GDS Recruitment Job news 2023
Contents
ভারতীয় ডাক পরিষেবা সারা দেশে লোকেদের মধ্যে ডাক সংযোগ স্থাপন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতের ডাক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হলেন গ্রামীণ ডাক সেবক (GDS)। গ্রামীন এলাকায় গ্রামীন ডাক শেবকেরা হলেন ডাক বিভাগের প্রধান মুখ, ডাক পরিষেবা নিশ্চিত করতে এনাদের অবদান অপরিহার্য। এই পদের জন্য আবেদন চলবে ২২ মে ২০২৩ থেকে ১১ জুন ২০২৩ পর্যন্ত। তাই প্রার্থীরা ১১ জুন ২০২৩ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১১ জুন ২০২৩ বা তার আগে www.indianpostgdsonline.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
Sarkari Job
Indian Postal Circle Gramin Dak Shebok
www.indianpostalcircle.gov.in
মোট পদ – ১২৮২৮
কর্মস্থল – সারা ভারত
√ GDS Recruitment Job news 2023 Vacancy details:
- অন্ধ্র প্রদেশ – ১১৮
- আসাম – ১৫১
- বিহার – ৭৬
- ছত্তিসগড় – ৩৪২
- গুজরাট – ১১০
- হরিয়াণা – ০৮
- হিমাচল প্রদেশ – ৩৭
- জম্মু ও কাশ্মীর – ৮৯
- ঝাড়খণ্ড – ১১২৫
- কর্ণাটক – ৪৮
- মধ্যপ্রদেশ – ২৯৯২
- মহারাষ্ট্র – ৬২০
- সেভেন সিস্টারস – ৩৪৮৪
- ওডিশা – ৯৪৮
- পাঞ্জাব – ১৩
- রাজস্থান – ১৪০৮
- তামিল নাড়ু – ১৮
- তেলঙ্গানা – ৯৬
- উত্তর প্রদেশ – ১৬০
- উত্তরাখন্ড – ৪০
- পশ্চিমবঙ্গ – ৪৫
√ GDS Recruitment Job news 2023 Important dates:
- আবেদন শুরু:— ২২ মে ২০২৩
- আবেদন করার শেষ তারিখ:— ১১ জুন ২০২৩
- পরীক্ষার সম্ভাব্য তারিখ:— সরাসরি মেরিট এর ভিত্তিতে নিয়োগ করা হবে। সুতরাং পরীক্ষার সম্ভাব্য তারিখ এর কোনোও উল্লেখ নেই।
√ GDS Recruitment Job news 2023 Age Limit:
- সমস্ত প্রার্থীদের সর্বনিম্ন বয়সম হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স এর সীমা হবে ৪০ বছর। বয়সের হিসাব করা হবে ১১/০৬/২০২৩ এর হিসেবে। এছাড়া সিডুল কাস্ট / সিডুল ট্রাইব প্রার্থীদের জন্য ভারত সরকার এর সরকারী নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে।
√ GDS Recruitment 2023 Educational Qualification:
- প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করে থাকতে হবে।
√ GDS Recruitment 2023 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
- মেরিট (মাধ্যমিক এ প্রাপ্ত নম্বর)
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
√ GDS Recruitment 2023 Application Fees:
-
- জেনারেল / ও বি সি / ই ডব্লু এস – ১০০/-
- এস সি / এস টি / পি ডব্লু ডি – বিণামূল্য
আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন মূল্য কোনোও ভাবেই ফেরত যোগ্য নয়।
√ Salary :
ইন্ডিয়ান পোস্টাল সার্কেল এর পক্ষ থেকে কর্মচারিদের বেতন ১০,০০০ রুপি থেকে ১২,০০০ রুপি হবলা হয়েছে।
GDS Recruitment 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
Important Links |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদন এর লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
Related Post: |