বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 01 থেকে 07 অক্টোবর 2020

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 07 অক্টোবর 2020

মাস – অক্টোবর, সপ্তাহ – প্রথম, (০১-১০-২০২০ থেকে ০৭-১০-২০২০)

 

       চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলী বিভাগে সকলকে স্বাগত জানাই এই বিভাগে আমরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি অক্টোবর

 

১. ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ (টি আর এ আই)– এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? উঃ – পি ডি ভাঘেলা
২. কোন বলিউড অভিনেতা কে সম্প্রতি ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইউ এন ডি পি) – এর পক্ষ থেকে মানবিক পুরস্কারে সম্মানিত করা হলো? উঃ – সনু সুদ
৩.  ভার্চুয়াল জি-২০ লিডার্স শীর্ষ সম্মেলন আয়োজন করবে কোন দেশ? উঃ –  সৌদি আরব
৪.  ‘এ বোকে অব ফ্লাওয়ার’ – শিরোনামে বই রচনা করেছেন কে? উঃ – কৃষ্ণা সাক্সেনা
৫.  পাকিস্তান সম্প্রতি কোন অঞ্চলে নির্বাচন ঘোষণা করায় ভারত প্রতিবাদ জানিয়েছে? উঃ – গিলগিত বালুতিস্তান
৬.  ফিল্ম এন্ড টেলিভিশান ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া – এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কোন চলচ্চিত্র নির্মাতা? উঃ –  শেখর কাপুর
৭. ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – সুরজিৎ সিংহ দেশাল
৮. পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – আলাপন বন্দ্যোপাধ্যায়
৯.  সম্প্রতি মালির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে? উঃ – মোক্তার ওউন
১০. জম্মু-কাশ্মীর সরকারি ভাষা বিল ২০২০ অনুযায়ী কতগুলি সরকারি ভাষা স্বীকৃতি পেয়েছে? উঃ – ৫ টি
১১. রিজাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহক সচেতনতা প্রচারের জন্য সম্প্রতি কোন ব্যক্তিত্ব কে নিযুক্ত করেছেন? উঃ – অমিতাভ বচ্চন
১২. ‘গঙ্গা অবলোকন’ সম্প্রতি খবরে দেখা গিয়েছে? উঃ – জাদুঘর
১৩. অনলাইনে জমি রেজিস্ট্রেশনের জন্য ‘ধরণী’ নামে পোর্টাল লঞ্চ করল কোন রাজ্য? উঃ – তেলেঙ্গানা
১৪. সম্প্রতি কাগজবিহীন ব্যবস্থা তৈরিতে ‘আই বি-ই নোট’ নামে একটি উদ্যোগ চালু করলো কোন ব্যাংক? উঃ – ইন্ডিয়ান ব্যাঙ্ক
১৫. টুইটার কোম্পানির নতুন ইনফর্মেশন সিকিউরিটি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? উঃ – রিংকি শেট্টি
১৬. ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ‘ এ পরপর বছর শীর্ষস্থানে রয়েছেন কোন ব্যক্তিত্ব? উঃ – মুকেশ আম্বানি
১৭. দরিদ্র কৃষকদের সহায়তা করতে ”ওয়াই এস আর জল কল” নামে স্কিম চালু করতে চলেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উঃ – অন্ধ্রপ্রদেশ
১৮.  কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ – শ্রী অপূর্ব চন্দ্র
১৯. ফ্রান্সের সহযোগিতায় কত সালে ‘শুক্র গ্রহণ মিশন’ লঞ্চ করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ? উঃ – ২০২৫
২০. “ট্রাইবস ইন্ডিয়া ই-মার্কেট প্লেস” চালু করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? উঃ –  অর্জুন মুন্ডা
২১. গ্রহাণু থেকে খনিজ সম্পদ সংগ্রহ করতে বিশ্বের প্রথম মহাকাশে রোবট পাঠাচ্ছে কোন দেশ? উঃ – চীন
২২. সম্প্রতি হিমাচল প্রদেশের রোটাং এ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম হাইওয়েড টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এই টানেলের নাম কি? উঃ – অটল টানেল
২৩. সম্প্রতি ‘পথশ্রী অভিযান’ নামে যোজনা চালু করল কোন রাজ্য? উঃ – পশ্চিমবঙ্গ
২৪. সম্প্রতি প্রয়াত পুষ্পা ভাবে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? উঃ – সমাজকর্মী
২৫. সম্প্রতি ভারতীয় নৌসেনা এবং বাংলাদেশ নৌসেনার মধ্যে যে অনুশীলন শুরু হয়েছে তার নাম কি? উঃ – বঙ্গ সাগর
২৬. গান্ধি অ্যাওয়ার্ড ২০২০ জন্য মনোনীত হলেন কে? উঃ – সঞ্জয় সিং
২৭. ২ রা অক্টোবর ২০২০ তে আমরা গান্ধীজীর কত তম জন্মবার্ষিকী পালন করলাম? উঃ – ১৫১ তম
২৮. সম্প্রতি কোন সংস্থা “সুপারসনিক মিসাইল ব্রহ্মস” এর উন্নত সংস্করণের সফল পরীক্ষা সম্পন্ন করল? উঃ – ডি আর ডি ও
২৯. সম্প্রতি হরিয়ানার মুখ্য সচিব পদে নিয়োগ হলেন কে? উঃ – বিজয় বর্ধন
৩০. এশিয়া মহাদেশে কোন দেশে সম্প্রতি গরু হত্যা নিষিদ্ধ করা হলো? উঃ – শ্রীলংকা
৩১. ২০২০ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিনজন বিজ্ঞানী, তাদের নাম কি? উঃ – রজার পেনরোজ, আন্দ্রে গেজ, রেইনহার্ড গেঞ্জেল
৩২. “বি আর আই সি এস” সম্মেলন ২০২০ কবে অনুষ্ঠিত হবে? উঃ – ১৭ নভেম্বর
৩৩. সম্প্রতি ‘দুষণের বিরুদ্ধে যুদ্ধ ‘ নামক দূষণ বিরোধী অভিযান শুরু করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? উঃ – দিল্লী
৩৪. ২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার পেলেন কারা? উঃ –  এম্মানুয়েল চার্পেনিয়ার, জেনিফার এ দৌদনা
৩৫. ২০২০ সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন কারা? উঃ – মাইকেল হটন, চার্লস এম রাইস, হার্ভে জে অল্টার
৩৬.ইন্টার্নেশনাল অনলাইন শুটিং চাম্পিয়নশিপ ২০২০’ তে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় জয়ী হলেন কে? উঃ – বিষ্ণু শিবরাজ পান্ডিয়ান
৩৭. কোন সংস্থা সম্প্রতি নিজস্ব অ্যাপ স্টোর লঞ্চ করল? উঃ – পে-টি এম
৩৮. সম্প্রতি আই এ সি সি, লাইফটাইম কৃতিত্ব পুরষ্কার ২০২০ পুরস্কারে সম্মানিত করা হল কোন ভারতীয় শিল্পপতি কে? উঃ – রতন টাটা

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।