Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মে ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৫-২০২২ তারিখ থেকে ২২-০৫-২০২২ তারিখ পর্যন্ত মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF Bengaliমাস – মে, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৫-২০২২ থেকে ২২-০৫-২০২২) |
√ ১) CBSE এর নতুন প্রধান কে হয়েছেন? | উঃ- Nidhi Chibber |
√ ২) ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? |
উঃ- মানিক সাহা |
√ ৩) প্রতি বছর কোন দিনে জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়? | উঃ- ১৬ মে |
√ ৪) সম্প্রতি বিশ্বের শ্রেষ্ঠ নার্স এর খেতাব কে জিতলেন? | উঃ- Anna Qabale |
√ ৫) প্রতি বছর কোন দিনে টেলিকমিউনিকেশান অ্যান্ড ইনফর্মেশান ডে কবে পালন করা হয়? | উঃ- ১৭ মে |
√ ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক মিউজিয়াম ডে পালন করা হয়? | উঃ- ১৮ মে |
√ ৭) পৃথিবীর দীর্ঘতম সাসপেনশান ব্রিজ কোথায় তৈরি হয়েছে? | উঃ- চেক রিপাবলিক |
√ ৮) ফ্রান্সের সতুন প্রধানমন্ত্রী কে হলেন? | উঃ- Elisabeth Borne |
√ ৯) আদানি গ্রুপ অম্বুজা সিমেন্ট কত পরিমাণ অর্থে অধিগ্রহণ করতে চলেছে? | উঃ- ১০.৫ বিলিয়ন ডলার |
√ ১০) সম্প্রতি লাদাখ এ NIELIT এর সেন্টার খুললেন কে? | উঃ- Ashwini Vishnaw |
√ ১১) পতঞ্জলি এর ফুড বিজনেস কোন কোম্পানি কিনে নিতে চলেছে? | উঃ- রুচি সোয়া |
√ ১২) প্রতি বছর মৌমাছি দিবস কবে পালন করা হয়? | উঃ- ২০ মে |
√ ১৩) বিশ্ব ব্যাঙ্ক গুজরাট এর SRESTHA-G প্রজেক্ট এর জন্য কত পরিমাণ অর্থ সাহায্য প্রদান করতে চলেছে? | উঃ- ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার |
√ ১৪) ভারতের কোন রাজ্য তাদের নিজেদের তৈরি OTT প্লাটফর্ম তৈরি করল? | উঃ- কেরালা |
√ ১৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক চা দিবস পালন করা হয়? | উঃ- ২১ মে |
√ ১৬) ইন্ডিগো এয়ারলাইন্স এর নতুন সি ই ও কে হলেন? | উঃ- Pieter Elbers |
√ ১৭) প্রতি বছর কোন দিনে অ্যান্টি টেররিসম ডে পালন করা হয়? | উঃ- ২১ মে |
√ ১৮) কোন দেশ টেলিস্কোপের সাহায্যে প্রথম বসবাসযোগ্য গ্রহের খোঁজ চালানো শুরু করেছে? | উঃ- চিন |
√ ১৯) কোন সংস্থা এভারেস্ট এ বিশ্বের উচ্চতম আবহাওয়া নিরিক্ষন কেন্দ্র স্থাপন করেছে? | উঃ- ন্যাট জিও |
√ ২০) মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে স্বর্ণ পদক জিতলেন কে? | উঃ- Nikhat Zareen |
√ ২১) ডিজিটাল লেনদেন প্লাটফর্ম ফোনপে কোন সংস্থাকে অধিগ্রহণ করতে চলেছে? | উঃ- ওয়েলথ ডেস্ক |
Weekly Current Affairs 2022 PDF May 3rd week Download pdf
আরও পড়ুন |
|
|