Current Affairs

  Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, ফেব্রুয়ারি ২০২৩, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০২-২০২৩ তারিখ থেকে ২২-০২-২০২৩ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs Bengali

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-০২-২০২৩ থেকে ২২-০২-২০২৩)

√  ১) সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে ভারতের কোন শহরের বায়ু সবচেয়ে দূষিত?  উঃ- মুম্বাই 

  ২) সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে কতগুলি চিতা ভারতে আনা হয়েছে? 

উঃ- ১২ টি
  ৩) সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র এর যৌথ উদ্যোগে যে সামরিক অনুশীলন হল তার নাম কি?  উঃ- Tarkash
  ৪) Youtube এর নতুন সি ই ও কে হলেন?   উঃ- Neal Mohan
  ৫) চতুর্থ ভারত ও জাপান এর যৌথ সামরিক অনুশীলন শুরু হল, এর নাম কি?  উঃ- Dharma Guardian
  ৬) IMF কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২৩ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার কত?  উঃ- ৬.১%
  ৭) প্রয়াত হলেন ভারতের প্রাক্ত ফুটবলার তুলসিদাস বলরাম, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৮৭ বছর 
  ৮) সিকিম এর নতুন গভর্নর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- লক্ষ্মণ প্রসাদ আচার্য
  ৯) ভারতের প্রথম ফ্রজেন লেক ম্যারাথন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- লাদাখ, Pangong Tso  
  ১০) আর্মি এর নতুন ভাইস চিফ পদে কে নিযুক্ত হলেন?  উঃ- লেফটেন্যান্ট জেনারেল এম. ভি. সুচিন্দ্র 

 

 

  ১১) ভারত সরকার সীমান্তবর্তী গ্রামগুলির সামগ্রিক উন্নতির জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছে?  উঃ- ৪৮০০ কোটি রুপি
  ১২) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক প্যাঙ্গোলিন দিবস পালন করা হয়?   উঃ- ১৮ ফেব্রুয়ারি
  ১৩) উত্তর ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? উঃ- হরিয়ানা
  ১৪) রাশিয়া চিন ও দক্ষিণ আফ্রিকার মিলিত উদ্যোগে অনুষ্ঠিত নৌ মহড়া এর নাম কি?   উঃ- রবিচন্দ্রন আশ্বিন  
  ১৫) ভারতে কোথায় আরবিক অ্যাকাডেমি প্রতিষ্টা করা হল? উঃ- Mosi-II
  ১৬) ১২ তম বিশ্ব হিন্দি কনফারেন্স  কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?  উঃ- ফিজি 
  ১৭) ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কে আন্তর্জাতিক ক্রিকেট এ ২৫,০০০ রান এর মাইল ছুঁলেন?  উঃ- বিরাট কোহলি
  ১৮) ভারত ও উজবেকিস্তান এর চতুর্থ যৌথ সামরিক অনুশীলন এর নাম কি?  উঃ- Dustlik
  ১৯) সম্প্রতি ফিলিপস তাদের ডোমাস্টিক অ্যাপ্লায়েন্স ক্যাটাগরি এর নাম পরিবর্তন করে কি রাখল?  উঃ- Versuni
  ২০) প্রয়াত হলেন প্রখ্যাত তেলগু অভিনেতা ও রাজনীতিবিদ Nandamuri Taraka Ratna, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৩৯ বছর 

 

 

  ২১) Khajuraho ডান্স ফেস্টিভাল কোন রাজ্যে শুরু হল?  উঃ- মধ্য প্রদেশ 
  ২২) ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিস লিমিতেদ এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও কে হলেন?  উঃ- রাজেশ রায়
  ২৩) ১৮ তম ওয়ার্ল্ড সিকিউরিটি কংগ্রেস কোথায় আনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- জয়পুর
  ২৪) ভারতের প্রথম এগ্রিকালচার চ্যাটবট চালু করল কোন রাজ্য?  উঃ- ওডিশা

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।