Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, জুলাই ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৭-২০২২ তারিখ থেকে ৩১-০৭-২০২২ তারিখ পর্যন্ত জুলাই মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF Bengaliমাস – জুলাই, সপ্তাহ – চতুর্থ, ( ২৩-০৭-২০২২ থেকে ৩১-০৭-২০২২) |
√ ১) প্রতি বছর কোন দিনে জাতীয় ব্রডকাস্টিং ডে পালন করা হয়? | উঃ- ২৩ জুলাই |
√ ২) শ্রীলঙ্কার ১৫ তম প্রধানমন্ত্রী কে হলেন? |
উঃ- দীনেশ গুণবর্ধন |
√ ৩) সভারতের প্রথম প্যাসেঞ্জার ড্রোনের নাম কি? | উঃ- বরুন |
√ ৪) টাটা প্রজেক্টস এর ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? | উঃ- বিনায়ক পাই |
√ ৫) সম্প্রতি ফ্রান্স গ্রান্ড প্রিক্স জিতলেন কে? | উঃ- Max Verstappen |
√ ৬) প্রথম বাংলাদেশী হিসেবে কে K2 পর্বত জয়লাভ করলেন? | উঃ- Wasifa Nazreen |
√ ৭) বিশ্ব ব্যাঙ্ক এর প্রধান ইকোনমিস্ট কে হলেন? | উঃ- Indermit Gill |
√ ৮) ২০২২ সুইজ ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ এ প্রথম স্থান জয়লাভ করলেন কে? | উঃ- Casper Ruud |
√ ৯) প্রয়াত হলেন প্রখ্যাত অসমীয়া লেখক অতুলানন্দ গোস্বামী, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৮৭ বছর |
√ ১০) ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমস এর জন্য ভারতের পতাকাবাহী হিসেবে মনোনীত হয়েছেন কে? | উঃ- পিভি সিন্ধু |
√ ১১) আন্তর্জাতিক ব্যাঘ্র্য দিবস বিশ্বব্যাপী কবে পালন করা হয়? | উঃ- ২৯ জুলাই |
√ ১২) ভারতের কোন রাজ্য দেশের প্রথম সম্পূর্ণ রুপে মহিলাদের দ্বারা পরিচালিত কো-অপারেটিভ ব্যাঙ্ক শুরু হতে চলেছে? | উঃ- রাজস্থান |
√ ১৩) ইংল্যান্ডের কোন ক্রিকেট গ্রাউন্ডের নামকরণ সুনীল গাভাস্কারের নামে করা হয়েছে? | উঃ- লেস্টার ( Leicester ) |
√ ১৪) সম্প্রতি মিসর ভারতের সাথে সুয়েজ ক্যানাল ইকোনমিক যোন এর জন্য কত পরিমান অর্থ এর চুক্তি করেছে? | উঃ- ৮ বিলিয়ন মার্কিন ডলার |
√ ১৫) বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার কে হলেন? | উঃ- Pranay Kumar Verma |
√ ১৬) ভারতের প্রথম টিচিং রোবট কোথায় ইমপ্লিমেন্ট করা হয়েছে? | উঃ- ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল |
√ ১৭) এখোনোও পর্যন্ত সবচেয়ে বড়ো পিংক ডায়মন্ড কোথায় পাওয়া গেছে? | উঃ- Angola |
√ ১৮) ভারতের কোন রাজ্যে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর পলিসি চালু হল? | উঃ- গুজরাট |
√ ১৯) ২০২২ কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- মিরাবাই চানু |
Weekly Current Affairs 2022 PDF July 4th week Download pdf
আরও পড়ুন |
|
|