Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুন ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৬-২০২২ তারিখ থেকে ৩০-০৬-২০২২ তারিখ পর্যন্ত জুন মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – জুন, সপ্তাহ – চতুর্থ, (২৩-০৬-২০২২ থেকে ৩০-০৬-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়?  উঃ- ২৩ জুন

  ২) ২০২২ সালে গ্লোবাল স্কিল রিপোর্ট এ ভারতের স্থান কত? 

উঃ- ৬৮ তম
  ৩) ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এর প্রথম মহিলা প্রেসিডেন্ট কে হলেন? উঃ- Lisa Sthalekar
  ৪) সম্প্রতি ISRO একটি কমিউনিকেশান স্যাটেলাইট লঞ্চ করেছে, এর নাম কি?   উঃ- GSAT – 24
  ৫) কোন রাজ্যে সম্প্রতি সিসমোলজি অবজারভেটরি তৈরি হয়েছে?  উঃ- জম্মু ও কাশ্মীর
  ৬) ওকলা ইন্টারনেট স্পিড টেস্ট এ ভারতের স্থান কত ১১৫ তম?  উঃ- Hamza Abdi
  ৭) গ্লোবাল গোল্ড রিসাইক্লিং এ ভারতের স্থান কত?  উঃ- চতুর্থ
  ৮) ভারত এবং কোন দেশের মধ্যে গৌরব টুরিস্ট ট্রেন চালু হয়েছে?  উঃ- নেপাল
  ৯) ন্যাশনালি ইনভেস্টিগেশান এজেন্সি এর ডিরেক্টর জেনারেল কে হলেন?  উঃ- Dinkar Gupta
  ১০)  কোন শহরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আম উৎসবের উদ্বোধন করলেন? উঃ- বেলজিয়াম

 

 

  ১১)  সম্পূর্ণরূপে হাইড্রো এবং সৌর শক্তিতে চালানো ভারতের প্রথম বিমানবন্দর হয়ে উঠেছে কোনটি? উঃ- দিল্লি বিমানবন্দর
  ১২) বম্বে শেয়ার এক্সচেঞ্জ এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- এস. এস. মুন্দ্রা
  ১৩) সম্প্রতি কোন দেশ তাদের দেশের প্রথম স্যাটেলাইট লঞ্চ করল?  উঃ- দক্ষিণ কোরিয়া
  ১৪) ICICI ব্যাঙ্ক ভারতে এবং বিদেশে উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। এর নাম কি? উঃ- ক্যাম্পাস পাওয়ার
  ১৫) এশিয়ান ট্র্যাক চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে প্রথম বারের জন্য পদক জিতেছেন কোন সাইক্লিস্ট? উঃ-রোনাল্ডো সিং
  ১৬) ইন্টেলিজেন্স বিউরো এর নতুন ডিরেক্টর কে হলেন?  উঃ- তপন কুমার ডেকা
  ১৭) ওড়িশার উপকূলে ভারত সফলভাবে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, এর নাম কি? উঃ- VL-SRSAM
  ১৮) সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- নিতিন গুপ্তা
  ১৯) ভারতের সবচেয়ে বড় ভাসমান সোলার প্রোজেক্ট বানাল কোন কোম্পানি?  উঃ- টাটা পাওয়ার
  ২০) বিশ্বের সবচেয়ে বড়ো ব্যাকটেরিয়া কোথায় পাওয়া গেল?   উঃ- ক্যারিবিয়ান ম্যানগ্রোভ জলাভূমি

 

 

  ২১) ২০২২ সালে মিস ইন্ডিয়া হলেন কে?  উঃ- খুশি প্যাটেল
  ২২) কেরালা সরকার যে নতুন মেডিক্যাল  ন্সুরেন্স চালু করেছে তার নাম কি?  উঃ- MEDISEP
  ২৩) জিও এর নতুন চেয়ারম্যান কে হলেন?  উঃ- আকাশ আম্বানি
  ২৪) প্রয়াত হলেন বিজনেস টাইকুন পালুনজি মিস্ত্রি। মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯৩ বছর
  ২৫) সম্প্রতি ব্লিংকিট কোম্পানিকে জোমাটো কত পরিমাণ অর্থে কিনল?  উঃ- ৪৪৪৭ কোটি রুপি
  ২৬) জাতীয় MSME পুরস্কার এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- ওডিশা
  ২৭) সম্প্রতি NASA চাঁদে যে স্পেস ক্রাফট পাঠিয়েছে তার নাম কি?  উঃ- CAPSTONE
  ২৮) প্রয়াত হলেন হকি অলিম্পিক মেডেলিস্ট ও ১৯৭৫ হকি বিশ্বকাপ বিজেতা খেলোয়াড় বরিন্দর সিং, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৭৫ বছর

 

 

 

Weekly Current Affairs 2022 PDF June 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।