Sarkari JOB
District Health and Family Welfare Samiti
www.north24parganashealth.org
মোট পদ – ২৩৩
কর্মস্থল – উত্তর ২৪ পরগণা
√ DHFWS Recruitment 2022 Vacancy details:
- FTMO (NUHM) – ২১
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NUHM) – ১৬
- স্টাফ নার্স (NUHM) – ১৭৩
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NHM) – ০১
- মেডিক্যাল অফিসার (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ০১
- কাউন্সিলর (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ০১
- স্টাফ নার্স (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ০২
- LDC (আয়ুস) – ০১
- গ্রুপ ডি (আয়ুস) – ০১
- মেডিক্যাল অফিসার (WBSAP & CS / ARTC) – ০২
- কাউন্সিলর (WBSAP & CS / ARTC) – ০১
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (WBSAP & CS / ICTC) – ০৫
- সিনিয়র মেডিক্যাল অফিসার (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ০১
- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ০২
- সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ০২
- ল্যাবরেটরি টেকনিশিয়ান / স্পুটম মাইক্রোস্কোপিস্ট (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ০২
- টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ০১
√ DHFWS Recruitment 2022 Important dates:
- আবেদন শুরু:— ১৩ জানুয়ারি ২০২২
- আবেদন করার শেষ তারিখ:— ২২ জানুয়ারি ২০২২
- পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
√ DHFWS Recruitment 2022 Age Limit:
- FTMO (NUHM) – ৬২ বছর
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NUHM) – ৪০ বছর
- স্টাফ নার্স (NUHM) – ৬৪ বছর
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NHM) – ৪০ বছর
- মেডিক্যাল অফিসার (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ৬৩ বছর
- কাউন্সিলর (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ৪০ বছর
- স্টাফ নার্স (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ৪০ বছর
- LDC (আয়ুস) – ৬২ বছর
- গ্রুপ ডি (আয়ুস) – ৬২ বছর
- মেডিক্যাল অফিসার (WBSAP & CS / ARTC) – ৭০ বছর
- কাউন্সিলর (WBSAP & CS / ARTC) – ৬০ বছর
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (WBSAP & CS / ICTC) – ৬০ বছর
- সিনিয়র মেডিক্যাল অফিসার (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ৬২ বছর
- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ৪০ বছর
- সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ৪০ বছর
- ল্যাবরেটরি টেকনিশিয়ান / স্পুটম মাইক্রোস্কোপিস্ট (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ৪০ বছর
- টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ৪০ বছর
বয়সের হিসাব করা হবে ২২/০১/২০২২ এর হিসেবে।
√ DHFWS Recruitment 2022 Educational Qualification:
- FTMO (NUHM) – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত যেকোনো কলেজ থেকে MBBS পাশ করে থাকতে হবে। এছাড়াও পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল এর লাইসেন্স থাকতে হবে ও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NUHM) – PCM / PCB সহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। এছাড়াও মেডিক্যাল ল্যাবোরেটরি টেকনলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
- স্টাফ নার্স (NUHM) – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অন্তর্গত যেকনো কলেজ থেকে নার্সিং পাশ করে থাকতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NHM) – দ্বাদশ শ্রেণী পাশ এবং DMLT
- মেডিক্যাল অফিসার (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত যেকনো কলেজ থেকে MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থাকতে হবে।
- কাউন্সিলর (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – স্যোসিওলজি / অ্যাপ্লায়েড ফিসিওলজি তে মাস্টার ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থাকতে হবে।
- স্টাফ নার্স (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অন্তর্গত যেকনো কলেজ থেকে নার্সিং পাশ করে থাকতে হবে এবং থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থাকতে হবে।
- LDC (আয়ুস) – অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী।
- গ্রুপ ডি (আয়ুস) – অবসরপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মচারী।
- মেডিক্যাল অফিসার (WBSAP & CS / ARTC) – MBBS পাশ করে থাকতে হবে। এছাড়া NACO তে ট্রেনিং নিয়ে থাকতে হবে।
- কাউন্সিলর (WBSAP & CS / ARTC) – স্যোস্যাল ওয়ার্কিং এ মাস্টার ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। অথবা নার্সিং এ গ্রাজুয়েট হতে হবে।
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (WBSAP & CS / ICTC) – ল্যাবরেটরি টেকনলজি তে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা মেডিক্যাল লেবরেটরি টেকনলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র মেডিক্যাল অফিসার (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত যেকোনো কলেজ থেকে MBBS পাশ করে থাকতে হবে। এছাড়া এক বছরের ইন্টার্নশিপ এর অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – স্যানিটারি ইন্সপেক্টর এ ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। এবং অন্তত ২ মাসের কম্পিউটর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
- সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – মেডিক্যাল ল্যাবরেটরি টেকনলজিতে গ্রাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং অন্তত ২ মাসের কম্পিউটর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
- ল্যাবরেটরি টেকনিশিয়ান / স্পুটম মাইক্রোস্কোপিস্ট (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়াও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনলজিতে গ্রাজুয়েট বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
- টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – স্নাতক পাশ করে থাকতে হবে এবং MPW / LHV / ANM / Health Worker হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
√ Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
√ Application Fees:
আবেদন করার জন্য প্রার্থীদের কোনোও রকম আবেদন মূল্য লাগবে না।
√ Salary:
- FTMO (NUHM) – ৬০,০০০/- রুপি
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NUHM) – ২২,০০০/- রুপি
- স্টাফ নার্স (NUHM) – ২৫,০০০/- রুপি
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (NHM) – ২২,০০০/- রুপি
- মেডিক্যাল অফিসার (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ৬০,০০০/- রুপি
- কাউন্সিলর (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ২০,০০০/- রুপি
- স্টাফ নার্স (হিমোগ্লোবিন অপথেসিস কন্ট্রোল প্রোগ্রাম) – ২৫,০০০/- রুপি
- LDC (আয়ুস) – ২০,০০০/- রুপি
- গ্রুপ ডি (আয়ুস) – ২০,০০০/- রুপি
- মেডিক্যাল অফিসার (WBSAP & CS / ARTC) – ৫০,০০০/- রুপি
- কাউন্সিলর (WBSAP & CS / ARTC) – ১৩,০০০/- রুপি
- ল্যাবরেটরি টেকনিশিয়ান (WBSAP & CS / ICTC) – ১৩,০০০/- রুপি
- সিনিয়র মেডিক্যাল অফিসার (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ৬০,০০০/- রুপি
- সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ২৫,০০০/- রুপি
- সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইসর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ২৫,০০০/- রুপি
- ল্যাবরেটরি টেকনিশিয়ান / স্পুটম মাইক্রোস্কোপিস্ট (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ২২,০০০/- রুপি
- টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর (ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশান প্রোগ্রাম) – ১৮,০০০/- রুপি
|