IDBI Bank Recruitment 2021: আই ডি বি আই ব্যাঙ্ক এ  “এক্সেকিউটিভ” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ০৪ আগস্ট ২০২১ থেকে ১৮ আগস্ট ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ১৮ আগস্ট ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১৮ আগস্ট ২০২১ বা তার আগে www.idbibank.in এর মাধ্যমে  অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

IDBI Bank Recruitment 2021 

 

Industrial Development Bank of India

www.idbibank.in

মোট পদ – ৯২০

কর্মস্থল – সারা ভারত


  IDBI Bank Recruitment 2021 details:

  • অসংরক্ষিত – ৩৭৩
  • এস সি – ১৩৮
  • এস টি – ৬৯
  • ও বি সি – ২৪৮
  • ই ডব্লু এস – ৯২

  IDBI Bank Recruitment 2021 Important dates:

  • অনলাইন আবেদন শুরু: ০৪ আগস্ট ২০২১
  • আবেদন করার শেষ তারিখ:  ১৮ আগস্ট ২০২১
  • অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

   Age Limit:

    বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করা হবে ০১/০৭/২০২১ এর হিসেবে। 

 

  IDBI Bank Recruitment 2021 Educational Qualification:

  যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% নম্বর নিয়ে স্নাতক পাশ করে থাকতে হবে। 

  IDBI Bank Recruitment 2021 Selection Process:

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • অনলাইন পরীক্ষা
  • মেডিক্যাল পরীক্ষা

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  • অসংরক্ষিত – ১০০০/-
  • এস সি / এস টি / পি ডব্লু ডি – ২০০/- 

 

 আবেদনকারীরা আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। 

√   Salary: 

  • আই ডি বি আই ব্যাঙ্ক এর তরফ থেকে প্রাথমিক বেতন ২৯,০০০/- রুপি বলা হয়েছে। যা পরবর্তীকালে ধিরে ধিরে বাড়বে।

 

        

 

  IDBI Bank recruitment 2021 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।