Latest Current Affairs 2024 March 01 to 08​ in Bengali

Latest Current Affairs 2024 March 01 to 08​ in Bengali

 

সরকারী ও বেসরকারী বিভিন্ন পরীক্ষায় যেমন – এস এস সি, পি এস সি  পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স একটি অন্যতম গুরুত্ব পায়। তাই আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার সম্ভার বাড়াতে এখনই আমাদের এই প্রতিবেদন পড়ুন।

এই সপ্তাহের  গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি হল –  ১) Universal life insurance Plan ২) ভারতের প্রথম হাইড্রোজেন ফিউল সেল ফেরি ৩) BSF – এর প্রথম মহিলা স্নাইপার ৪) ভারতের প্রতম ডলফিন রিসার্চ সেন্টার।

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 01 থেকে 08 মার্চ 2024 (Latest Current Affairs 2024 March 01 to 08​ in Bengali)

মাস – মার্চ, সপ্তাহ – প্রথম, (০১-০৩-২০২৪ থেকে ০৮-০৩-২০২৪)

 ১) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সি-গ্রার্স ডে (International Sea Grass Day) পালন করা হয়? 

উঃ- ১লা মার্চ 

২) ভারতের কোন রাজ্য সরকার ইউনিভার্সাল লাইফ ইন্সুরেন্স প্ল্যান (Universal Life Insurance Plan) চালু করল? 

উঃ- নাগাল্যান্ড 
 ৩) ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?  উঃ- আইপিএস অফিসার দিলজিত সিং চৌধুরী 
  ৪) সম্প্রতি কোন ভারতীয় কে ব্রিটিশ নাইটহুড (British Nighthood) উপাধি দেওয়া হলো?   উঃ- সুনীল ভারতী মিত্তল 
  ৫) ভারতের প্রথম হাইড্রোজেন ফিউল সেল ফেরি  (Hydrogen Fuel Cell ferry) কোথায় চালু হলো?  উঃ- কোচিন শিপইয়ার্ড 
  ৬) সম্প্রতি জুভেন্টাস (Juventus) ক্লাবের কোন খেলোয়াড়কে ডোপিং কেসের জন্য চার বছরের নির্বাসন দেওয়া হল?  উঃ- পল পোগবা

  ৭) ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক (Indian Post Payments Bank) সম্প্রতি কোন সংস্থার সাথে পার্টনারশিপ করল? 

উঃ- Hindustan Zinc For CSR Financial Services

  ৮) কোন রাজ্য সরকার সম্প্রতি ওয়ান টাইম স্কিম (One Time Scheme) চালু করল?  উঃ- তেলঙ্গানা সরকার 
  ৯) কোন দেশ সম্প্রতি অ্যান্টি এলজি বিউটি কিউ বিল (Anti LGBTQ) পাস করল?  উঃ- ঘানা 

  ১০) সম্প্রতি কোন প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী প্রয়াত হলেন? 

উঃ- Brian Mulroney

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি চতুর্থ সপ্তাহ

 

 

 ১১) সম্প্রতি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, গ্রীন এনার্জি (Green Energy) তৈরি করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো?  উঃ- MAHAGENCO

১২) সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার (Forex Reserver) এর পরিমাণকত? 

উঃ- ৬১৯ বিলিয়ন ডলার 
১৩) ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট (Financial Inteligence Unit) paytm payments bank এর উপর কত পরিমান ফাইন চাপালো?  উঃ- পাঁচ দশমিক চার নয় কোটি রুপি 
১৪) ভারতীয় পার্লামেন্টে সিকিউরিটি হেড (Indian Parliament Security head) পদে নিযুক্ত হলেন কে?   উঃ- অনুরাগ আগারওয়াল 
 ১৫) সম্প্রতি কোন রাজ্যে মহারানা প্রতাপ এর ২১ ফুট উঁচু মূর্তি স্থাপিত করা হলো?  উঃ- হায়দ্রাবাদ 

১৬) কোন দেশের বিজ্ঞানীরা সম্প্রতি  কলা গাছের রোঁয়া বা ব্যানানা ফাইবার থেকে ইকো ফ্রেন্ডলি ক্ষত ড্রেসিং (Eco friendly Wound Dressing) করার সামগ্রী তৈরি করল? 

