DSSSB Recruitment 2021:এ ” TGT, অ্যাসিস্ট্যান্ট টিচার, লোয়ার ডিভিশান ক্লার্ক” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ২৫ মে ২০২১ থেকে ২৪ জুন ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৪ জুন ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৪ জুন ২০২১ বা তার আগে www.dsssbonline.nic.in এর মাধ্যমে আনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
DSSSB recruitment 2021
Contents
Delhi Subordinate Services Selection Board
www.dsssbonline.nic.in
মোট পদ – ৭২৩৬
কর্মস্থল – দিল্লী
√ DSSSB Vacancy 2021 details :
Category
Vacancy
টি জি টি (হিন্দি) মহিলা
৫৫১
টি জি টি (হিন্দি) পুরুষ
৫৫৬
টি জি টি (ন্যাচারাল সাইন্স) পুরুষ
১০৪০
টি জি টি (ন্যাচারাল সাইন্স) মহিলা
৮২৪
টি জি টি (ম্যাথ) পুরুষ
৯৮৮
টি জি টি (ম্যাথ) মহিলা
১১৬৭
টি জি টি (সোস্যাল সাইন্স) পুরুষ
৪৬৯
টি জি টি (সোস্যাল সাইন্স) মহিলা
৬৬২
টি জি টি (বাংলা) পুরুষ
০১
অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (প্রাথমিক)
৪৩৪
অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (নার্শারি)
৭৪
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(এল ডি সি)
২৭৪
কাউন্সিলর
৫০
হেড ক্লার্ক
১২
অ্যাসিস্ট্যান্ট টিচার(প্রাইমারি)
১২০
পাতওয়ারি
১০
মোট
৭২৩৬
√ Important dates:
অনলাইন আবেদন শুরু:— ২৫ মে ২০২১
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ:—২৪ জুন ২০২১
অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
√Age Limit:
টি জি টি – ৩২ বছর
অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (প্রাথমিক) – ৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (নার্শারি) – ৩০ বছর
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(এল ডি সি) – ১৮ থেকে ২৭ বছর
কাউন্সিলর – ৩০ বছর
হেড ক্লার্ক – ৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট টিচার(প্রাইমারি) – ৩০ বছর
পাতওয়ারি – ২১ থেকে ২৭ বছর
√ DSSSB Recruitment 2021 Education Qualification:
টি জি টি – সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এছাড়া টিচিং বা টিচিং এডুকেশান এর ট্রেনিং নিয়ে থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (প্রাথমিক) – প্রাইমারি টিচার্স ট্রেনিং পাশ করে থাকতে হবে এবং অন্তত দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (নার্শারি) – অন্তত দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং নার্সারি টিচার্স ট্রেনিং পাশ করতে হবে।
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট(এল ডি সি) – দশম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং ইংরেজিতে মিনিটে ৩৫ টি অথবা হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
কাউন্সিলর – ফিসিওলজি বা অ্যাপ্লায়েড ফিসিওলসি তে ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি থাকতে হবে।
হেড ক্লার্ক – যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট টিচার(প্রাইমারি) – অন্তত দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং প্রাথমিক শিক্ষার ট্রেনিং নিয়ে থাকতে হবে।
পাতওয়ারি – যেকোনো স্বীকৃত বিশববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে।
√DSSSB Recruitment 2021 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।
Super news