UPI Charges News

UPI Charges News in Bengali 1.1 %, Charges on UPI transfer?

 

UPI, গ কয়েকদিন ধরে এই খবর সারা ভারতে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যে ইউ পি আই ট্রানজাকশনে এবার থেকে দু হাজার টাকার উপরে ১.১% চার্জ দিতে হবে। যদি আপনারা কোন অনলাইন ইউ পি আই ট্রানজাকশন অ্যাপ যেমন ভারত পে বা পেটিএম ফোন পে বা google পে ইউজ করেন তাহলে আপনাকে ১.১% চার্জ দিতে হতে পারে এটা তখনই যখন ২ হাজার টাকার উপরে ট্রানজেকশন ভ্যালু হবে।  

প্রথমত আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে সাধারণ গ্রাহকদের কোনও রকম চার্জ দিতে হবে না, বিষয়টি নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। UPI ভারতের জন্য একটি বিশাল সাফল্য এনে দিয়েছে এবং ভবিষ্যতে এটি ভারতে ডিজিটাল ট্রান্স্যাকশান কে আরও বেশি মাত্রায় এগিয়ে নিয়ে যাবে, তাই সাধারণ নাগরিকদের থেকে এই ১.১% এর চার্জ ধার্য করা হবে না। আমাদেরকে কোনোও অতিরিক্ত মূল্য প্রদান করতে হবে না। এই সম্বন্ধে বিস্তারিত তিথ্যের জন্য UPI এর অফিশিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন। 

কিন্তু একটি নতুন সিস্টেম ইউ পি আই এর ইজ্ঞনিয়ার রা বানিয়েছেন যার ফলে বিভিন্ন কোম্পানির লাভ হবে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সার্ভে এর মতে দেশের প্রায় ৪০% মানুষ বর্তমানে ইউ পি আই সিস্টেম ব্যবহার করছেন। এবং তাঁদের মতানুসারে ব্যবহারকারীর সংখ্যা ২০২৩ এর শেষে ৫০% এর কাছাকাছি পৌঁছে যেতে পারে। 

এক সময় আমাদের দেশের পার্লামেন্ট এ ইউ পি আই নিয়ে প্রশ্ন তোলা হত যে ভারতের মত একটি দেশ যেখানে ভাল ভাবে ইন্টারনেট পর্যন্ত নেই সেখানে ইউ পি আই এর মত একটি সম্পুর্ণ ডিজিটাল সিস্টেম কিভাবে এগিয়ে যাবে। এছাড়াও দেশের বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নেই। সেক্ষেত্রে তো এই সিস্টেম আরোও বড়ো একটি ডিজাস্টার হিসেবে দেখা দেবে। কিন্তু ২০২৩ এর শুরুতে এসে দেখা গেছে এই ছবি একেবারেই আলাদা।

ইউ পি আই এর মত এত দ্রুত এবং সহজ পেমেন্ট সিস্টেম মার্কিন মুলুক এর মত উন্নত দেশেও নেই। বিগত অর্থবর্ষে দেখা গেছে যে UPI এর মাধমে আদান প্রদান এর সীমা ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এছাড়াও ভারতের বাইরে বিভিন্ন দেশ যেমন নেপাল, ভূটান, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, ওমান, কাতার, সৌদি আরব, মালদ্বীপ, বাহরীন, মালেশীয়া, সিঙ্গাপুর, মরিশাস এর মত দেশে ইউ পি আই সম্পূর্ণ রুপে চালু হয়ে গেছে। 

 সাধারণত আমরা UPI ব্যবহার করতে গেলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে UPI অ্যাপ যেমন ফোন পে, পে টি এম, গুগোল পে র মত সার্ভিস প্রোভাইডার দের সাথে যুক্ত করি এবং এক বার যুক্ত হয়ে গেলে পরবর্তী কালে  কোনোও রকম সমস্যা ছাড়া চার বা ছয় সংখ্যার পিন এর মাধ্যমে খুব সহযেই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কোনোও ব্যাক্তির অ্যাকাউন্ট এ পাঠাতে পারি। 

তবে প্রত্যেক বারই আমাদের আমাদেরকে UPI পিন ব্যবহার করতে হত। তাই এই সমস্যাকে আরও সহজ করার জন্য পেমেন্ট কোম্পানি গুলি যারা (Prepaid Payment Instrument) নামে পরিচিত,  নিজেদের একটি ডিজিটাল ওয়ালেট আনতে শুরু করে যেখানে আমরা ব্যাঙ্ক থেকে টাকা সেই ওয়ালেট এ জমা রাখতে পারব এবং খুব সহজেই পেমেন্ট করতে পারব। 

NPCI এর নতুন ১.১% এর নিয়ম অনুসারে যখন কোনও ব্যাক্তি ব্যাঙ্ক থেকে ওয়ালেট এ  টাকা  জমা করার পর কোনোও পেমেন্ট করার সময় যখন ২০০০ বা তার বেশি টাকা ওয়ালেট এর থেকে পেমেন্ট করবে তখন এই পেমেন্ট অ্যাপ গুলি ব্যাঙ্ক কে ১.১% চার্য দেবে। 

এই ১.১% সিস্টেম চালু হলে পে টি এম এর মত সার্ভিস প্রভাইডার এর প্রচুর লাভ হবে। কারন পে টি এম এর আছে নিজস্ব পে টি এম পেমেন্টস ব্যাঙ্ক এর ফলে যদি কেউ পে টি এম পেমেন্টস ব্যাঙ্ক থেকে পে টি এম বা অন্য কোনোও পেমেন্ট অ্যাপ এর ওয়ালেট এ টাকা জমা করে তবে সেক্ষেত্রে পে টি এম এর লাভ বাড়বে। 

সব শেষে মোদ্দা কথা এই যে সাধারণ মানুষের জন্য এই পেমেন্ট সার্ভিস আগের মতই ফ্রি আছে। কোনোও রকম অতিরিক্ত চার্জ দেওয়ার দরকার নেই। যদি ভবিষ্যতে কখোনো সাধারণ মানুষের থেকে UPI এর চার্জ নেওয়া হয়, হতে পারে ইউ পি আই এর সিস্টেম ধ্বসে পড়তে পারে এবং সবাই আবার আগের মত ক্যাস টাকার ওপরে নির্ভর হয়ে পড়বে। এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্ক গুলি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কারণ এতদিন এই ইউ পি আই সিস্টেম পরিচালনা করতে হত কার্যত বিনামূল্যেই। 

 

 

আরও পড়ুন 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।