উঃ- ভারত 
১৭) সম্প্রতি গুগল কোম্পানি ভারতে অনলাইন ডিপ ফেক (Deep Fake) নিয়ন্ত্রণের জন্য কোন কোম্পানির সাথে চুক্তি করল?  উঃ- Shakti
১৮) সম্প্রতি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত নৌ সেনা অনুশীলনের নাম কি?   উঃ- Samudra Laksamana
১৯) সম্প্রতি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী কত কোটি টাকার প্রোজেক্টের কথা ঘোষণা করলেন?  উঃ- ৭২০০ কোটি রুপি 
২০) মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট এর সম্প্রতি কোয়ালকম ভারতে কোন কোম্পানির সাথে চুক্তি করল?   উঃ- C-Dot

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ

 

 

 ২১) প্রতিবছর কোন দিনে বিশ্ব শ্রবণ দিবস (World Hearing Day) পালন করা হয়? উঃ- ৪ঠা মার্চ 

২২) প্রতিবছর কোন দিনে জাতীয় Safety Day বা সুরক্ষা দিবস পালন করা হয?  

উঃ- ৪ঠা মার্চ
২৩) ভারতের কোন রাজ্য সরকার ইন্দিরাম্মা হাউসিং স্কিমের (Indiramma Housing Scheme) এর কথা ঘোষণা করল?  উঃ- তেলেঙ্গানা 
২৪) Google সম্প্রতি টুডি 2D গেম তৈরি করার জন্য কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করল?   উঃ- জিনি (Genie)
 ২৫) সম্প্রতি ছোট্ট দীপ দেশ টুভালু এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?  উঃ- Feleti Teo

২৬) সম্প্রতির রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন লোন ফাইন্যান্স কোম্পানিকে গোল্ড লোন দেওয়া থেকে ব্যান করল? 

উঃ- আই আই এফ এল ফাইন্যান্স 
২৭) বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) প্রথম মহিলা স্নাইপার হিসেবে কে নিজেকে প্রমাণ করলেন?  উঃ- সাব ইন্সপেক্টর সুমন কুমারী 
২৮) ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায় ইন্সটল করা হলো?   উঃ- কালাপক্কম তামিলনাড়ু 
 ২৯) সম্প্রতি বিজ্ঞানীরা সৌরমণ্ডলে ইউরিনাস এবং নেপচুন এর চারিদিকে  আরো কতগুলি চাঁদ আবিষ্কার করলেন?  উঃ- তিনটি 

৩০) সম্প্রতি ভারতে ফ্রড কল এবং টেক্স মেসেজ রিপোর্ট করার জন্য কোন নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হলো? 

উঃ- Chakshu

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ

 

 

 ৩১) হাঙ্গেরি দেশের নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? 

উঃ- Tamas Sulyok

৩২) ম্যাংগো ফ্লেভার জুস প্রস্তুতকারী কোম্পানি স্লাইস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন?

উঃ- Nayanthara
৩৩) ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় তৈরি করা হলো?  উঃ- পাটনা 
৩৪) ভারতের কোন শহরে দেশের সর্বপ্রথম আন্ডারওয়াটার মেট্রো (The country’s first underwater metro) চালু হল?  উঃ- কলকাতা
 ৩৫) ভারতের কোন রাজ্য সরকার “ইন্দিরা গান্ধী পিয়ারি বেহেনা সুখ সম্মান নিধি যোজনা” স্কিম  চালু করলো?  উঃ- হিমাচল প্রদেশ 

৩৬) ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম জেনারেটিভ এ আই টিচার (Generative AI Teacher) আনা হলো? 

উঃ- কেরালা 
৩৭) ভারতের প্রথম সরকারি OTT প্ল্যাটফর্ম কোন রাজ্যের উদ্যোগে তৈরি হচ্ছ?   উঃ- কেরালা 
৩৮) সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষি কাজের জন্য ব্যবহৃত সমস্ত টিউবয়েলের বৈদ্যুতিক বিল মুকুব করার সিদ্ধান্ত নিলেন?   উঃ- উত্তর প্রদেশ 
 ৩৯) ভারতের প্রথম সম্পূর্ণ ড্রাইভার ছাড়া মেট্রোরেল (Completely Driverless Metrorail ) কোথায় চলতে চলেছে?  উঃ- ব্যাঙ্গালোর 

৪০) ভারতের ইউনিয়ন ক্যাবিনেট ভারতে আর্টিফিশিয়াল টেলিজেন্সের (AI) উন্নতিকরণের জন্য কত পরিমান অর্থ এর বাজেট ঘোষণা করলো? 

উঃ- ১০,৩৭২ কোটি রুপি

 

সাম্প্রতিক ঘটনা ২০২৪ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ

 

 

 ৪১) ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (International Solar Allience) নতুন সদস্য পদে নাম লেখালো কোন দেশ? 

উঃ- পানামা 

 

 

আরও পড়ুন 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।