Latest Current Affairs 2024 February 15 to 21​ in Bengali

Latest Current Affairs 2024 February 15 to 21​ in Bengali

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) UAE তে UPI ২) বন মিত্র স্কিম ৩) ISRO এর নতুন Weather Satellite ৪) Reliance Industries এর নতুন AI সার্ভিস।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 15 থেকে 21 ফেব্রুয়ারি 2024 (Latest Current Affairs 2024 February 15 to 21​ in Bengali)

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – তৃতীয়, (১৫-০২-২০২৪ থেকে ২১-০২-২০২৪)

 ১) প্রতিবছর কোন দিনে ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে (International Childhood Cancer Day) পালন করা হয়? 

উঃ- ১৫ ই ফেব্রুয়ারি 

২) সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ২ পেমেন্ট কার্ড কোম্পানিকে নতুন কমার্শিয়াল কার্ড বিতরণ করতে বারণ করলো? 

উঃ- ভিজা এবং মাস্টার কার্ড 
 ৩) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক হিপ্পো ডে (International Hippo Day) পালন করা হয়?  উঃ- ১৫ই ফেব্রুয়ারি 
  ৪) সম্প্রতি ভারত সরকার ইউনাইটেড আরব এমিরাতে (UAE)  ইউপিআই সিস্টেম চালু করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো?   উঃ- AANI
  ৫) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ক্যাপিটাল মার্কেটসের (SBI Capital Markets) নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হলেন?  উঃ- বীরেন্দ্র বানসাল
  ৬) সম্প্রতি কোন ভারতীয় অ্যাথলেটকে ডোপিং কেসের (Doping Case) জন্য ১২ বছরের জন্য ব্যান দেওয়া হল  উঃ- রচনা কুমারী 

  ৭) ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মিনিস্ট্রি দেশের প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট (Digital India Futute Skill Summit) কোন শহরে অনুষ্ঠিত করতে চলেছে? 

উঃ- আসাম, গুয়াহাটি 

  ৮) প্রতিবছর কোন দিনে ওয়ার্ল্ড এনথ্রোপলজি ডে World Enthropology Day) পালন করা হয়?  উঃ- ১৫ ই ফেব্রুয়ারি বা  ফেব্রুয়ারী এর তৃতীয় বৃহস্পতিবার 
  ৯) ভারতের কোন ব্যাংক বেস্ট টেকনোলজি ব্যাঙ্ক অফ দা ইয়ার (Best Technology Bank of the Year) পুরস্কারে সম্মানিত হল?  উঃ- সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক 

  ১০) জাপানকে অতিক্রম করে কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো? 

উঃ- জার্মানি 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ

 

 

 ১১) নেপালে উনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (Unified Payment Interface) সিস্টেম চালু করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন নেপালি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো?  উঃ- নেপাল রাষ্ট্র ব্যাংক 

১২) ভারতে বোয়িং ডিফেন্স (Boeing Defence) কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? 

উঃ- নিখিল জোশি 
১৩) ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হতে চলেছেন কে?  উঃ- Prabowo Subinato
১৪) সম্প্রতি ভারতের কোন আই আই টি সাউন্ড বেসড অ্যান্টি ড্রোন সিস্টেম (Sound based Anti Drone System) তৈরি করল   উঃ- IIT Jammu 
 ১৫) ভারতের কোন রাজ্য সরকার বন মিত্র (Ban mitra) স্কিম চালু করল?  উঃ- হরিয়ানা 

১৬) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোস্ট ভ্যালুয়েবল আনলিস্টেড (Most valueable unlisted Firm) ফার্ম কোনটি? 

