Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৮-২০২২ তারিখ থেকে ০৭-০৮-২০২২ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – প্রথম, ( ০১-০৮-২০২২ থেকে ০৭-০৮-২০২২)

√  ১) পশ্চিমবঙ্গে নতুন কতগুলি জেলা তৈরি হতে চলেছে?  উঃ- ৭ টি

  ২) কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে ভার উত্তোলন এ পুরুষদের ৬৭ কেজি বিভাগে স্বর্ণ পদক জিতলেন কে? 

উঃ- Jeremy Lalrinnunga
  ৩) কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে ভার উত্তোলন এ পুরুষদের ৭৩ কেজি বিভাগে স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- Achinta Sheuli
  ৪) ২০২২ হাঙ্গেরিয়ান ফর্মুলা ওয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে?   উঃ- Max Verstappen
  ৫) সম্প্রতি তৃতীয় ভারত ভিয়েতনাম বাইল্যাটেরাল সেনা অনুশীলন কোথায় অনুষ্ঠিত হল?  উঃ- হরিয়ানা
  ৬) কোন দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের জন্য স্বর্ণ মুদ্রা ব্যবহার শুরু হল?  উঃ- জিম্বাবয়ে
  ৭) নিউ দিল্লী পুলিশ এর নতুন কমিশনার পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সঞ্জয় আরোরা
  ৮) এশিয়ার ধনিতম মহিলার তকমা পেলেন কোন ভারতীয়?  উঃ- সাবিত্রি জিন্দাল
  ৯) প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮১ বছর
  ১০) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- Sujoy Lal Thaosen

 

 

  ১১) বিশ্বব্যাংক ভারতের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করেছে? উঃ- Auguste Tano Kouame
  ১২) ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল ২০২২ কমনওয়েলথ গেমস-এ কোন দেশ কে হারিয়ে স্বর্ণপদক জিতেছে?  উঃ- সিঙ্গাপুর
  ১৩) ভারতের নতুন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদে কে নিযুক্ত হলেন? উঃ- Suresh N. Patel 
  ১৪) কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে ভার উত্তোলন এ পুরুষদের ৯৬ কেজি বিভাগে রৌপ্য পদক জিতলেন কে? উঃ- বিকাশ ঠাকুর
  ১৫) ভারতীয় মহিলা লন বল টিম কমনওয়েলথ গেমস এ কোন পদক জিতেছে?  উঃ- স্বর্ণ পদক
  ১৬) ভারতের হয়ে কমনওয়েলথ গেমস এ হাই জাম্প এ ব্রোঞ্জ পদক জিতলেন কে?  উঃ- Tejaswin Shankar
  ১৭) বিশ্বের সবচেয়ে বড়ো ভাসমান সোলার পার্ক ভারতের কোথায় স্থাপিত হতে চলেছে?  উঃ- মধ্য প্রদেশ
  ১৮) কোন ভারতীয় জাহাজ সম্প্রতি উত্তর আটলান্টিক মহাসাগরে ফ্রান্সের সাথে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ এ অংশগ্রহণ করেছে? উঃ- INS Tarkash
  ১৯) ফিনটেক স্টার্টআপ BharatPe-এর নতুন CFO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উঃ- Nalin Negi 
  ২০) কোন রাজ্য সরকার আঙ্গনওয়াড়ির বাচ্চাদের জন্য ডিম ও দুধ প্রকল্প চালু করল?  উঃ- কেরালা 

 

  ২১) সম্প্রতি বিহারের কোন কলেজ কে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষনা করা হল?  উঃ- Langat Singh College
  ২২) প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান বক্সিং চ্যাম্পিয়ন Johnny Famechon, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭৭ বছর
  ২৩) সম্প্রতি ই-কমার্স সংস্থা অ্যামাজন দ্রুত ডেলিভারি এর জন্য কোন ভারতীয় সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- ভারতীয় রেলওয়ে
  ২৪) ২০২২ এর ওয়ার্ল্ড দেয়ারি সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- নিউ দিল্লী
  ২৫) ভোডাফোন আইডিয়া লিমিটেড এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- Ravinder Takkar
  ২৬) কোন দেশ সম্প্রতি ‘দানুরি’ নামক তার প্রথম চন্দ্র-অরবিটার উৎক্ষেপণ করেছে? উঃ- দক্ষিণ কোরিয়া
  ২৭) ২০২২ কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে?  উঃ- দিপক পুনিয়া
  ২৮) প্রতি বছর কোন দিনে হিরোসিমা দিবস পালন করা হয়?  উঃ- ০৬ আগস্ট
  ২৯) ভারতের ১৪ তম ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?  উঃ- জগদীপ ধনকড়
  ৩০) প্রথমবার কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে রেসওয়াক এ পদক জিতলেন কে?  উঃ- প্রিয়াঙ্কা গোস্বামী

Weekly Current Affairs 2022 PDF August 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।