IGNOU Recruitment 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট এ ২০২৩ সালে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট (JAT) এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। ইচ্ছুক ব্যক্তিরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন।
Contents
IGNOU Recruitment 2023: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ২২ মার্চ ২০২৩ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত। প্রার্থীরা ২০ এপ্রিল বা তার আগে আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদন পত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে।
IGNOU Recruitment 2023
Sarkari Job
Indira Gandhi National Open University
মোট পদ সংখ্যা – ২০০
কর্মস্থল – সারা ভারত
IGNOU Recruitment 2023 ভ্যাকান্সি ডিটেলস
- অসংরক্ষিত – ৮৩ টি পদ
- সিডুল কাস্ট – ২৯ টি পদ
- সিডুল ট্রাইব – ১২ টি পদ
- ও বি সি – ৫৫ টি পদ
- ই ডব্লু এস – ২১ টি পদ
IGNOU Recruitment 2023 গুরুতবপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরুর তারিখ – ২২ মার্চ ২০২৩
- আবেদন শেষের তারিখ – ২০ এপ্রিল ২০২৩
- পরীক্ষার সম্ভাব্য তারিখ – শীঘ্রই জানানো হবে (কর্তৃপক্ষ কর্তৃক)
IGNOU Recruitment 2023 বয়স সীমা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্য। এছাড়া ক্যাটাগরি অনুসারে বয়সের ওপর ছাড় দেওয়া হবে। যথা-
- সিডুল কাস্ট/ট্রাইব – ০৫ বছর
- ও বি সি – ০৩ বছর
- পি ডব্লু বি ডি – ১০ বছর
- পি ডব্লু বি ডি + ও বি সি – ১৩ বছর
- পি ডব্লু বি ডি + সিডুল কাস্ট/ট্রাইব – ১৫ বছর
- এক্স সার্ভিসম্যান – সার্ভিস এর সময়কাল + ০৩ বছর
- ডিসেবলড ডিফেন্স সার্ভিসেস পার্সোনাল – ৪৫ বছর বয়স পর্যন্ত
- ডিসেবলড ডিফেন্স সার্ভিসেস পার্সোনাল + সি ডুল কাস্ট/ট্রাইব – ৫০ বছর বয়স পর্যন্ত
- বিধবা/ ডিভোর্সী মহিলা / বিচারিকভাবে বিচ্ছিন্ন এবং যারা পুনরায় বিয়ে করেননি এমন মহিলা – ৩৫ বছর বয়স পর্যন্ত
- বিধবা/ ডিভোর্সী মহিলা / বিচারিকভাবে বিচ্ছিন্ন এবং যারা পুনরায় বিয়ে করেননি এমন মহিলা + সিডুল কাস্ট/ট্রাইব – ৪০ বছর বয়স পর্যন্ত
- মেধাবী ক্রীড়াবিদ – ০৫ বছর
- মেধাবী ক্রীড়াবিদ + সিডুল কাস্ট/ট্রাইব – ১০ বছর
IGNOU Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর চাকরির জন্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এছাড়া ইংরেজিতে কম্পিউটারে মিনিটে ৪০ টি ওয়ার্ড অথবা হিন্দিতে ৩৫ টি ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে।
IGNOU Recruitment 2023 আবেদন পদ্ধতি
IGNOU Recruitment 2023 এ আবেদন করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে www.ignou.ac.in এই website এ, অথবা আপনি সরাসরি নিচে প্রদত্ত আবেদনের লিংক এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।
এর পর রেজিস্ট্রেশান ফর্ম ফিলাপ করে নিতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।
তথ্য প্রদান করা হয়ে গেলে প্রয়োজনীয় নথি পত্র এবং ছবি ও সই এর স্ক্যান কপি আপলোড করতে হবে।
পরবর্তী ধাপে আবেদন মূল্য প্রদান করে দিলেই আবেদন পদ্ধতি সম্পন্ন হবে। তবে মনে রাখতে হবে যে এই আবেদন মূল্য অফেরতযোগ্য।
IGNOU Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট / টাইপ টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশান
- মেডিক্যাল পরীক্ষা
IGNOU Recruitment 2023 আবেদন মূল্য
- অসংরক্ষিত, ও বি সি, ই ডব্লু এস – ১০০০/-
- এস সি / এস টি / মহিলা – ৬০০/-
- পি ডলু বি ডি – বিণামূল্য
IGNOU Recruitment 2023 বেতন / স্যালারি
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিট এর পক্ষ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট দের বেতন ১৯,৯০০ রুপি থেকে ৬৩,২০০ রুপি এর মধ্যে বলা হয়েছে।
IGNOU Recruitment 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচের দেওয়া লিংক গুলিতে ক্লিক করুন
Important Links |
|
অফিসিয়াল নোটিশ | |
আবেদনের লিঙ্ক | |
অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
আরও পড়ুনইউপি আই পেমেন্ট এ দিতে হবে অতিরিক্ত মূল্য, কাদের জন্য? |