উঃ- সীরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া  
১৭) প্রয়াত হলে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পাচক (Chef) Imtiaz Qureshi, তার বয়স কত হয়েছিল?  উঃ- ৯৩ বছর 
১৮) ম্যাচ ফিক্সিং এর দায়ে ১৭ বছরের জন্য ব্যান হলেন কোন ব্রিটিশ ক্রিকেটার?    উঃ- রিজওয়ান জাভেদ 
১৯) কোন ইউরোপিয়ান দেশে সম্প্রতি সম লিঙ্গ বিবাহ (Same Sex Marriage) মান্যতা পেল? উঃ- গ্রীস 
২০) ১২ তম MILAN Naval এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?   উঃ- বিশাখাপত্তনম 

 

 

 

 ২১) সম্প্রতি ভারত সরকার কোথায় প্রথম স্যাটেলাইট বেসড টোল সিস্টেম (Satalite Based Toll System) চালু করল?  উঃ- মহীশূর-বাঙ্গালোর এক্সপ্রেসওয়ে 

২২) ইসরো যে নতুন ওয়েদার স্যাটেলাইট (Weather Satellite) লঞ্চ করলো তার নাম কি? 

উঃ- INSAT-3DS
২৩) প্রয়াত হলেন আমির খান অভিনীত দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনগর, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ১৯ বছর 
২৪) সম্প্রতি ওডিশা সরকার যুব ক্ষমতায়নের জন্য কোন স্কিম চালু কর?    উঃ- Swayam Scheme
 ২৫) ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে (Electric Vehicle Infrastructure Development) ভারতের কোন রাজ্য সবার প্রথম স্থানে রয়েছে?  উঃ- কর্ণাটক 

২৬) জার্মানিতে অনুষ্ঠিত ষাট তম মিউনিক সিকিউরিটি কনফারেন্সে (60th Munich Security Conference) ভারতের হয়ে সভাপতিত্ব করেছিলেন কে? 

উঃ- ডক্টর এস জয়শঙ্কর 
২৭) ২০২৪ এ প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে (Henley Passport Index) ভারতের স্থান কত তম?  উঃ- ৮৫ তম 
২৮) প্রতিবছর কোন দিনে বিশ্ব তিমি দিবস (International Whale Day) পালন করা হয়?   উঃ- ফেব্রুয়ারি মাসের তৃতীয় রবিবার
 ২৯) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক প্যাঙ্গোলিন ডে (International Pangolin Day) পালন করা হয়?  উঃ- ১৭ ই ফেব্রুয়ারি 

৩০) ভারতের প্রথম নিজস্ব স্পাই স্যাটেলাইটের (Spy Satellite) নাম কি? 

উঃ- TASL

 

 

 ৩১) প্রয়াত হলেন প্রখ্যাত জৈন ও সন্ন্যাসী আচার্য, বিদ্যাসাগর মহারাজ, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭৭ বছর 

৩২) কোন খেলোয়ার আইপিএলে গ্রেটেস্ট ক্যাপ্টেন এর তকমা পেলেন? 

উঃ- মহেন্দ্র সিং ধোনি 
৩৩) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক সোশ্যাল জাস্টিস ডে (International Social Justice Day) পালন করা হয়?  উঃ- ২০ ফেব্রুয়ারি 
৩৪) এত হলেন প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিংহ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৫৯ বছর 
 ৩৫) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন করা হয়?  উঃ- ২১ ফেব্রুয়ারি 

৩৬) সম্প্রতি কোন ভারতীয় রাজনীতিবিদ কে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ন সম্মানে সম্মানিত করা হলো? 

উঃ- শশী থরুর
৩৭) উত্তর ভারতের প্রথম পিজা এ টি এম (Pizza ATM) কোথায় তৈরি করা হলো?  উঃ- চন্ডিগড় 
৩৮) জাপান ভারতের মোট কত কোটি টাকার ইনভেসমেন্ট করার কমিটমেন্ট করল?   উঃ- ১২,৮০০ কোটি রুপি 
 ৩৯) উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য হর ঘর জল (Har Ghar Jal) মিশন সম্পূর্ণরূপে সম্পন্ন করল?   উঃ- অরুণাচল প্রদেশ 

৪০) কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সে (International Solar Alliance) যুক্ত হল? 

উঃ- মালটা 

 

 

 ৪১) সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চ্যাট জিপিটি স্টাইলের যে এ আই সার্ভিস (AI Service) চালু করতে চলেছে তার নাম কি?  উঃ- হনুমান 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।