Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২২, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৯-২০২২ তারিখ থেকে ৩০-০৯-২০২২ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly Current Affairs PDF BengaliContents মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – চতুর্থ, ( ২৩-০৯-২০২২ থেকে ৩০-০৯-২০২২) |
√ ১) সম্প্রতি হিরো মোটো কর্প ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশান তৈরি করতে কোন কোম্পানির সাথে চুক্তি করেছে? | উঃ- HPCL |
√ ২) ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? |
উঃ- Bharat Lal |
√ ৩) ম্যাক্স লাইফ ইন্সুরেন্স এর ব্রান্দ অ্যাম্ব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Rohit Sharma ও Ritika Sajdeh |
√ ৪) বিশ্বের প্রথম ক্লোনড ওয়াইল্ড আর্ক্টিক উলফ কোন দেশে তৈরি করা হয়েছে? | উঃ- চিন |
√ ৫) ভারতের প্রথম সফল আর্ম ট্রান্সপ্লান্ট কোথায় সম্পন্ন হল? | উঃ- কেরালা |
√ ৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সিনেমা দিবস পালন করা হয়? | উঃ- ২৩ সেপ্টেম্বর |
√ ৭) ইউ পি আই এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশান অব ইন্ডিয়া কোন সংস্থার সাথে চুক্তি করেছে? | উঃ- TerraPay |
√ ৮) তৃতীয় লোকমন্থন প্রোগ্রাম এর উদ্বোধন করলেন কে? | উঃ- জগদীপ ধনকড় |
√ ৯) সম্প্রতি ভারত সরকার ভারতের প্রত্যেকটি গ্রামে 4G ও 5G ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য কত পরিমাণ অর্থ নিবেশ করতে চলেছে? | উঃ- ৩০ বিলিয়ন ডলার |
√ ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালন করা হয়? | উঃ- ২৫ সেপ্টেম্বর |
√ ১১) রেলটেল এর নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান কে হলেন? | উঃ- সঞ্জয় কুমার |
√ ১২) ভারতীয় হকির প্রেসিদেন্ট পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Dilip Tirkey |
√ ১৩) ভারতের প্রথম তুষারপাত মনিটরিং সিস্টেম কোথায় চালু হল? | উঃ- সিকিম |
√ ১৪) সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? | উঃ- ঝুলন গোস্বামী |
√ ১৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক র্যাবিস দিবস পালন করা হয়? | উঃ- ২৮ সেপ্টেম্বর |
√ ১৬) হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এর ক্রায়োজেনিক ইজ্ঞিন তৈরির কারখানা উদ্বোধন করলেন কে? | উঃ- রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মূ |
√ ১৭) ব্রিটানিয়া কোম্পানির চিফ এক্সেকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে? | উঃ- রণজিৎ কোহলি |
√ ১৮) এশিয়া-প্যাসিফিক এলাকায় খাদ্য সংকট দুর করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছে? | উঃ- ১৪ বিলিয়ন মার্কিন ডলার |
√ ১৯) সম্প্রতি কোন ভারতীয় ব্যাঙ্ক এথিক্যাল হ্যাকিং ল্যাব অনুষ্ঠিত করেছিল? | উঃ- ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া |
√ ২০) ভারতের নতুন CDS পদে কে নিযুক্ত হলেন? | উঃ- লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান |
√ ২১) ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল কে হলেন? | উঃ- Senior Advocate R Venkataramani |
√ ২২) মাদাগাস্কার এর ভারতীয় অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Bandaru Wilsonbabu |
√ ২৩) ভারতের কোন দুটি ব্যাঙ্ক রাশিয়ান ব্যাঙ্ক এর সাথে চুক্তি বদ্ধ হয়েছে? | উঃ- ইউকো ও ইয়েস ব্যাঙ্ক |
আরও পড়ুন |
|
|