Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২২, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৫-২০২২ তারিখ থেকে ১৫-০৫-২০২২ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – মে, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-০৫-২০২২ থেকে ১৫-০৫-২০২২)

√  ১) প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়? উঃ- ০৮ মে

  ২) প্রতি বছর কোন দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিক দের শ্রদ্ধা জানান হয়? 

উঃ- ০৮ থেক ০৯ মে
  ৩) সম্প্রতি কোন দেশ ভারত থেকে কৃষি পণ্য আমদানি বন্ধ করল?  উঃ- ইন্দোনেশিয়া
  ৪) প্রতি বছর কোন দিনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়ে থাকে?  উঃ- ০৮ মে
  ৫) কোন রাজ্য সরকার লাইফস্টাইল রোগ নির্ণয় এবং নিয়ন্ত্রণের জন্য ‘শৈলি অ্যাপ’ চালু করছে? উঃ- কেরালা
  ৬) দিল্লি সরকার উদ্যোক্তাদের সাহায্য করার জন্য কি নীতি ঘোষণা করেছে উঃ- দিল্লি স্টার্টআপ পলিসি
  ৭) নেপালী সেরপা কামি রিতা সম্প্রতি কত তম বার এভারেস্ট এ চড়েছেন?  উঃ- ২৬ তম বার
  ৮) সম্প্রতি মণিপুর এর কোন এলাকা ড্রাগ ফ্রি যোন হিসেবে গণ্য করা হল? উঃ- পউমাই নাগা এলাকা
  ৯) প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে ৮০০০ এর বেশি উচ্চতা বিশিষ্ট পৃথিবীর পাঁচটি পাহাড় এ চড়েছেন?   উঃ- প্রিয়াংকা মোহিতে
  ১০) ইন্ডিয়ান ব্যাঙ্ক ডিজিটাল ব্রোকিং সার্ভিস চালু করেছে, এর নাম কি?  উঃ- ই-ব্রোকিং

 

 

  ১১) হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশান লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে হলেন?  উঃ-  পুষ্প কুমার
  ১২) ভারতীয় রেলের ভারত গৌরব টুরিস্ট এক্সপ্রেস সম্প্রতি কোন স্থানে আছে?  উঃ- জনক পুর, নেপাল
  ১৩) কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সানওয়ে ফরমেন্তেরা ওপেন দাবা টুর্নামেন্ট জিতেছেন? উঃ- ডি গুকেশ
  ১৪) মায়ামি গ্রান্ড প্রিক্ষ জিতলেন কে?  উঃ- Max Verstappen
  ১৫) ২০২২ মাদ্রিদ মেন’স ওপেন টাইটেল এর খেতাব কে জিতলেন?  উঃ- Carlos Alcaraz
  ১৬) কোন রাজ্য প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য প্রাতরশ (Breakfast) ব্যাবস্থা শুরু করল?  উঃ- তামিলনাড়ু
  ১৭) প্রয়াত হলেন সন্তুর বাদক পন্ডিত শিবকুমার শর্মা, মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল?  উঃ- ৮৪ বছর
  ১৮) প্রতি বছর কোন দিনে ন্যাশনাল টেকনলজি দিবস পালন করা হয়?  উঃ- ১১ মে
  ১৯) ভারতের কোন রাজ্য সরকার লাডলি লক্ষী স্কিম চালু করেছে?  উঃ- মধ্য প্রদেশ
  ২০) হং কং এর নতুন চিফ এক্সেকিউটিভ কে হলেন?  উঃ- John Lee Ka-Chiu

 

 

√  ২১) দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট কে হলেন? উঃ- Yoon Suk-yeol 

  ২২) HDFC ব্যাঙ্ক নতুন ডিজিটাল কার লোন সিস্টেম চালু করেছে। এর নাম কি? 

উঃ- এক্সপ্রেস কার
√  ২৩) ভারতের কোন স্থানে দেশের প্রথম খাদি এক্সিলেন্স সেন্টার চালু হতে চলেছে?  উঃ- দিল্লী

  ২৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্লান্ট হেলথ অবসার্ভেশান ডে পালন করা হয়? 

উঃ- ১২ মে
√  ২৫) প্রতি বছর বিশ্ব নার্সিং দিবস কবে পালন করা হয়?  উঃ- ১২ মে

  ২৬) সম্প্রতি প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম গ্রান্ড মাস্টার। তাঁর নাম কি? 

উঃ- Yuri Averbakh
√  ২৭) ভারতের প্রথম বায়োগ্যাস চালিত ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশান চালু হয়েছে?  উঃ- মুম্বাই
√  ২৮) এশিয়ার কোন দেশ প্রথম NATO সাইবার ডিফেন্স গ্রুপ এ যুক্ত হল?  উঃ- দক্ষিণ কোরিয়া

  ২৯) সম্প্রতি বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করল কোন কোম্পানি? 

উঃ- Saudi Aramco
√  ৩০) ভারতের পরবর্তী চিফ ইলেকশান কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন?  উঃ- রাজিব কুমার

 

 

√  ৩১) প্রতি বছর কোন দিনে বিশ্ব মাইগ্রেটরি বার্ড দিবস পালন করা হয়?  উঃ- ১৪ মে

  ৩২) সম্প্রতি প্রয়াত হলেন সংযুক্ত আরব আমিরশাহী এর প্রেসিডেন্ট, তাঁর নাম কি? 

উঃ- HH Sheikh Khalifa bin Zayed
√  ৩৩) সম্প্রতি পৃথিবীর দীর্ঘতম কাঁচের ব্রিজ কোথায় নির্মিত হয়েছে?  উঃ- ভিয়েতনাম

  ৩৪) ভারতের কোন রাজ্যে ভারতীয় সেনাবাহিনী দরীদ্র ছাত্রদের জন্য কোচিং এর আয়োজন করেছে?

উঃ- মণিপুর
√  ৩৫) ভারত সংযুক্ত রাষ্ট্রপুঞ্জে (UN) হিন্দি ভাষাকে প্রাধান্য দিতে কত পরিমাণ অর্থ প্রদান করেছে?  উঃ- ৮০০,০০০ মার্কিন ডলার

  ৩৬) সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন অস্ত্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৪৬ বছর

 

Weekly Current Affairs 2022 PDF May 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।