NCRTC Recruitment 2021: ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশান এ “ওপারেশান অ্যান্ড মেন্টেনেন্স স্টাফ” পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২১ বা তার আগে www.ncrtc.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
স্টেশান কন্ট্রোলার / ট্রেন ওপারেটর / ট্রাফিক কন্ট্রোলার – ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স এ তিন বছরের ডিপ্লোমা অথবা পদার্থবিদ্যা / রষায়ন / অংক এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট (মেকানিক্যাল) – মেকানিক্যাল ইজ্ঞনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল) – ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট (ইলেকট্রনিক্স) – ইলেকট্রনিক্স ইজ্ঞনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
মেন্টেন্যান্স অ্যাসোসিয়েট (সিভিল) – সিভিল ইজ্ঞনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রোগ্রামিং অ্যাসোসিয়েট – কম্পিউটার সাইন্স এ তিন বছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) – ইলেকট্রিশিয়ান এ আই টি আই পাশ করে থাকতে হবে।
টেকনিশিয়ান (ইলেকট্রনিক মেকানিক) – ইলেকট্রনিক মেকানিক এ আই টি আই পাশ করে থাকতে হবে।
টেকনিশিয়ান (এয়ারকন্ডিশানিং অ্যান্ড রেফ্রিজারেশান) – এয়ারকন্ডিশানিং অ্যান্ড রেফ্রিজারেশান এ আই টি আই পাশ করে থাকতে হবে।
টেকনিশিয়ান (ফিটার) – ফিটার এ আই টি আই পাশ করে থাকতে হবে।
টেকনিশিয়ান (ওয়েল্ডার)– ওয়েল্ডিং এ আই টি আই পাশ করে থাকতে হবে।
√ NCRTC Recruitment 2021 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।