First in India: চাকরি বাজারের সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করে থাকি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন।
স্ট্যাটিক জিকে বা চিরাচরিত সাধারণ জ্ঞানের বিষয় হিসাবে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষ বিশেষ একটি গুরুত্বপূর্ণ পাঠ। এই বিভাগটি কে চিরাচরিত সাধারন জ্ঞানের বিষয় বলার কারণ হলো এগুলি চিরস্থায়ী এবং কোনদিন পরিবর্তন হবে না। তাই ছাত্র-ছাত্রীদের এগুলি ভালোভাবে পড়ে মুখস্ত করে রাখার বিষয়। নিবন্ধটিতে বিভিন্ন সময়ে ভারতের যে সমস্ত ব্যক্তিরা ব্যক্তিত্বরা নানান বিষয়ে ইতিহাসের পাতায় প্রথম হয়েছেন তাদের একটি তালিকা প্রস্তুত করা হল। যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিভাগে এই বিষয়টি থেকে কিছু না কিছু প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়। তাই পরীক্ষার্থীদের বিষয়টিকে বিশেষভাবে অনুধাবন এবং মুখস্থ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম পুরুষদের সম্বন্ধে, যারা বিভিন্ন ক্ষেত্রে প্রথম কোনো পুরস্কার পেয়েছেন কিম্বা প্রথম কোনো পুরস্কার লাভ করেছেন। ভারতের ইতিহাসে এনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্টটি সম্পুর্ণ পড়ার পর নিচে দেওয়া লিঙ্ক থেকে এর pdf ফাইল ডাউনলোড করুন।
First in India Male
√ ১. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? | উঃ– ডঃ রাজেন্দ্র প্রসাদ |
√ ২. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ? | উঃ– পন্ডিত জহরলাল নেহেরু |
√ ৩. প্রথম নোবেলজয়ী ভারতীয় পুরুষ কে? | উঃ– রবীন্দ্রনাথ ঠাকুর |
√ ৪. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? | উঃ– উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
√ ৫. স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? | উঃ– ডঃ জাকির হোসেন |
√ ৬. জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? | উঃ– বদরুদ্দীন তায়েবজি |
√ ৭. প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন কে? | উঃ– রাকেশ শর্মা |
√ ৮. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? | উঃ– লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (১৮৩৩-১৮৩৫) |
√ ৯. বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? | উঃ– লর্ড ওয়ারেন হেস্টিং (১৮৭৪- ১৮৮৫) |
√ ১০. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? | উঃ– লর্ড মাউন্টব্যাটেন |
√ ১১. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? | উঃ– সি. রাজা গোপাল আচারি |
√ ১২. ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? | উঃ– লর্ড ক্যানিং |
√ ১৩. প্রথম ভারতীয় হিসেবে আই সি এস পাস করেছিলেন কে? | উঃ– সত্যেন্দ্রনাথ ঠাকুর |
√ ১৪. প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন কোন ব্যক্তিত্ব? | উঃ– জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং জি |
√ ১৫. ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছিলেন? | উঃ– সুকুমার সেন |
√ ১৬. প্রথম পরমবীর চক্র প্রাপক এর নাম কি? | উঃ– মেজর সোমনাথ শর্মা |
√ ১৭. ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? | উঃ– ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
√ ১৮. প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? | উঃ– গণেশ বাসুদেবা মভালংকার |
√ ১৯. ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন? | উঃ– আবুল কালাম আজাদ |
√ ২০. ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? | উঃ– সরদার বল্লভ ভাই প্যাটেল |
√ ২১. প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক এর নাম কি? | উঃ– শ্রী শংকর কুরুপ |
√ ২২. প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? | উঃ– ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ |
√ ২৩. প্রথম ম্যাগসেসে পুরস্কার প্রাপকের নাম? | উঃ– আচার্য বিনোবা ভাবে |
√ ২৪. ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যে মৃত্যুবরণ করেন? | উঃ– ডঃ জাকির হোসেন |
√ ২৫. প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান কে ছিলেন? | উঃ– এস. মুখার্জি |
√ ২৬. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত প্রথম বিচারপতি কে ছিলেন? | উঃ– ডঃ নগেন্দ্র সিং |
√ ২৭. পদার্থবিদ্যায় প্রথম নোবেল প্রাপক এর নাম কি? | উঃ– সি.ভি. রমন |
√ ২৮. ঔষধে প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? | উঃ– হরগোবিন্দ খোরানা |
√ ২৯. অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপক এর নাম কি? | উঃ– অমর্ত্য সেন |
√ ৩০. সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? | উঃ– হীরালাল জে. কানিয়া |
√ ৩১. প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু? | উঃ– মিহির সেন |
√ ৩২. প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন? | উঃ– জে. আর. ডি. টাটা |
|
![]() |
• First in India FAQs:
১. প্রথম কোন ভারতীয় ব্যক্তিত্ব নোবেল পুরস্কার বিজয়ী হন ? উ:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। |
২. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন কে? উ:-পন্ডিত জহরলাল নেহেরু। |
৩. প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? উ:-রাকেশ শর্মা। |
Related Post: –
- Pseudonyms Of Famous Bengali Writers [Download pdf]
- diseases caused by deficiency of vitamins and minerals – Bengali notes[pdf]