Current Affairs

  Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, ফেব্রুয়ারি ২০২৩, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০২-২০২৩ তারিখ থেকে ১৫-০২-২০২৩ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs Bengali

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-০২-২০২৩ থেকে ১৫-০২-২০২৩)

√  ১) Fortune পত্রিকাতে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় কোন ভারতীয় কোম্পানির নাম আছে?  উঃ- টাটা কন্সাল্টেন্সি সার্ভিস

  ২) কোন ভারতীয় অনলাইন পেমেন্ট কোম্পানি ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস চালু করল? 

উঃ- ফোন পে
  ৩) “ওয়ার্ল্ডস ব্রাইটেস্ট” স্টুডেন্টস এর তালিকায় প্রথম স্থান অধিকার করলেন কে? উঃ- Natasha Perianayagam
  ৪) কানাড়া ব্যাঙ্ক এর নতুন ম্যানেজিং ডিরেক্টরসি ই ও হলেন কে?   উঃ- কে সত্যনারানণা রাজু
  ৫) ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে?  উঃ- ফিনল্যান্ড 
  ৬) ভারতের প্রথম কাঁচ নির্মিত ইগলু কোথায় স্থাপিত হল?  উঃ- গুলমার্গ, কাশ্মীর 
  ৭) ভারতের কোন ইউ পি আই পেমেন্ট সার্ভিস অ্যাপ সর্বপ্রথম ক্রেডিট কার্ড সাপোর্ট সার্ভিস নিয়ে এল?  উঃ- মোবি কুইক
  ৮) ইউনেসকো কোন বিশ্ববিদ্যালয় কে জীবন্ত হেরিটজ ঘোষণা করার কথা বলল?  উঃ- বিশ্ব ভারতী 
  ৯) ২০২৩ সালে টি-২০ মহিলা বিশ্বকাপ কত তারিখ থেকে শুরু হতে চলেছে?  উঃ- ১০ ফেব্রুয়ারি 
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক দানা শস্য দিবস পালন করা হয়?  উঃ- ১০ ফেব্রুয়ারি 

 

 

  ১১) কোন ভারতীয় গলফ খেলোয়াড় কেনিয়া ওপেন টাইটেল জিতলেন?  উঃ- অদিতি অশোক 
  ১২) ভারতে ২০২৩ সালে গ্লোবাল ইনভেস্টরস সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?   উঃ- লখনউ
  ১৩) সম্প্রতি ক্যান্সার এ প্রয়াত হলেন প্রখ্যাত ইটালিয়ান স্কি খেলোয়াড় Elena Fanichini, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৩৭ বছর 
  ১৪) ভারতিয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৪৫০ টি উইকেট নেওয়ার খেতাব নিজের নামে করেছেন কোন খেলোয়াড়?  উঃ- রবিচন্দ্রন আশ্বিন  
  ১৫) ভারতে কোথায় আরবিক অ্যাকাডেমি প্রতিষ্টা করা হল? উঃ- মুম্বাই
  ১৬) প্রয়াত হলেন প্রখ্যাত আমেরিকান পপ মিউজিসিয়ান Brut Bacharch, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯৪ বছর 
  ১৭) সম্প্রতি ভারতে কোথায় প্রায় ৬ মিলিয়ন টন লিথিয়াম রিসার্ভ এর সন্ধান পাওয়া গেল?  উঃ- জম্মু ও কাশ্মীর
  ১৮) মহারাষ্ট্র এর নতুন গভর্নর পদে নিযুক্ত হলেন কে?  উঃ- Ramesh Bais
  ১৯) প্রতি বছর কোন দিনে বিশ্ব বেতার দিবস বা রেডিও ডে পালন করা হয়?  উঃ- ১৩ ফেব্রুয়ারি
  ২০) ভারতে প্রতি বছর কোন দিনে জাতিয় প্রোডাক্টিভিট দিবস পালন করা হয়?  উঃ- ১২ ফেব্রুয়ারি

 

 

  ২১) প্রয়াত হলেন প্রখ্যাত চিত্রশিল্পী Lalitha Lajmi, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৯০ বছর
  ২২) কোন ব্যাঙ্ক সর্বপ্রথম UPI Lite এর সার্ভিস চালু করল?  উঃ- Paytm পেমেন্টস ব্যাঙ্ক

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।