Current Affairs 2023

Current affairs 2023 | কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ,  ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, এপ্রিল ২০২৩, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৪-২০২৩ তারিখ থেকে ২২-০৪-২০২৩ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Current affairs 2023 বাংলা

মাস – এপ্রিল, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৪-২০২৩ থেকে ২২-০৪-২০২৩)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক হিমোফিলিয়া দিবস পালন করা হয়?  উঃ- ১৭ এপ্রিল

  ২) সম্প্রতি ভারতের সাথে কোন কোম্পানি সবচেয়ে বেশি পরিমাণ অর্থের লেনদেন করেছে? 

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্র
  ৩) সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কোন দেশে ভার্চুয়ালি একটি ব্রিজ এর উদ্বোধন করলেন?  উঃ- মোজাম্বিক
  ৪) কোন ভারতীয় টায়ার কোম্পানি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালি টায়ার নির্মান কোম্পানির তকমা পেয়েছে?   উঃ-  এম আর এফ টায়ার
  ৫) ২০২৩ সালে আনুষ্ঠিত এশিয়ান রেস্টলিং চ্যাম্পিয়নশিপ এ ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতলেন কে?  উঃ- আমান স্যাহেরাওয়াত
  ৬) কোন ভারতীয় শহর ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে? উঃ- চেন্নাই
  ৭) পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক কোন শহরে কমপ্রেসড বায়োগ্যাস নিয়ে দুদিনের গ্লোবাল কনফারেন্সের আয়োজন করে? উঃ- নিউ দিল্লী
  ৮) প্রতি বছর কোন দিনে হাতি রক্ষা দিবস হিসেবে পালন করা হয়? উঃ- ১৬ এপ্রিল
  ৯) ২০২৩ সালের এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? উঃ- চিন
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক হেরিটেজ দিবস পালন করা হয়?  উঃ- ১৮ এপ্রিল

Current affairs 2023 বাংলা, এপ্রিল দ্বিতীয় সপ্তাহ

 

 

  ১১) ভারতের কোন রাজ্য প্রথম জল এর জন্য বাজেট গ্রহণ করেছে? উঃ- কেরালা
  ১২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক লিভার ডে পালন করা হয়?  উঃ- ১৯ এপ্রিল
  ১৩) টাটা ইলেকট্রনিক্স এর ম্যানেজিং ড্রেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- রনধির ঠাকুর
  ১৪ প্রয়াত হলেন তেলগু অভিনেতা ও কমেডিয়ান আল্লু রমেশ, তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৫২ বছর 
  ১৫) তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?  উঃ- ভারত
  ১৬) ২০২৩ সালে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? উঃ- আশা ভোঁশলে
  ১৭) সম্প্রতি কোন শহরে প্রথম বিশ্ব বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হল? উঃ- নতুন দিল্লী
  ১৮) কোন শহর ২০২৩ ইন্টারকন্টিনেন্টাল ফুটবল কাপ আয়োজন করবে? উঃ- ভুবনেশ্বর
  ১৯) ভারতের প্রথম ভয়েস বায়োমেট্রিক অথেন্টিকেশান ব্যাঙ্কিং অ্যাপ চালু করল কোন ব্যাঙ্ক?  উঃ- সিটি ইউনিয়ন ব্যংক
  ২০) ভারতে টেক কোম্পানি অ্যাপেল এর প্রথম স্টোর কোথায় চালু হল?  উঃ- মুম্বাই

 

 

Current affairs 2023 বাংলা, এপ্রিল প্রথম সপ্তাহ

 

  ২১) প্রতি বছর কোন দিনে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালন করা হয়? উঃ- ২১ এপ্রিল
  ২২) হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইনডেক্স ২০২৩ অনুযায়ী, স্টার্টআপ ইউনিকর্নের সংখ্যায় ভারতের স্থান কত? উঃ- তৃতীয়
  ২৩) IIT মাদ্রাজ কোন দেশে তার প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা করেছে? উঃ- তানজানিয়া
  ২৪) ভারতের উত্তর-পূর্ব রাজ্যের বৃহত্তম বহুমুখী ইনডোর স্টেডিয়ামটি কোন শহরে স্থাপিত হচ্ছে? উঃ- শিলং
  ২৫) জিও সিনেমা এর ব্রান্ড অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- রহিত শর্মা
  ২৬) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক আর্থ ডে পালন করা হয়? উঃ- ২২ এপ্রিল
  ২৭) সম্প্রতি প্রাক্তন টেনিস তাড়কা জয়দীপ মুখার্জী তাঁর আত্মজীবনি প্রকাশ করলেন, তার নাম কি?  উঃ- ক্রস কোর্ট
  ২৮) কোন দেশ ভারতের সবচেয়ে বড়ো খনিজ তেল প্রদানকারী দেশ হিসেবে পরিনত হয়েছে?  উঃ- রাশিয়া
  ২৯) ‘‘লকড শিল্ডস ২০২৩’’ নামে বিশ্বের বৃহত্তম সাইবার প্রতিরক্ষা মহড়া সম্প্রতি কোন জোট দ্বারা পরিচালিত হয়েছিল? উঃ- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান
  ৩০) ISRO সম্প্রতি একটি PSLV রকেটে TeLEOS-2 পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটটি কোন দেশের? উঃ- সিঙ্গাপুর

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।