ESIC Recruitment 2022: এমপ্লয়িস স্টেট ইন্সুরেন্স কর্পোরেশান এ “মাল্টি টাস্কিং স্টাফ, আপার ডিভিশান ক্লার্ক ও স্টেনোগ্রাফার” পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ১৫ জানুয়ারি ২০২২ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ১৫ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৫ ফেব্রুয়ারি ২০২২ বা তার আগে www.esic.nic.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

ESIC Recruitment 2022 

Sarkari JOB

Employees’ State Insurance Corporation

www.esic.nic.in

মোট পদ – ৩৮৬৫

কর্মস্থল – সার ভারত


ESIC Recruitment 2022 Vacancy details:

  • উত্তর প্রদেশ – ১৬০ (ইউ ডি সি – ৩৬, স্টেনো – ০৫, এম টি এস – ১১৯) 
  • দিল্লী – ৫৫৭ (ইউ ডি সি – ২৩৫, স্টেনো – ৩০, এম টি এস – ২৯২) 
  • বিহার – ৯৬ (ইউ ডি সি – ৪৩, স্টেনো – ১৬, এম টি এস – ৩৭) 
  • ছত্তিশগড় – ৪১ (ইউ ডি সি – ১৭, স্টেনো – ০৩, এম টি এস – ২১) 
  • মধ্য প্রদেশ – ১০২ (ইউ ডি সি – ৪৪, স্টেনো – ০২, এম টি এস – ৫৬) 
  • হিমাচল প্রদেশ – ৪৪ (ইউ ডি সি – ২৯, স্টেনো – ০০, এম টি এস – ১৫) 
  • হরিয়াণা – ১৮৫ (ইউ ডি সি – ৯৬, স্টেনো – ১৩, এম টি এস – ৭৬) 
  • রাজস্থান – ১৮৭ (ইউ ডি সি – ৬৭, স্টেনো – ১৫, এম টি এস – ১০৫) 
  • উত্তরাখন্ড – ২৭ (ইউ ডি সি – ০৯, স্টেনো – ০১, এম টি এস – ১৭) 
  • ঝাড়খণ্ড – ৩২ (ইউ ডি সি – ০৬, স্টেনো – ০০, এম টি এস – ২৬) 
  • আসাম – ১৮ (ইউ ডি সি – ০১, স্টেনো – ০০, এম টি এস – ১৭) 
  • অন্ধ্র প্রদেশ – ৩৫ (ইউ ডি সি – ০৭, স্টেনো – ০২, এম টি এস – ২৬) 
  • মধ্য প্রদেশ – ১০২ (ইউ ডি সি – ৪৪, স্টেনো – ০২, এম টি এস – ৫৬) 
  • গোয়া – ২৬ (ইউ ডি সি – ১৩, স্টেনো – ০১, এম টি এস – ১২) 
  • আমেদাবাদ – ২৬৯ (ইউ ডি সি – ১৩৬, স্টেনো – ০৬, এম টি এস – ১২৭) 
  • জম্মু ও কাশ্মীর – ০৯ (ইউ ডি সি – ০৮, স্টেনো – ০১, এম টি এস – ০০) 
  • কর্ণাটক – ২৮২ (ইউ ডি সি – ১৯৯, স্টেনো – ১৮, এম টি এস – ৬৫) 
  • কেরালা – ১৩০ (ইউ ডি সি – ৬৬, স্টেনো – ০৪, এম টি এস – ৬০) 
  • মহারাষ্ট্র – ৫৯৪ (ইউ ডি সি – ৩১৮, স্টেনো – ১৮, এম টি এস – ২৫৮) 
  • গুয়াহাটি – ১৮ (ইউ ডি সি – ০১, স্টেনো – ০০, এম টি এস – ১৭) 
  • ওডিশা – ৭৪ (ইউ ডি সি – ৩০, স্টেনো – ০৩, এম টি এস – ৪১) 
  • পন্ডীচেরি – ১৪ (ইউ ডি সি – ০৬, স্টেনো – ০১, এম টি এস – ০৭) 
  • পাজ্ঞাব – ১৮৮ (ইউ ডি সি – ৮১, স্টেনো – ০২, এম টি এস – ১০৫) 
  • তামিল নাড়ু – ৩৮৬ (ইউ ডি সি – ১৫০, স্টেনো – ০২, এম টি এস – ২১৯) 
  • তেলেজ্ঞানা – ৭২ (ইউ ডি সি – ২৫, স্টেনো – ০৪, এম টি এস – ৪৩) 
  • পশ্চিমবঙ্গ – ৩২০ (ইউ ডি সি – ১১৩, স্টেনো – ০৪, এম টি এস – ২০৩) 

  ESIC Recruitment 2022 Important dates:

  • আবেদন শুরু: ১৫ জানুয়ারি ২০২২
  • আবেদন করার শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২২
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

ESIC Recruitment 2022 Age Limit:

 

  • এম টি এস – ১৮ থেকে ২৫ বছর
  • ইউ ডি সি – ১৮ থেকে ২৭ বছর
  • স্টেনোগ্রাফার – ১৮ থেকে ২৭ বছর

বয়সের হিসাব করা হবে ১৫/০২/২০২২ এর হিসেবে। 

 

  ESIC Recruitment 2022 Educational Qualification:

  • এম টি এস – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। 
  • ইউ ডি সি – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। 
  • স্টেনোগ্রাফার – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে এছাড়া কম্পিউটার এ মিনিটে ৮০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। যেখানে ইংরেজিতে ৫০ মিনিট দেওয়া হবে এবং হিন্দিতে ৬৫ মিনিট সময় দেওয়া হবে। 

    

 Selection Process:

  প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • লিখিত পরীক্ষা

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  • জেনারেল / ও বি সি – ৫০০/-
  • এস সি / এস টি / মহিলা /   – ২৫০/-

 আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। 

√   Salary: 

  • এম টি এস – ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/-
  • ইউ ডি সি – ২৬,৫০০/- থেকে ৮১,১০০/-
  • স্টেনোগ্রাফার – ২৬,৫০০/- থেকে ৮১,১০০/-

 

 

ESIC recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।