Latest Current Affairs 2024 February 15 to 21 in Bengali
Contents
সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।
এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল – ১) UAE তে UPI ২) বন মিত্র স্কিম ৩) ISRO এর নতুন Weather Satellite ৪) Reliance Industries এর নতুন AI সার্ভিস।
বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 15 থেকে 21 ফেব্রুয়ারি 2024 (Latest Current Affairs 2024 February 15 to 21 in Bengali)মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – তৃতীয়, (১৫-০২-২০২৪ থেকে ২১-০২-২০২৪) |
১) প্রতিবছর কোন দিনে ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে (International Childhood Cancer Day) পালন করা হয়? |
উঃ- ১৫ ই ফেব্রুয়ারি |
২) সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ২ পেমেন্ট কার্ড কোম্পানিকে নতুন কমার্শিয়াল কার্ড বিতরণ করতে বারণ করলো? |
উঃ- ভিজা এবং মাস্টার কার্ড |
৩) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক হিপ্পো ডে (International Hippo Day) পালন করা হয়? | উঃ- ১৫ই ফেব্রুয়ারি |
৪) সম্প্রতি ভারত সরকার ইউনাইটেড আরব এমিরাতে (UAE) ইউপিআই সিস্টেম চালু করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো? | উঃ- AANI |
৫) স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ক্যাপিটাল মার্কেটসের (SBI Capital Markets) নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- বীরেন্দ্র বানসাল |
৬) সম্প্রতি কোন ভারতীয় অ্যাথলেটকে ডোপিং কেসের (Doping Case) জন্য ১২ বছরের জন্য ব্যান দেওয়া হল | উঃ- রচনা কুমারী |
৭) ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মিনিস্ট্রি দেশের প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট (Digital India Futute Skill Summit) কোন শহরে অনুষ্ঠিত করতে চলেছে? |
উঃ- আসাম, গুয়াহাটি |
৮) প্রতিবছর কোন দিনে ওয়ার্ল্ড এনথ্রোপলজি ডে World Enthropology Day) পালন করা হয়? | উঃ- ১৫ ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারী এর তৃতীয় বৃহস্পতিবার |
৯) ভারতের কোন ব্যাংক বেস্ট টেকনোলজি ব্যাঙ্ক অফ দা ইয়ার (Best Technology Bank of the Year) পুরস্কারে সম্মানিত হল? | উঃ- সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক |
১০) জাপানকে অতিক্রম করে কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হলো? |
উঃ- জার্মানি |
সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ
১১) নেপালে উনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (Unified Payment Interface) সিস্টেম চালু করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন নেপালি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো? | উঃ- নেপাল রাষ্ট্র ব্যাংক |
১২) ভারতে বোয়িং ডিফেন্স (Boeing Defence) কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? |
উঃ- নিখিল জোশি |
১৩) ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হতে চলেছেন কে? | উঃ- Prabowo Subinato |
১৪) সম্প্রতি ভারতের কোন আই আই টি সাউন্ড বেসড অ্যান্টি ড্রোন সিস্টেম (Sound based Anti Drone System) তৈরি করল | উঃ- IIT Jammu |
১৫) ভারতের কোন রাজ্য সরকার বন মিত্র (Ban mitra) স্কিম চালু করল? | উঃ- হরিয়ানা |
১৬) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোস্ট ভ্যালুয়েবল আনলিস্টেড (Most valueable unlisted Firm) ফার্ম কোনটি? |
উঃ- সীরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া |
