List of Indian Folk Dances

List of Indian Folk Dances

 চাকরি বাজারের সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করে থাকি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন।

  পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ ভারতবর্ষের সাংস্কৃতিক দিক দিয়েও বিশেষ বৈঠক বৈচিত্র্যপূর্ণ। এখানে প্রতি কিলোমিটারে মানুষের ভাষা, সংস্কৃতির, পোশাক-আশাক, শিল্প প্রভৃতির মধ্যেও নানান বৈচিত্র লক্ষ্য করা যায়। এই বৈচিত্র্যপূর্ণ দেশের লোক নিত্য একটি বিশেষ শিল্প হিসেবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। লোকনৃত্যের রূপ অঞ্চল ভেদে প্রকৃতি রাজ্যে আলাদা আলাদা রূপ ধারণ করে।

   লোকনৃত্যগুলি মুলত মানুষের সুখ, দুঃখ এবং বিভিন্ন  আবেগকে প্রতিবিম্বিত করতে সম্পাদিত হয়। এই লোককৃত্যগুলি ভারতীয় সংস্কৃতিতে স্বতন্ত্রতা এবং অভিনবত্বকে এনেছে। ভারতের বিভিন্ন রাজ্য ভিত্তিক বিভিন্ন ধরনের লোক নিত্য দেখা যায়। যা বিভিন্ন সম্প্রদায়ের তাদের নিজস্ব ট্রাদিশনাল বা ঐতিহ্যকে প্রদর্শিত করে।

  নিম্নে রাজ্য অনুসারে বিভিন্ন রাজ্যের লোক নিত্যের তালিকা (List of Indian Folk Dances) তুলে ধরা হলো। এখানে বিভিন্ন রাজ্য এবং লোকনৃত্যের তালিকা রয়েছে যা ইউপিএসসি, রাজ্য পিএসসি, এসএসসি, ব্যাংক পরীক্ষা ইত্যাদির বিভিন্ন পরীক্ষায় সহায়ক।

 List of Indian Folk Dances 

রাজ্যের নাম

বিখ্যাত লোকনৃত্য

১. অরুণাচল প্রদেশ
  • বারডো ছাম
  • সিংহ এবং ময়ূর নাচ
  • চালো
  • পোপির
  • আজি লামু
  • বুইয়া
  • ওয়ানচো
২. অন্ধ্রপ্রদেশ
  • কুচিপুডি
  • কোট্টাম
  • বিলাসিনী নাট্টম
  • তাপ্পেটা গুল্লু
  • বুরাকাথা
৩. আসাম
  • বিহু
  • বাগুরুম্বা
  • ওজাপালি
  • অংকিয়া নাট
৪. বিহার
  • ঝুমরি
  • জাট-জতিন
  • পুরবি
  • বিদেশিয়া
  • ফাগুনা
  • কাজারি
  • সোহার
৫. ছত্তিসগড়
  • রাউত নাচা
  • সুয়া
  • পানথি
৬. গোয়া
  • ঢালো
  • ফুগডি
  • দেখন্নি
৭. গুজরাট
  • গারবা
  • ডান্ডিয়া রাস
  • টিপ্পনী
  • রাসিলা
  • পাডহার
  • কোলিস
  • বাভাই
৮. হরিয়ানা
  • রাগনী
  • লোর
  • খোরিয়া
  • গুগা
  • সাংগ
  • ধামা
৯. হিমাচল প্রদেশ
  • চারবা
  • মুনজরা
  • লুড্ডি
  • হিকাট
  • গিদ্ধা
১০. জম্বু – কাশ্মীর 
  • ডুমহাল
  • রুফ
  • চাকরী
১১. ঝাড়খন্ড
  • ঝুমার
  • কারমা
  • ডোমকাচ
১২. কর্ণাটক
  • ভীরাগাসি
  • বায়ালতা
  • এয়াকসাগানা
  • হুলিভেসা
  • নাগারাধানী
১৩. কেরালা
  • কথাকলি
  • মোহিনীআট্টম
  • কোডিআাট্টম
  • চাকিয়ার কথু
  • থ্রিআট্টম
  • ওট্টাম থুল্লাল
১৪.  মধ্যপ্রদেশ
  • মানচ্
  • ফুলপতি
  • পাণ্ডভান
  • চারকুলা
  • গ্রিদা
  • মাটকি
  • লোতা
  • তিরতালি
১৫.  মহারাষ্ট্র
  • লাভানি
  • তামাশা 
  • পারভি
  • লেজিম
  • দহি কলা
১৬. মিজোরাম
  • চিরাও
  • বামবো
  • খানটুম
  • জাংলাটাম
১৭. মনিপুর
  • মনিপুরি
  • থাং টা
  • ঢোল চোলোম
১৮. মেঘালয়
  • লোহা
  • ওয়ানগালা
  • দো দারু সুয়া
১৯. নাগাল্যান্ড
  • বামবো
  • জেইলাং
  • রাংমা
২০. ওড়িশা
  • সাভারি
  • সাম্বালপুরী
  • ওড়িশি
  • পাইকা
২১. পাঞ্জাব
  • ভাংড়া
  • গিদ্দা
  • ডাফ
  • মালভারি
  • ঝুমার
  • ধামান
  • কিক্কিলী
  • লুডি
  • জিনডুয়া
২২. রাজস্থান
  • ঘুমার
  • গানগাউর
  • ঝুলান
  • লীলা
  • ঝুমা
  • ঘাপাল
  • কালবেলি
  • তেরা তালি
২৩. সিকিম
  • লিমভোর কুবা
  • সিংহি ছাম
  • রিচুনমা
  • মারুনি
২৪. তামিলনাড়ু
  • ভারতনাট্টম
  • কাভাডি
  • ওয়িলাট্টম
  • পুলিআট্টম
  • কুমি
  • থেরু কোথু
২৫. তেলেঙ্গানা
  • ডাপু
  • লামবাডি
  • পেরিনি থানডাভাম
২৬. ত্রিপুরা
  • গোরিয়া
  • হাক কাইমানি
  • লেবাং বুমানি
  • হোজাগিরী
২৭. উত্তর প্রদেশ
  • নটানকি
  • রাসলীল
  • জয়িত
  • ঝোরা
  • কাজরি
২৮. উত্তরাখণ্ড
  • ছোলিয়া
  • জাগারস
২৯. পশ্চিমবঙ্গ
  • ছৌ
  • কাঠি
  • ডোমনি
  • সাঁওতালি
  • ধুনুচি

 

 

 

 

  • List of Indian Folk Dances
List of Indian Folk Dances

 

 

 Indian Folk Dances FAQs: 

১. ছৌ কথাটির অর্থ কি? 

উঃ- ছৌ হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্যের নাম। 

২. ভারতের সবচেয়ে পুরনো লোকনৃত্য কি? 

উঃ- ওড়িশি।

৩. তামাশা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? 

উঃ- মহারাষ্ট্র

৪. কোন লোকনৃত্যটি ভারতের জাতীয় নৃত্যের তকমা পেয়েছে? 

উঃ- ভারতনাট্যম।

৫. নটাংকি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্যের নাম

উঃ- উত্তর প্রদেশ

 

 

Related Post: – 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।