সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

মাস – নভেম্বর, সপ্তাহ –তৃতীয়, (১৬-১১-২০২০ থেকে ২২-১১-২০২০)

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন ।

 

১. কোন রাজ্য সরকার সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী পুরস্কার প্রকল্প চালু করেছে?  উঃ – মেঘালয় 
২. “ইন্টারন্যাশনাল চিল্ড্রেনস পিস প্রাইজ ২০২০” পুরস্কার কে পেলেন? উঃ – সাদাত রহমান
৩. ভারতে প্রথম “ওয়্যারলেস রুপে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড” চালু করল কোন ব্যাঙ্ক? উঃ – কর্ণাটক ব্যাঙ্ক 
৪. সম্প্রতি কোন রাজ্য সরকার “মিশন রোজগার অভিযান” চালু করতে চলেছে? উঃ – উত্তরপ্রদেশ
৫. বিহারের প্রথম “মহিলা ডেপুটি চিফ মিনিস্টার” পদে নির্বাচিত হলেন কে? উঃ – রেনু দেবি 
৬. সম্প্রতি কোন দেশে “ট্রান্সজেন্ডার” দের জন্য প্রথম ইশলামিক স্কুল চালু করেছে? উঃ – বাংলাদেশ 
৭. সম্প্রতি ভারতের কোন সংস্থা “কুইক রিঅ্যাকশান সারফেস টু এয়ার মিশাইল” এর সফল পরীক্ষা সম্পন্ন করল?  উঃ – ডি.আর.ডি.ও. 
৮. সম্প্রতি “তুর্কিস গ্র্যান্ড প্রিক্স ২০২০” কে জিতলেন?  উঃ – লুইস হ্যামিলটন
৯. ভারতের কোথায় প্রথম “শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি” চালু করা হল? উঃ – কলকাতা
১০. সম্প্রতি অনলাইন ম্যাথ ক্লাস “কিউম্যাথ” এর ব্র্যান্ড অ্যামব্যাসাডর কে হলেন? উঃ – বিধ্যা বালন
 

১১. সম্প্রতি এনফোর্স ডিরেক্টরেট এর ডিরেক্টর প্রধান কে হলেন? উঃ –  সঞ্জয় কুমার মিশ্র
১২. সম্প্রতি ভারতের কোন ব্যাঙ্ক “মুখ বন্ধ রাখো” নামক প্রচার অভিযান চালু করেছে? উঃ – এইচ. ডি. এফ. সি. ব্যাঙ্ক
১৩. সম্প্রতি প্রকাশিত “হাউ টু বি এ রাইটার” বইটির লেখক কে? উঃ – রাস্কিন বন্ড
১৪. ভারতের কোথায় এশিয়ার প্রথম সৌর বিদ্যুৎ চালিত কাপড়ের মিল চালু হতে চলেছে?  উঃ – মহারাষ্ট্রে
১৫. পৃথিবীর কণিষ্ঠতম লেখকের তকমা পেলেন কে?  উঃ – অভিজিত গুপ্ত
১৬. সম্প্রতি “ওমেন’স বিগ ব্যাস লিগ” এ প্রথম ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন কে?  উঃ – মলি স্ট্রানো
১৭. সম্প্রতি ভারতের কোন সংস্থা “ইউনাইটেড নেসানস পপুলেশান পুরস্কার” পেলো?  উঃ – হেল্প এজ ইন্ডিয়া
১৮. সম্প্রতি ভারতের কোন মহিলা ক্রিকেটার  “ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক” এর ব্র্যনাড অ্যামব্যাসাডর হলেন? উঃ –  স্মৃতি মন্দানা 
১৯. ভারতের কোন অভিনেত্রী “ব্রিটিশ ফ্যাশান কাউন্সিলের” নতুন ব্র্যান্ড অ্যামব্যাসাডর হলেন? উঃ – প্রিয়ঙ্কা চোপড়া
২০. ভারতের কোন রাজ্য সরকার “কাউ ক্যাবিনেট” প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে? উঃ – মধ্যপ্রদেশ
২১. সম্প্রতি প্রকাশিত “দি লাস্ট কুইন” উপন্যস টির লেখক কে?  উঃ – চিত্রা ব্যানার্জি
২২. সম্প্রতি কর্ণাটকের ৩১ তম জেলা হিসেবে আত্মপ্রকাশকারীর জেলার নাম কি? উঃ – বিজয়নগর
২৩. সম্প্রতি প্রয়াত গোয়ার প্রথম মহিলা গভর্ণর এর নাম কি? উঃ – মৃদুলা সিণহা
২৪. সম্প্রতি কে “ভাতায়ন লাফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার” পেলেন?  উঃ – রমেশ পোখরিয়াল 
২৫. সম্প্রতি চিনের সাথে মোকাবিলার জন্য জাপান কোন দেশের সাথে চুক্তি স্থাপন করল? উঃ – অস্ট্রেলিয়া
 

২৬. ভারত তার কোন প্রতিবেশী দেশের সাথে চুক্তি স্থাপন করে “রুপে কার্ড ফেজ-২” চালু করল?  উঃ – ভুটান
২৭. সম্প্রতি “রিসার্ভ ব্যাঙ্কের ইনোভেশন হাব” এর চেয়ার ম্যান হলেন কে?  উঃ – কৃস গোপালকৃষ্ণান
২৮. সম্প্রতি “এইচ.ডি.এফ.সি. মিউচুয়াল ফান্ড” এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সেকিউটিভ অফিসার হলেন কে?  উঃ – নভনিত মুনত

 

আরও পড়ুন 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

One thought on “সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি নভেম্বর ২০২০ তৃতীয় সপ্তাহ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।