১৭) প্রয়াত হলে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পাচক (Chef) Imtiaz Qureshi, তার বয়স কত হয়েছিল? | উঃ- ৯৩ বছর |
১৮) ম্যাচ ফিক্সিং এর দায়ে ১৭ বছরের জন্য ব্যান হলেন কোন ব্রিটিশ ক্রিকেটার? | উঃ- রিজওয়ান জাভেদ |
১৯) কোন ইউরোপিয়ান দেশে সম্প্রতি সম লিঙ্গ বিবাহ (Same Sex Marriage) মান্যতা পেল? | উঃ- গ্রীস |
২০) ১২ তম MILAN Naval এক্সারসাইজ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- বিশাখাপত্তনম |
২১) সম্প্রতি ভারত সরকার কোথায় প্রথম স্যাটেলাইট বেসড টোল সিস্টেম (Satalite Based Toll System) চালু করল? | উঃ- মহীশূর-বাঙ্গালোর এক্সপ্রেসওয়ে |
২২) ইসরো যে নতুন ওয়েদার স্যাটেলাইট (Weather Satellite) লঞ্চ করলো তার নাম কি? |
উঃ- INSAT-3DS |
২৩) প্রয়াত হলেন আমির খান অভিনীত দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনগর, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ১৯ বছর |
২৪) সম্প্রতি ওডিশা সরকার যুব ক্ষমতায়নের জন্য কোন স্কিম চালু কর? | উঃ- Swayam Scheme |
২৫) ইলেকট্রিক ভেহিকেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে (Electric Vehicle Infrastructure Development) ভারতের কোন রাজ্য সবার প্রথম স্থানে রয়েছে? | উঃ- কর্ণাটক |
২৬) জার্মানিতে অনুষ্ঠিত ষাট তম মিউনিক সিকিউরিটি কনফারেন্সে (60th Munich Security Conference) ভারতের হয়ে সভাপতিত্ব করেছিলেন কে? |
উঃ- ডক্টর এস জয়শঙ্কর |
২৭) ২০২৪ এ প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে (Henley Passport Index) ভারতের স্থান কত তম? | উঃ- ৮৫ তম |
২৮) প্রতিবছর কোন দিনে বিশ্ব তিমি দিবস (International Whale Day) পালন করা হয়? | উঃ- ফেব্রুয়ারি মাসের তৃতীয় রবিবার |
২৯) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক প্যাঙ্গোলিন ডে (International Pangolin Day) পালন করা হয়? | উঃ- ১৭ ই ফেব্রুয়ারি |
৩০) ভারতের প্রথম নিজস্ব স্পাই স্যাটেলাইটের (Spy Satellite) নাম কি? |
উঃ- TASL |
৩১) প্রয়াত হলেন প্রখ্যাত জৈন ও সন্ন্যাসী আচার্য, বিদ্যাসাগর মহারাজ, তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৭৭ বছর |
৩২) কোন খেলোয়ার আইপিএলে গ্রেটেস্ট ক্যাপ্টেন এর তকমা পেলেন? |
উঃ- মহেন্দ্র সিং ধোনি |
৩৩) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক সোশ্যাল জাস্টিস ডে (International Social Justice Day) পালন করা হয়? | উঃ- ২০ ফেব্রুয়ারি |
৩৪) এত হলেন প্রখ্যাত অভিনেতা ঋতুরাজ সিংহ, মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল? | উঃ- ৫৯ বছর |
৩৫) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন করা হয়? | উঃ- ২১ ফেব্রুয়ারি |
৩৬) সম্প্রতি কোন ভারতীয় রাজনীতিবিদ কে ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ন সম্মানে সম্মানিত করা হলো? |
উঃ- শশী থরুর |
৩৭) উত্তর ভারতের প্রথম পিজা এ টি এম (Pizza ATM) কোথায় তৈরি করা হলো? | উঃ- চন্ডিগড় |
৩৮) জাপান ভারতের মোট কত কোটি টাকার ইনভেসমেন্ট করার কমিটমেন্ট করল? | উঃ- ১২,৮০০ কোটি রুপি |
৩৯) উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য হর ঘর জল (Har Ghar Jal) মিশন সম্পূর্ণরূপে সম্পন্ন করল? | উঃ- অরুণাচল প্রদেশ |
৪০) কোন দেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সে (International Solar Alliance) যুক্ত হল? |
উঃ- মালটা |
৪১) সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চ্যাট জিপিটি স্টাইলের যে এ আই সার্ভিস (AI Service) চালু করতে চলেছে তার নাম কি? | উঃ- হনুমান |