Latest Current Affairs 2024 February 22 to 29​ in Bengali

Latest Current Affairs 2024 February 22 to 29​ in Bengali

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) ভারতের INDUS App Store ২) স্কিল ইন্ডিয়া সেন্টার ৩) ভারতে 6G এর রিসার্চ ৪) ভারতের নিজস্ব স্পেস স্টেশান আসতে চলেছে।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 22 থেকে 29 ফেব্রুয়ারি 2024 (Latest Current Affairs 2024 February 22 to 29​ in Bengali)

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – চতুর্থ, (২২-০২-২০২৪ থেকে ২৯-০২-২০২৪)

 ১) কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি ইন্ডাস অ্যাপ স্টোর (Indus App Store) চালু করল? 

উঃ- ফোন পে (Pheone Pe)

২) ভারত সরকার আর সম্প্রতি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য  জন্য কত কোটি টাকার প্রজেক্ট ঘোষণা করল? 

উঃ- 100 কোটি রুপি 
 ৩) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সাইবার ক্রাইমে (Cyber Crime) ভারত কত কততম স্থানে রয়েছে?  উঃ- ৮০ তম
  ৪) সম্প্রতি ভারত সরকার মানি লন্ড্রি কেস (Money Laundry Case) কমানোর জন্য কোন বৈদেশিক পেমেন্ট কোম্পানির সাথে চুক্তি করল?   উঃ- PayPal
  ৫) প্রথম স্কিল ইন্ডিয়া সেন্টার (Skill India Centre) কোথায় তৈরি করা হলো?  উঃ- সম্বলপুর, ওডিশা
  ৬) কোন রাজ্য ও তাদের রাজ্যের সর্বপ্রথম কচ্ছপ সুরক্ষা কেন্দ্র (Turtle Conservation Centre)  তৈরি করতে চলেছে?  উঃ- উত্তরপ্রদেশ 

  ৭) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (Asian development Bank) ভারতের কোন রাজ্যে ফিনটেক  অ্যাডভান্সমেন্টের জন্য ২৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করল? 

উঃ- গুজরাট 

  ৮) প্রয়াত হলে প্রাক্তন লোকসভার স্পিকার মনোহর জোশি, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৮৬ বছর  
  ৯) কোন দেশ ১লা মার্চ থেকে গীতা মহোৎসব পালন করতে চলেছে?  উঃ- শ্রীলংকা 

  ১০) ভারত মালদ্বীপ এবং শ্রীলংকার উপকূল প্রতিরক্ষা বাহিনী যে সামরিক অনুশীলন (Military Excercise) শুরু করতে চলেছে তার নাম ক?   

উঃ- Dosti-16

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ

 

 

 ১১) প্যাংগং লেকে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উচ্চতম ফ্রজেন লেক ম্যারাথনে ( World’s highest Frozen lake Marathon) ভারতের কোন রাজ্যের অ্যাথলিট প্রথম স্থান অধিকার করলেন?  উঃ- মধ্যপ্রদেশ, ভোপাল

১২) প্রয়াত হলেন ১৯৯০ সালের ওয়ার্ল্ড কাপ ফুটবলে জার্মান উইনিং গোল স্কোরার, Andreas Brehme, তার বয়স কত হয়েছিল? 

উঃ- ৬৩ বছর 
১৩) ভারত সম্প্রতি কোন দেশকে পবিত্র বৌদ্ধ অবশেষ (Holy Buddhist relics) পাঠালো?  উঃ- থাইল্যান্ড 
১৪) ২০২৪ ফাইনাল ইয়ারে ভারতে কত কিলোমিটার হাইওয়ে তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে?  উঃ- ১২,০০০ থেকে ১৩,০০০ কিলোমিটার 
 ১৫) কোন এশিয়ান দেশ সর্বপ্রথম কর্মক্ষেত্রে সহিংসতা এবং হয়রানি এড়ানোর জন্য ILO Convention চুক্তি স্বাক্ষর করল?  উঃ- ফিলিপিনস

১৬) মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (Mobile World congress) ২০২৪ কত তারিখে শুরু হল? 

উঃ- ২৬ শে ফেব্রুয়ারি 
১৭) ভারতে সিক্স জি (6G) এর রিসার্চ এর জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোন কোম্পানির সাথে চুক্তি করল?  উঃ- নোকিয়া 
১৮) ভারতের সবচেয়ে বড় ড্রোন পাইলট ট্রেনিং অর্গানাইজেশন (drone Pilot Training Organization) কোথায় তৈরি হলো?   উঃ- আইআইটি গুয়াহাটি 
১৯) বিশ্বব্যাংকের গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটির (Global Environment Facility) ডিরেক্টর পরে নিযুক্ত হলেন কোন ভারতীয়?  উঃ- গীতা বাত্রা 
২০) সম্প্রতি কোন দেশকে FATF গ্রে লিস্ট থেকে মুক্ত করা হলো?   উঃ- সংযুক্ত আরব আমিরাত  (UAE)

 

 

 

 ২১) প্রয়াত হলেন বিখ্যাত সিনেমা পরিচালক কুমার সাহানি, তাঁর বয়স কত হয়েছিল? উঃ- ৮৩ বছর 

২২) কোন ভারতীয় কোম্পানি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এমিউনেশন এবং মিসাইল কমপ্লেক্স তৈরি করল? 

উঃ- আদানি গ্রুপ 
২৩) ভারত সরকার তাদের নিজেদের AI তৈরি করার জন্য কোন বিদেশী সংস্থার সাথে চুক্তি করলো?  উঃ- Nvidia
২৪) প্রয়াত হলে সমাজবাদী পার্টির সিনিয়র লিডার ও মেম্বার অফ পার্লামেন্ট শফিকুর রহমান বারক, (shafiqur Rahman Barq), তাঁর বয়স কত হয়েছিল?   উঃ- ৯৪ বছর 
 ২৫) ভারত তাদের নিজেদের স্পেস স্টেশন কত সালের ভেতরে তৈরি করার লক্ষ্যমাত্রা নিল?  উঃ- ২০৩৫ সাল

২৬) আদানি গ্রুপ লোকাল ডিফেন্স ফ্যাক্টরি (Local Defence Factory) তৈরিতে সম্প্রতি কত মিলিয়ন ডলার খরচ করল? 

উঃ- ৩৬২ মিলিয়ন ডলার 
২৭) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক পালন করল?  উঃ- ২৬ শে ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১লা  মার্চ ২০২৪ 
২৮) সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এনিমেল ওয়েলফেয়ার চালু করল তার নাম কি?   উঃ- বনতারা
 ২৯) সম্প্রতি কোন নিউজিল্যান্ডের ক্রিকেটার 37 বছর বয়সে সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন?  উঃ- Neil Wagner 

৩০) প্রতিবছর কোন দিনে জাতীয় সায়েন্স ডে বা বিজ্ঞান দিবস পালন করা হয়? 

উঃ- ২৮ শে ফেব্রুয়ারি 

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।