Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৭-২০২২ তারিখ থেকে ১৫-০৭-২০২২ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – জুলাই, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৭-২০২২ থেকে ১৫-০৭-২০২২)

√  ১) প্রয়াত হলেন স্বাধীনতা সংগ্রামী P Gopinath Nair, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ১০০ বছর

  ২) ভারতীয় শিল্প কনফেডারেশন এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? 

উঃ- R Dinesh
  ৩) অ্যাসোসিয়াশান অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এর নয়ুন প্রেসিডেন্ট কে হলেন?  উঃ- সুরঞ্জন দাস
  ৪) সম্প্রতি আততায়ির গুলিতে প্রয়াত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবে মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৬৭ বছর
  ৫) কোন কোম্পানি ১০,০০০ ছোটো শহরকে টার্গেট করে স্টার্টাপ স্কুল ইন্ডিয়া মিশন চালু করেছে?  উঃ- গুগোল
  ৬) ভারতের কোন রাজ্য দেশের প্রথম Right to Health বিল পাশ করতে চলেছে?  উঃ- রাজস্থান
  ৭) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি এক্সপ্রেস ওয়ে আছে? উঃ- উত্তর প্রদেশ
  ৮) ভারতের ডেপুটি ইলেকশান কমিশনার কে হলেন?  উঃ- আর কে গুপ্তা
  ৯) প্রতি বছর কোন দিনে বিশ্ব পপুলেশান দিবস পালন করা হয়?  উঃ- ১১ জুলাই
  ১০) জাতীয় হাই স্পীড রেল কর্পোরেশান লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?  উঃ- রাজেন্দ্র প্রসাদ

 

 

  ১১) কফি বোর্ড জলবায়ু-প্রতিরোধী কফি জাত তৈরি করার জন্য কোন সংস্থার সাথে চক্তি বদ্ধ হয়েছে?  উঃ- ISRO
  ১২) কোন কোম্পানি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সাইন্স এর সাথে যুক্ত হয়ে রোবটিক্স সেন্টার অব এক্সিলেন্স এর প্রতিষ্ঠা করতে চলেছে?  উঃ- নকিয়া
  ১৩) ২০২২ সালে অস্ট্রিয়ান গ্রান্ড প্রিক্স জিতলেন কে?  উঃ- Charles Leclerc
  ১৪) প্রয়াত হলেন ভারতীয় ইন্টারনেটের জনক BK Syngal, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮২ বছর
  ১৫) মেঘালয় সরকার তার রাজ্যের বাচ্চাদের শিক্ষার উন্নতির জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছে?  উঃ- ৩০০ কোটি
  ১৬) ফিনল্যান্ড এ বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? উঃ- Bhagwani Devi
  ১৭) ভারতের কোন শহরে বিশ্বের প্রথম ডবল ডেকার ব্রিজ তৈরি করা হল?  উঃ- ণাগপুর
  ১৮) দেশের প্রথম কার্বন নিউট্রাল এয়ারপোর্ট কোথায় স্থাপিত হতে চলেছে?  উঃ- Leh
  ১৯) প্রয়াত হলেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেট ক্যাপ্টেন Barry Sinclair, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৫ বছর
  ২০) দিল্লী সরকার তার রাজ্যের ছাত্র-ছাত্রীদের কাজের সুযোগের জন্য কোন সংস্থার সাথে চুক্তি বদ্ধ হয়েছে?  উঃ- UNICEF

 

 

  ২১) ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট নেওয়া ভারতীয় বোলার হলেন কে?  উঃ- মহম্মদ শামি
  ২২) মানামা, বাহরাইনে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২০ কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি পদক জিতেছে?  উঃ- ২২ টি
  ২৩) কোন ভারতীয় ক্রিকেটার প্রথম অধিনায়ক হিসেবে ১৩টি টি-২০ ম্যাচ জিতেছেন? উঃ- রোহিত শর্মা
  ২৪) কোন ভারতীয় রাজ্যে প্রথম নতুন শিক্ষা পলিসি চালু হয়েছে?  উঃ- উত্তরাখন্ড
  ২৫) কোন কোম্পানি বিশ্বের দ্রুততম গ্রাফিক্স ডায়নামিক র‍্যাম তৈরি করেছে?  উঃ- স্যামসং
  ২৬) ভারতের কোন শহরে ভারতের প্রথম ই-ওয়েস্ট ইকো পার্ক তৈরি করা হল?  উঃ- দিল্লী

 

Weekly Current Affairs 2022 PDF July 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।