current affairs

  Current Affairs 2023 এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২৩, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৩-২০২৩ তারিখ থেকে ১৫-০৩-২০২৩ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

Weekly Current Affairs 2023 Bengali

মাস – মার্চ, সপ্তাহ – দ্বিতীয়, ( ০৮-০৩-২০২৩ থেকে ১৫-০৩-২০২৩)

√  ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?  উঃ- ০৮ মার্চ

  ২) প্রয়াত হলেন প্রখ্যাত পরিচালক ও অভিনেতা সতিশ কৌশিক, তাঁর বয়স কত হয়েছিল? 

উঃ- ৬৭ বছর 
  ৩) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক নো-স্মোকিং ডে পালন করা হয়?  উঃ- ০৮ মার্চ
  ৪) ২৩ তম কমনওয়েলথ ল কনফারেন্স কোথায় শুরু হল?   উঃ- গোয়া
  ৫) সম্প্রতি ভারতে স্যাভলন এর ব্রান্ড অ্যামব্যাসাডর পদে কে নিযুক্ত হলেন?  উঃ- সচিন তেন্ডুলকর
  ৬) হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স এ ১৯১ টি দেশের মধ্যে ভারতের স্থান কত?  উঃ- ১৩২ তম 
  ৭) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক কিডনি দিবস পালন করা হয়?  উঃ- ০৯ মার্চ
  ৮) নিউ ইয়র্ক আদালত এ কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিচারক পদে নিযুক্ত হলেন?  উঃ- Arun Subramanian
  ৯) নেপাল এর পরবর্তী প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হতে চলেছেন?  উঃ- রাম চন্দ্র পডেল 
  ১০) সম্প্রতি ইন্দোনেশিয়ার কোন আগ্নেয়গিরি আবার জেগে উঠেছে?  উঃ- Mount Merapi

 

 

  ১১) ভারতের কোন রেলওয়ে স্টেশান বিশ্বের দীর্ঘতম রেলওয়ে স্টেশান এর তকমা পেল? উঃ- Hubballi, কর্ণাটক 
  ১২) সম্প্রতি কোন ভারতীয় সঙ্গীত বেস্ট অরিজিনাল এর ক্যাটগরিতে অস্কার পুরস্কার পেল?  উঃ- নাটু নাটু 
  ১৩) কোন ভারতীয় ডকুমেন্টারি বেস্ট শর্ট ডেকুমেন্টারি এর ক্যাটাগরিতে অস্কার পুরস্কার জিতল? উঃ- The Elephant Whisperers 
  ১৪) ভারত সম্প্রতি আরব সাগরে কোন দেশের নৌ সেনার সাথে সামরিক অনুশীলন করল?  উঃ- ফ্রান্স
  ১৫) টেকমহিন্দ্রা এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- মোহিত জোশি
  ১৬) জি-২০ ফ্লাওয়ার ফেস্টিভাল কোথায় শুরু হল?  উঃ- নতুন দিল্লী
  ১৭) ভারতীয় জীবন বিমা নিগম তাদের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করলেন?  উঃ- তবলেস পান্ডে ও এম জগন্নাথ  
  ১৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক কন্সুমার রাইট দিবস পালন করা হয়?  উঃ- ১৫ মার্চ
  ১৭) ভারতের কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসবে রেষম চাষিদের জন্য ইন্সুরেন্স স্কিম চালু করল?  উঃ- উত্তরাখন্ড 
  ১৮) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পাই বা গণিত দিবস পালন করা হয়?  উঃ- ১৪ মার্চ

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।