Latest Current Affairs 2024; January 01 to 08​

Latest Current Affairs 2024; January 01 to 08​

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) ভারতের প্রথম সৈনিক বিদ্যালয় ২) চিন এর নতুন ডিফেন্স মন্ত্রী ৩) অযোধ্যা বিমানবন্দর এর নাম পরিবর্তন ৪) স্নো লেপার্ড কে জাতীয় চিহ্ন রুপে গণ্য।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 08 জানুয়ারি 2024 ( Latest Current Affairs 2024; January 01 to 08​​)

মাস – জানুয়ারি, সপ্তাহ – প্রথম, (০১-০১-২০২৪ থেকে ০৮-০১-২০২৪)

 ১) লিওনেল মেসিকে হারিয়ে কোন ভারতীয় অ্যাথলেট, পিউবারটি অ্যাথলেট অফ দি ইয়ার পুরস্কার পেলেন  ?

উঃ- বিরাট কোহলি 

২) প্রতিবছর কোন দিনে গ্লোবাল ফ্যামিলি ডে পালন করা হয়? 

উঃ- ০১ জানুয়ারি 
 ৩) কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সমস্ত রকম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন ? উঃ- ডেভিড ওয়ার্নার 
  ৪) ভারতের কোন রাজ্য দলবদ্ধভাবে সূর্য নমস্কার করায় গিনেস ওয়াল্ড রেকর্ড করলো?  উঃ- গুজরাট 
  ৫) ১৬ তম ফাইন্যান্স কমিশান এর হেড পদে কে নিযুক্ত হলেন?  উঃ- অরবিন্দ পানাগড়িয়া
  ৬) চিন এর নতুন ডিফেন্স মন্ত্রী পদে কে ইযুক্ত হলেন?  উঃ- Dong Jun
  ৭) ইন্ডিয়ান ওয়েল এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? 
উঃ- রশ্মি গোভিল
  ৮) ১২ তম দিব্য কলা মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হল?  উঃ- সুরাট,গুজরাট
  ৯) জলবায়ু পরিবর্তন এর হাত থেকে তামাক গাছকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান টোবাকো কোম্পানি কোন কোম্পানির সাথে চুক্তি করল? উঃ- মাইক্রোসফট
  ১০) ভারতের প্রথম সম্পূর্ণ রুপে সৈনিক বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হল?  উঃ- মথুরা

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ ডিসেম্বর চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) পাওয়ার গ্রিড কর্পোরেশান অব ইন্ডিয়া এর চেয়্যারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উঃ- রবীন্দ্র কুমার ত্যাগী

১২) ভারতে NIVEA কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

উঃ- গীতিকা মেহতা
১৩) ইন্টারন্যাশনাল মনিতারি ফান্ড পাকিস্তান কে কত পরিমান বেইলআউট ট্রাঞ্চ প্রদান করতে চলেছে?  উঃ- ৭০০ মিলিয়ন মার্কিন ডলার
১৪) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বপ্রথম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু করতে চলেছে?  উঃ- যম্মু ও কাশ্মীর
 ১৫) ভারতের কোন ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি সর্বপ্রথম PLI স্কিম পেতে চলেছে?  উঃ- OLA Electric 

১৬) ভারতে কিয়া গাড়ি ম্যানুফাকচারিং কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- Gwaggu Lee
১৭) ভারতের কোন রাজ্য ওল্ড এজ পেনশনের বয়স কমিয়ে ৫০ বছর করলো?  উঃ- ঝাড়খন্ড 
১৮) আসাম সরকার তাদের রাজ্যে দূষণ মোকাবিলা করার জন্য বর্তমানে কতগুলি ইকো বাস চালু করার সিদ্ধান্ত নিল?   উঃ- ২০০ টি 
১৯) প্রতিবছর কোন দিনে আন্তর্জাতিক বার্লি ডে পালন করা হয়?  উঃ- ৪ জানুয়ারি 
২০) কোন ভারতীয় কোম্পানি ভারতের প্রথম ISCC PLUS সার্টিফিকেসান পেল?   উঃ- রিলায়েন্স 

 

Latest Current Affairs 2024; January 01 to 08​

 

 

 ২১) লাক্ষাদ্বীপে ভারতের প্রধানমন্ত্রী কত পরিমাণ অর্থের প্রজেক্ট  তৈরি করার কথা ঘোষণা করলেন? উঃ- ১১৫৬ কোটি রুপি

২২) ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এর এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? 

উঃ- জাস্টিস সঞ্জীব খান্না 
২৩) ইন্ডিয়ান এক্সপ্রেস রিসার্চ অর্গানাইজেশন প্রথমবার কোন বিদেশি প্রাইভেট স্পেস কোম্পানির সাথে যুক্ত হয়ে GSAT-20 স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে?  উঃ- স্পেস এক্স 
২৪) ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম দুর্ঘটনা প্রবণ এলাকা  চিহ্নিত করার ম্যাপ তৈরি করা হলো?   উঃ- পাঞ্জাব 
 ২৫) অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কে?  উঃ- শশী সিং 

২৬) বিখ্যাত অ্যাথলেটিক ফুট ওয়ার কোম্পানি এডিডাস ভারতের কোন রাজ্যে তাদের প্রথম গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার তৈরি করতে চলেছে?

উঃ- তামিলনাডু 
২৭) নেপাল আগামী 10 বছরের ভারতে কত পরিমান বিদ্যুৎ রপ্তানি করতে চলেছ?   উঃ- ১০ গিগা ওয়াট
২৮) অযোধ্যার বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি করা হয়েছে?   উঃ- মহর্ষি বাল্মিকী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 
২৯) কোন ভারতীয় আইএএস অফিসার কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হলো?  উঃ- বিকাশ শীল 
৩০) ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কে?  উঃ- রঘুরাম আইয়ার 

Latest Current Affairs 2024; January 01 to 08​

 

 ৩১) কোন দেশ স্নো লেপার্ড কে তাদের জাতীয় চিহ্ন হিসেবে ঘোষণা করল?  উঃ- কিরগিজস্তান

৩২) ভিয়েতনাম ভারতের কোন রাজ্যে ই-ভি ফ্যাসিলিটি তৈরি করার জন্য দুই বিলিয়ন মার্কিন ডলার নিবেশ করল?

উঃ- তামিলনাড়ু 
৩৩) আদানি পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোনের সিইও পদে নিযুক্ত হলেন কে? উঃ- অশ্বিনী গুপ্ত 
৩৪) ভারত সরকার রিভার ক্রস ট্যুরিজম এবং গ্রিন ভেসেল প্রকল্পে কত পরিমাণ অর্থ নিবেশ করতে চলেছে?  উঃ- ৬০ হাজার কোটি রুপি 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।