ষিত – ৪৫, ই ডব্লু এস – ১১, এস সি – ০৭, এস টি – ১২, ও বি সি – ২৮) 
  • চন্ডিগড় – ০১ ( অসংরক্ষিত – ০১, ই ডব্লু এস – ০০, এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০) 
  • গোয়া – ০১ ( অসংরক্ষিত – ০১, ই ডব্লু এস – ০০, এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০) 
  • গুজরাট – ৩৪ ( অসংরক্ষিত – ১৪, ই ডব্লু এস – ০৪, এস সি – ০২, এস টি – ০৫, ও বি সি – ০১) 
  • হিমাচল প্রদেশ – ০৪ ( অসংরক্ষিত – ০২, ই ডব্লু এস – ০০, এস সি – ০১, এস টি – ০০, ও বি সি – ০১) 
  • জম্মু ও কাশ্মীর – ৪১ ( অসংরক্ষিত – ১৮, ই ডব্লু এস – ০৪, এস সি – ০৩, এস টি – ০৫, ও বি সি – ১১) 
  • কর্ণাটক – ৩৪ ( অসংরক্ষিত – ১৪, ই ডব্লু এস – ০৩, এস সি – ০৬, এস টি – ০২, ও বি সি – ০৯) 
  •  কেরালা – ৪০ ( অসংরক্ষিত – ২১, ই ডব্লু এস – ০৪, এস সি – ০৪, এস টি – ০০, ও বি সি – ১১) 
  • লাদাখ – ০১ ( অসংরক্ষিত – ০১, ই ডব্লু এস – ০০, এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০) 
  • মহারাষ্ট্র – ৭০ ( অসংরক্ষিত – ৩১, ই ডব্লু এস – ০৭, এস সি – ০৭, এস টি – ০৬, ও বি সি – ১৯) 
  • মণিপুর – ১১ ( অসংরক্ষিত – ০৪, ই ডব্লু এস – ০১, এস সি – ০০, এস টি – ০৫, ও বি সি – ০১) 
  • মেঘালয় – ১৩ ( অসংরক্ষিত – ০৪, ই ডব্লু এস – ০১, এস সি – ০০, এস টি – ০৮, ও বি সি –  ০০) 
  • মিজোরাম – ০৫ ( অসংরক্ষিত – ০২, ই ডব্লু এস – ০১, এস সি – ০০, এস টি – ০২, ও বি সি – ০০) 
  • ণাগাল্যান্ড – ০৭ ( অসংরক্ষিত – ০৩, ই ডব্লু এস – ০১, এস সি – ০০, এস টি – ০৩, ও বি সি – ০০) 
  • ওডিশা – ৫৮ ( অসংরক্ষিত – ২৪, ই ডব্লু এস – ০৫, এস সি – ০৯, এস টি – ১৩, ও বি সি – ০৭) 
  • পন্ডিচেরি – ০১ ( অসংরক্ষিত – ০১, ই ডব্লু এস – ০০, এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০) 
  • পাঞ্জাব – ১৬ ( অসংরক্ষিত – ০৬, ই ডব্লু এস – ০২, এস সি – ০৫, এস টি – ০০, ও বি সি – ০৩) 
  • তামিলনাড়ু – ৪১ ( অসংরক্ষিত – ১৮, ই ডব্লু এস – ০৪, এস সি – ০৮, এস টি – ০০, ও বি সি – ১১) 
  • তেলাঙ্গানা – ৩০ ( অসংরক্ষিত – ১২, ই ডব্লু এস – ০৩, এস সি – ০৪, এস টি – ০৩, ও বি সি – ০৮) 
  • ত্রিপুরা – ১৫ ( অসংরক্ষিত – ০৫, ই ডব্লু এস – ০১, এস সি – ০৩, এস টি – ০৬, ও বি সি – ০০) 
  • পশ্চিমবঙ্গ – ৫৪ ( অসংরক্ষিত – ২৩, ই ডব্লু এস – ০৫, এস সি – ১৩, এস টি – ০২, ও বি সি – ১১) 

  CISF Recruitment 2022 Important dates:

  • আবেদন শুরু: ২৯ জানুয়ারি ২০২২
  • আবেদন করার শেষ তারিখ: ০৪ মার্চ ২০২২
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

 CISF Recruitment 2022 Age Limit:

  • প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। বয়সের হিসাব করা হবে ০৪/০৩/২০২২ এর হিসেবে। 

 

 CISF Recruitment 2022 Physical Standard:

  • উচ্চতা (জেনারেল) – ১৭০ সেন্টিমিটার
  • উচ্চতা ( গোর্খা, কুমাউনি, মারাঠা, আদিবাসী, ডোগ্রা) – ১৬৫ সেন্টিমিটার
  • চেষ্ট (জেনারেল) – অপ্রসারিত – ৮০ সেমি, প্রসারিত – ৮৫ সেমি
  • উচ্চতা ( গোর্খা, কুমাউনি, মারাঠা, আদিবাসী, ডোগ্রা) – অপ্রসারিত- ৭৮ সেমি প্রসারিত – ৮৩ সেমি

এছাড়াও ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

  CISF Recruitment 2022 Educational Qualification:

  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে। 

    

 Selection Process:

  প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • লিখিত পরীক্ষা (CBT)
  • ফিসিক্যাল স্ট্যান্ডার্ড (PST)
  • মেডিক্যাল পরীক্ষা
  • ফিসিক্যাল এফিসিয়েন্সি (PET)

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  • জেনারেল / ই ডব্লু এস / ও বি সি – ১০০/- 
  • এস সি / এস টি / ই এস এম – বিণামূল্য 

আবেদনকারীদের আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর চালান এর মাধ্যমে প্রদান করতে হবে। 

 

 Salary: 

  • সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে কর্মচারীদের প্রাথমিক বেতন ২১,৭০০ রুপি থেকে ৬৯,১০০ রুপি বলা হয়েছে। 

 

 

CISF recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।