Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০৭-২০২২ তারিখ থেকে ০৭-০৭-২০২২ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – জুলাই, সপ্তাহ – প্রথম, (০১-০৭-২০২২ থেকে ০৭-০৭-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়?  উঃ- ০১ জুলাই

  ২) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি কাশি যাত্রা স্কিম চালু করেছে? 

উঃ- কর্ণাটক
  ৩) গ্যাস অথরিটি অব ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- সন্দিপ কুমার গুপ্তা
  ৪) স্টকহোম এ অনুষ্ঠিত ডায়মন্ড চ্যাম্পিয়নশিপ এ নিরাজ চোপড়া কোন পদক জিতেছেন?   উঃ- রৌপ্য
  ৫) কোন দিনে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস কবে পালন করা হয়?  উঃ- ০৩ জুলাই
  ৬) ফাইন্যান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স এর নতুন প্রেসিডেন্ট কে হলেন?  উঃ- T. Raja Kumar
  ৭) ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশান কোন রাজ্যে দেশের সবচেয়ে বড়ো সোলার পাওয়ার প্রজেক্ট চালু করেছে? উঃ- তেলঙ্গানা
  ৮) ইসরায়েল এর নতুন প্রধানমন্ত্রী কে হলেন?  উঃ- Yair Lapid
  ৯) ভারতের সবচেয়ে কম বয়সী স্পিকার কে হলেন?  উঃ- Rahul Narwekar
  ১০)  ব্রিটিশ গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Carlos Sainz

 

 

  ১১)  প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন গোল কিপার EN Sudhir মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭৪ বছর
  ১২) সম্প্রতি ম্যাথেমেটিক্স এ ফিল্ডস মেডেল জিতলেন কে?  উঃ- Maryna Viazovska
  ১৩) প্রয়াত হলেন সিনেমা পরিচালক তরুন মজুমদার, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯২ বছর
  ১৪) তামিলনাড়ু সরকার সোলার প্লেট ফ্যাক্টরি গড়ে তোলার জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করেছে?  উঃ- টাটা পাওয়ার
  ১৫) ন্যাশনাল ফুড সেফটি অ্যাক্ট ইমপ্লিমেন্টেশান এ কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?  উঃ- ওডিশা
  ১৬) ভারতের প্রথম অটমেটিক নেভিগেশান সিস্টেম এর নাম কি? উঃ- TiHAN
  ১৭) ভারতের প্রথম অ্যানিমাল হেলথ সামিটের উদ্বোধন করলেন কে?  উঃ- পরশোত্তম রুপালা৷

 

 

 

Weekly Current Affairs 2022 PDF July 1st week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।