Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, ডিসেম্বর ২০২২, তৃতীয় ও চতুর্থ সপ্তাহ নিয়ে। ১৬-১২-২০২২ তারিখ থেকে ৩১-১২-২০২২ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs PDF Bengali

মাস – ডিসেম্বর, সপ্তাহ – তৃতীয় ও চতুর্থ, ( ১৬-১২-২০২২ থেকে ৩১-১২-২০২২)

√  ১) কোন দেশ সর্ব প্রথম “স্যাটকম স্পেকট্রাম” চালু করতে চলেছে?  উঃ- ভারত 

  ২) সম্প্রতি গোয়া সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? 

উঃ- এয়ার বি এন বি 
  ৩) সম্প্রতি ভারত নিউক্লিয়ার অস্ত্র বহনকারী কোন মিসাইল এর সফল পরীক্ষা করল?  উঃ- আগ্নি-৫ 
  ৪) কোন শহরে ২০২৫ সালের পর নব নির্মিত বাড়িতে সোলার প্যানেল বাধ্যতামুলক করা হল?   উঃ- টোকিও 
  ৫) কোন ভারতীয় অভিনেত্রী ২০২২ কাতার বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন?  উঃ- দীপীকা পাডুকন 
  ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক মাইগ্র্যান্ট (অভিবাসী) দিবস পালন করা হয়?  উঃ- ১৮ ডিসেম্বর 
  ৭) আয়ারল্যান্ড এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Leo Varadkar 
  ৮) প্রতি বছর কোন দিনে মানুষ সঙ্ঘতি দিবস পালন করা হয়?  উঃ- ২০ ডিসেম্বর 
  ৯) ২০২২ ITF WORLD CHAMPIONSHIP জিতলেন কারা?  উঃ- Rafael Nadal and Iga Swiatek
  ১০) সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত সরকারি স্কিম এ আধার কার্ড বাধ্যতা মূলক করেছে?  উঃ- তামিলনাড়ু 

 

 

  ১১) ফ্রান্স এর জতীয় দলের কোন ফুটবলার সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন?  উঃ- Karim Benzema  
  ১২) নবম প্রো কাবাডি শিরোপা জিতল কোন দল?  উঃ- জয়পুর পিংক প্যান্থারস 
  ১৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হয়?  উঃ- ২২ ডিসেম্বর 
  ১৪) ২০২২ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্লাইন্ড টি-২০ বিশবকাপ এ কোন দল চ্যাম্পিয়ন হল?  উঃ- ভারত 
  ১৫) জাতীয় মূল্যায়ন এবং স্বীকৃতি কাউন্সিল ভারতের একমাত্র কোন ইউনিভার্সিটি কে ৩.৮৫ পয়েন্ট দিয়েছে?  উঃ- গুরু নানক দেব ইউনিভার্সিটি 
  ১৬) ভারতীয় রেলওয়ে দেশের দীর্ঘতম স্কেপ টানেল” কোথায় তৈর করছে?  উঃ- কাশ্মীর 
  ১৭) ভারতের প্রথম ওয়ার্ল্ড টেবিল টেনিস সিরিস কোথায় চালু হতে চলেছে?  উঃ- গোয়া 
  ১৮) সৌদি আরবের ভারতের নতুন রাষ্ট্রদূত কে হলেন? উঃ- সুহেল আযাজ খাঁ 
  ১৯) প্রতি বছর কোন দিনে জাতীয় উপভোক্তা অধিকার দিবস পালন করা হয়?  উঃ- ২৪ ডিসেম্বর 
  ২০) সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আই পি এল এর নিলামে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ক্রিকেটার এর নাম কি?  উঃ- Sam Curren

 

 

 

  ২১) কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল এ কোন দুটি সিনামাকে সেরা সিনেমার তকমা দেওয়া হয়েছে?  উঃ- কুড়া পক্ষির সঙ্গে উড়া ও Upon Entry 
  ২২) ফিজি এর নতুন রাষ্ট্রপতি এর নাম কি?  উঃ- Sitiveni Rabuka 
  ২৩) গত দুটি অর্থবর্ষে কোন দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক সবচেয়ে বেশি সোনা কেনার রেকর্ড গড়েছে?  উঃ- রিসার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া 
  ২৪) সম্প্রতি করা সার্ভে অনুসারে গ্লোবাল ফুড র‍্যাংকিং এ ভারতের স্থান কত?  উঃ- পঞ্চম
  ২৫) উপোভোক্তাদের জন্য “রাইট টু রিপেয়ার পোর্টাল” চালু করলেন কে?  উঃ- পীযূষ গোয়েল 
  ২৬) সম্প্রতি কোন ভারতীয় সাইক্লিস্ট ৩০ তম একলব্য পুরস্কার পেলেন?  উঃ- Swasti Singh
  ২৭) ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া এর নতুন চিফ এক্সেকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Ganji Kamala V Rao
  ২৮) ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সন্তোষ কুমার যাদব 
  ২৯) সম্প্রতি কোন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার সমস্ত করম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন?  উঃ- Farhaan Behardien (ফারহান বেহারদিন)
  ৩০) ভারতের বাইরে কোন দেশে একটি ব্রিটিশ ইন্ডিয়া আর্মি মেমোরিয়াল গঠন করা হচ্ছে?  উঃ- স্কটল্যান্ড 

 

 

 

 

  ৩১) প্রয়াত হলেন তিন বার বিশ্বকাপ জয়ী ফুটবল Edson Arantes do Nascimento (পেলে’), তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর 
  ৩২) প্রয়াত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি’র মা হিরাবেন, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯৯ বছর 

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।