IBPS Recruitment 2022: ইন্সটিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশান এ “স্কেল ২ ও স্কেল ৩ অফিসার“ পদ এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ০৮ জুন ২০২২ থেকে ২৭ জুন ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ২৭ জুন ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ২৭ জুন ২০২২ বা তার আগে www.ibps.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
IBPS Recruitment 2022
Contents
Bank Job Institute of Banking Personnel Selection www.ibps.in মোট পদ – ৯৪৬ কর্মস্থল – সারা ভারত √ IBPS Recruitment 2022 Vacancy details:অফিসার স্কেল – ২ ( ম্যানেজার )
অফিসার স্কেল – ৩ ( সিনিয়র ম্যানেজার )
√ IBPS Recruitment 2022 Important dates:
√ IBPS Recruitment 2022 Age Limit:
√ IBPS Recruitment 2022 Educational Qualification:
√ Selection Process:প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। √ Application Fees:
আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউ পি আই এর মাধ্যমে প্রদান করতে হবে।
√ Salary:অফিসার স্কেল – ২ ( ম্যানেজার )
অফিসার স্কেল – ৩ ( সিনিয়র ম্যানেজার )
|
IBPS Recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ
Important Links |
|
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
আবেদন এর লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
Related Post: |
বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে। |