CA 2021 August 2nd Week

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৮-২০২১ তারিখ থেকে ১৫-০৮-২০২১ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০৮-২০২১ থেকে ১৫-০৮-২০২১)

√  ১) টোকিও অলিম্পিক ২০২০ তে ভারতের কোন অ্যাথিলিট জ্যাভেলিন থ্রো তে স্বর্ণ পদক জিতেছেন?  উঃ- নিরাজ চোপড়া

  ২) কোন দিনটি প্রতি বছর ভারতে জাতীয় তাঁত দিবস হিসেবে পালন করা হয়? 

উঃ- ৭ আগস্ট
  ৩) ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরো এর রিপোর্ট অনুসারে গত ১০ বছরে ভারতে বেকারত্বের কারণে আত্মহত্যা এর পরিমাণ কত পরিমাণে বৃদ্ধি পেয়েছে?  উঃ- ২৪%
  ৪) সম্প্রতি কোন সংস্থা বিশ্বের দীর্ঘতম রকেট প্রস্তুত করল?   উঃ- SPACEX
  ৫) IBM কোম্পানি ভারতের কোন রাজ্যে তাদের সফটওয়্যার ল্যাব স্থাপন করতে চলেছে?  উঃ- কেরালা
  ৬) ভারতের প্রথম Heart Failure Biobank কোন শহরে তৈরি করা হল?  উঃ- তিরুবানন্তপুরম
  ৭) জাতীয় মহিলা কমিশান এর চেয়ারপারসন পদে পুনরায় কে নিযুক্ত হলেন? উঃ- রেখা শর্মা
  ৮) টোকিও অলিম্পিক এ কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতল?  উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র 
  ৯) কোন ভারতীয় সংস্থা রোটা ভাইরাস এর ভ্যাকসিন ROTAVAC-5D তৈরি করল? উঃ- ভারত বায়োটেক
  ১০) ২০২১ সালে কোন ব্যাঙ্ক ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে বিশ্বের সেরা ব্যাঙ্ক হিসেবে মনোনীত হয়েছে?  উঃ-  ডি বি এস ব্যাঙ্ক

 

 

  ১১) ২০২১ সালে ভারতীয় নৌবাহিনী কোন দেশের সঙ্গে Zayed Talwar নামক দ্বিপাক্ষিক নৌ মহড়া সম্পন্ন করল? উঃ- সংযুক্ত আরব আমিরশাহী
  ১২) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম বিমানবাহক জাহাজ এর নাম কি? উঃ- আই এন এস বিক্রান্ত
  ১৩) আন্তর্জাতিক আর্মি গেমস ২০২১ কোথায় সম্পন্ন হল?  উঃ- রাশিয়া
  ১৪) মহারাষ্ট্রের গ্রামীণ সড়ক ব্যাবস্থার উন্নতির জন্য কোন ব্যাঙ্ক ৩০০ মিলিয়ন ডলার অর্থ প্রদান করল? উঃ- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
  ১৫) গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইনডেক্স এর রিপোর্ট অনুসারে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উঃ- সিঙ্গাপুর
  ১৬) ন্যাশনাল এডুকেশান পলিসি ২০২০ বাস্তবায়ন করতে চলা প্রথম রাজ্য কোনটি?  উঃ- কর্ণাটক
  ১৭) কোন দিনটি ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে হিসেবে পালন করা হয়?  উঃ- ১০ আগস্ট
  ১৮) ভোজ্য তেলে ভারতকে স্বাবলম্বী করতে ভোজ্য তেল মিশন-তেল পাম (NMEO-OP) স্কিম চালু করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পে সরকার কত পরিমাণ অর্থ বিনিয়োগ করবে? উঃ- ১১,০০০ কোটি
  ১৯) DRDO ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারতের প্রথম ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্রটির (ক্রুজ মিসাইল) নাম কি?  উঃ- নির্ভয়
  ২০) গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইনডেক্স এর রিপোর্ট অনুসারে ভারতের স্থান কত? উঃ- ১২২

 

 

  ২১) ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উঃ- কমলেশ কুমার পন্ত
  ২২) সম্প্রতি ভারত এবং সৌদি আরবের মধ্যে অনুষ্ঠিত নৌ-অভ্যাস এর নাম কি? উঃ- Al-Mohed Al-Hindi
  ২৩) ডোরস্টেপ হেলথকেয়ার স্কিম চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?  উঃ- তামিলনাড়ু
  ২৪) আই সি সি মেন প্লেয়ার অব দি মান্থ জুলাই ২০২১ কে হলেন?  উঃ- সাকিব আল হাসান
  ২৫) NPCI Bharat Bill Pay এর সি ই ও পদে নিযুক্ত হলেন কে?  উঃ- নুপুর চতুর্বেদি
  ২৬) ২০২১ স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড এর তালিকা অনুযায়ী কোন ভারতীয় বিমানবন্দরকে দেশের সেরা বিমানবন্দর হিসেবে স্থান দেওয়া হয়েছে? উঃ- দিল্লী এয়ারপোর্ট
  ২৭) ২০২১ স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড এর তালিকা অনুযায়ী কোন বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে স্থান দেওয়া হয়েছে? উঃ- হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দোহা
  ২৮) সম্প্রতি কোন দেশ ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট চালু করার কথা ঘোষণা করল?  উঃ- কানাডা
  ২৯) ভারতের কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল ফেসলেস ট্রান্সপোর্ট সার্ভিস চালু করল?  উঃ- দিল্লী
  ৩০) আই সি সি ওমেন প্লেয়ার অব দি মান্থ জুলাই ২০২১ কে হলেন?  উঃ- Stafanie Taylor
  ৩১) রোম এ অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক শান্তি সম্মেলন এ ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন? উঃ- পশ্চিমবঙ্গ

 

 

  ৩২) ১৩ আগস্ট,২০২১ -এ বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী মোদী কর্তৃক চালু করা ন্যাশনাল অটোমোবাইল স্ক্র্যাপেজ নীতির আওতায় কোন কোম্পানিকে যানবাহন স্ক্র্যাপিং অবকাঠামো স্থাপনের কাজ দেওয়া হয়েছে? উঃ- টাটা মোটর্স
  ৩৩) কোন দিনটিকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করা হয়?  উঃ- ১৪ আগস্ট
  ৩৪) টাটা পাওয়ার রিনিউএবল এনার্জি লিমিটেড কোন রাজ্যে ১০০ মেগাওয়াট এর সোলার প্লান্ট স্থাপন করল?  উঃ- গুজরাট
  ৩৫) ভারতের কোন জাতীয় উদ্যানের কর্মীদের প্রথম স্যাটেলাইট ফোন দেওয়া হচ্ছে? উঃ- কাজিরাঙ্গা জাতিয় উদ্যান
  ৩৬) ভারতের প্রথম ড্রোন ফরেনসিক ল্যাব অ্যান্ড রিসার্চ সেন্টার কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? উঃ- কেরালা

 

Weekly current affairs 2021 PDF August 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।