সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ
Contents
আপনি কি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ, তারিখ – ১৬-০৯-২০২৩ থেকে ২২-০৯-২০২৩ পর্যন্ত বাংলায় পড়তে চান? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আকারে পড়তে চাকরি বাজার এর ওয়েবসাইটে তাড়াতাড়ি ভিসিট করুন। সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুতবপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) প্রয়াত অখিল মিশ্র ২) নিরাজ চোপড়া ও ডায়মন্ড লিগ ৩) ভারতের এশিয়া জয় ৪) মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা
সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর তৃতীয় সপ্তাহ ( Latest Current Affairs Bangla 2023 September )মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – তৃতীয়, (১৬-০৯-২০২৩ থেকে ২২-০৯-২০২৩) |
১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ওজন (Ozone Layer) দিবস পালন করা হয়? | উঃ- ১৬ সেপ্টেম্বর |
২) সম্প্রতি অশোক লেল্যান্ড কোম্পানি কোন রাজ্যে ২০০ কোটি রুপি এর বাস নির্মান কারখানা তৈরি করতে চলেছে? |
উঃ- উত্তর প্রদেশ |
৩) কোন রাজ্য সরকার “মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা” নামক কর্মসূচি চালু করেছে? | উঃ- ওডিশা |
৪) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক পেশেন্ট শেফটি ডে পালন করা হয়? | উঃ- ১৭ সেপ্টেম্বর |
৫) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- রাহুল নবিন |
৬) ২০২৩ এর এশিয়া কাপ জিতল কোন দল? | উঃ- ভারত |
৭) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক বাঁশ দিবস পালন করা হয়? | উঃ- ১৮ সেপ্টেম্বর |
৮) পশ্চিমবঙ্গের কোন স্থান কে সম্প্রতি UNESCO WORLD HERITAGE এর আওতায় আনা হয়েছে? | উঃ- শান্তিনিকেতন |
৯) সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ এ ম্যান অব দি টুর্নামেন্ট হলেন কোন খেলোয়াড়? | উঃ- কুলদীপ যাদব |
১০) সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ এর ফাইন্যাল ম্যাচ এ ম্যান অব দি ম্যাচ হলেন কোন খেলোয়াড়? | উঃ- মহম্মদ শিরাজ |
সাম্প্রতিক ঘটনা ২০২৩ সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ
১১) ডায়মন্ড লিগ ফাইনাল এ নিরাজ চোপড়া কত তম স্থান লাভ করলেন? | উঃ- দ্বিতীয় |
১২) সিঙ্গাপুর গ্রান্ড প্রিক্স জিতলেন কে? |
উঃ- Carlos Sainz |
১৩) প্রয়াত হলেন প্রখ্যাত লেখিকা গিতা মেহতা, মৃত্যুকালে তাঁর বয়স কত ছিল? | উঃ- ৮০ বছর |
১৪) ভারতে মোটো জিপি কোন ভারতীয় তেল কোম্পনির সাথে চুক্তি করল? | উঃ- ইন্ডিয়ান অয়েল |
১৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক রেড পান্ডা ডে (Red Panda Day) পালন করা হয়? | উঃ- সেপ্টেম্বর তৃতীয় সেপ্টেম্বর |
১৬) রিও ডি জেনেরো ওয়ার্ল্ড কাপ এ এয়ার রাইফেল এ ভারতের হয়ে স্বর্ণ পদক জেতেন কে? | উঃ- ইলাভেনিল ভালারিভান ( Elavenil Valarivan ) |
১৭) কোন রাজ্য সম্প্রতি গৃহ আধার স্কিম চালু করল? | উঃ- গোয়া |
১৮) প্রতি বছর কোন দিনে বিশ্ব গন্ডার দিবস পালন করা হয়? | উঃ- ২২ সেপ্টেম্বর |
১৯) প্রয়াত হলেন থ্রি-ইডিয়ট খ্যাত অভিনেতা অখিল মিশ্র, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৬৭ বছর |
২০) প্রতি বছর কোন দিনে বিশ্ব গোলাপ দিবস পালন করা হয়? | উঃ- ২২ সেপ্টেম্বর |
আরও পড়ুন |
|