NVS Recruitment 2022: ভারতীয় নৌবাহিনী তে  “জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এম টি এস, স্টেনোগ্রাফার” পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদের জন্য আবেদন চলবে ১২ জানুয়ারি ২০২২ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। তাই প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদনপত্র সারা ভারত থেকে গ্রহণ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি ২০২২ বা তার আগে www.navodaya.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

NVS Recruitment 2022 

Sarkari JOB

Navodaya Vidyalaya Samiti

www.navodaya.gov.in

মোট পদ – ১৯২৫

কর্মস্থল – সারা ভারত


  NVS Recruitment 2022 Vacancy details:

  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার – ০৫ (অসংরক্ষিত – ০৩, ই ডব্লু এস – ০০, ও বি সি – ০১, এস সি – ০০, এস টি – ০১ )
  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ADMN) – ০২ (অসংরক্ষিত – ০২, ই ডব্লু এস – ০০, ও বি সি – ০০, এস সি – ০০, এস টি – ০০ )
  • মহিলা স্টাফ নার্স – ৮২ (অসংরক্ষিত – ৩৫, ই ডব্লু এস – ০৭, ও বি সি – ২২, এস সি – ১২, এস টি – ০৬ )
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার – ১০ (অসংরক্ষিত – ০৬, ই ডব্লু এস – ০১, ও বি সি – ০১, এস সি – ০১, এস টি – ০১ )
  • অডিট অ্যাসিস্ট্যান্ট – ১১ (অসংরক্ষিত – ০৩, ই ডব্লু এস – ০১, ও বি সি – ০১, এস সি – ০৫, এস টি – ০১ )
  • জুনিয়র ট্রান্সলেশান অফিসার – ০৩ (অসংরক্ষিত – ০৩, ই ডব্লু এস – ০০, ও বি সি – ০০, এস সি – ০০, এস টি – ০০ )
  • জুনিয়র ইজ্ঞনিয়ার (সিভিল) – ০১ (অসংরক্ষিত – ০১, ই ডব্লু এস – ০০, ও বি সি – ০০, এস সি – ০০, এস টি – ০০ )
  • স্টেনোগ্রাফার – ২২ (অসংরক্ষিত – ১০, ই ডব্লু এস – ০৩, ও বি সি – ০৬, এস সি – ০৩, এস টি – ০০ )
  • কম্পিউটর অপারেটর – ০৪ (অসংরক্ষিত – ০২, ই ডব্লু এস – ০১, ও বি সি – ০১, এস সি – ০০, এস টি – ০০ )
  • ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট – ৮৭ (অসংরক্ষিত – ৩৭, ই ডব্লু এস – ০৮, ও বি সি – ২৩, এস সি – ১৩, এস টি – ০৬ )
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (RO Cadre) – ০৮ (অসংরক্ষিত – ০৪, ই ডব্লু এস – ০১, ও বি সি – ০২, এস সি – ০০, এস টি – ০১ )
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV Cadre) – ৬২২ (অসংরক্ষিত – ২৫৪, ই ডব্লু এস – ৬২, ও বি সি – ১৬৭, এস সি – ৯৩, এস টি – ৪৬ )
  • ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – ২৭৩ (অসংরক্ষিত – ১১৩, ই ডব্লু এস – ২৭, ও বি সি – ৭৩, এস সি – ৪০, এস টি – ২০ )
  • ল্যাব অ্যাটেন্ডেন্ট – ১৪২ (অসংরক্ষিত – ৫৯, ই ডব্লু এস – ১৪, ও বি সি – ৩৮, এস সি – ২১, এস টি – ১০ )
  • মেস হেল্পার – ৬২৯ (অসংরক্ষিত – ২৫৭, ই ডব্লু এস – ৬২, ও বি সি – ১৬৯, এস সি – ৯৪, এস টি – ৪৭ )
  • মাল্টি টাস্কিং স্টাফ – ২৩ (অসংরক্ষিত – ১৪, ই ডব্লু এস – ০২, ও বি সি – ০৫, এস সি – ০১, এস টি – ০১ )

  NVS Recruitment 2022 Important dates:

  • আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২২
  • আবেদন করার শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২২
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ:শীঘ্রই জানানো হবে।  

 

   NVS Recruitment 2022 Age Limit:

  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার – ৪৫ বছর
  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ADMN) – ৪৫ বছর
  • মহিলা স্টাফ নার্স – ৮২ (অসংরক্ষিত – ৩৫ বছর
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার – ১৮ থেকে ৩০ বছর
  • অডিট অ্যাসিস্ট্যান্ট – ১৮ থেকে ৩০ বছর
  • জুনিয়র ট্রান্সলেশান অফিসার – ৩২ বছর
  • জুনিয়র ইজ্ঞনিয়ার (সিভিল) – ৩৫ বছর
  • স্টেনোগ্রাফার – ১৮ থেকে ২৭ বছর
  • কম্পিউটর অপারেটর – ১৮ থেকে ৩০ বছর
  • ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট – ৩৫ বছর
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (RO Cadre) – 
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV Cadre) – 
  • ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – ১৮ থেকে ৪০ বছর
  • ল্যাব অ্যাটেন্ডেন্ট – ১৮ থেকে ৩০ বছর
  • মেস হেল্পার – ১৮ থেকে ৩০ বছর
  • মাল্টি টাস্কিং স্টাফ – ১৮ থেকে ৩০ বছর

 

  NVS Recruitment 2022 Educational Qualification:

  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  হিউম্যানিটিস / সাইন্স / কমার্স এ মাস্টার ডিগ্রি করে থাকতে হবে। এছাড়া অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ADMN) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান সম্পন্ন করে থাকতে হবে। এছাড়া রাজ্য / কেন্দ্র সরকারের অধিনে অ্যাডমিনিস্ট্রেটিভ / ফাইন্যান্সিয়াল ডিপার্ট্মেন্ট এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 
  • মহিলা স্টাফ নার্স – দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে এবং তিন বছরের নার্সিং এর ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে। এছাড়া সরকারি বা বেসরকারি হসপিটাল এ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশান ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে। 
  • অডিট অ্যাসিস্ট্যান্ট – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স এর ডিগ্রি থাকতে হবে।
  • জুনিয়র ট্রান্সলেশান অফিসার – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে মাস্টার ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
  • জুনিয়র ইজ্ঞনিয়ার (সিভিল)যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইজ্ঞনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে। 
  • স্টেনোগ্রাফার – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং এবং ইংরেজিতে মিনিট এ ৮০ টি শব্দ লেখার বা ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। হিন্দিতে মিনিট এ ৬০ টি শব্দ লেখার বা ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
  • কম্পিউটর অপারেটর – যেকোনো স্বীকৃত ইন্সটিটিউট থেকে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা এর ডিগ্রি থাকতে হবে। এছাড়া ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি এর দক্ষতা থাকতে হবে। 
  • ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এছাড়া ক্যাটারিং এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে / হোটেল ম্যানেজমেন্ট পাশ করে থকতে হবে। 
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (RO Cadre) – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার এ ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ২৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV Cadre) – দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে এবং কম্পিউটার এ ইংরেজিতে মিনিটে ৩০ টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ২৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। 
  • ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – দশম শ্রেণী পাশ করার পর প্লাম্বিং বা ওয়্যারম্যান ট্রেড এ আই টি আই পাশ করে থাকতে হবে। 
  • ল্যাব অ্যাটেন্ডেন্ট – দশম শ্রেণী পাশ করার পর ল্যাবোরেটরি অ্যাসিস্ট্যান্ট এর ট্রেনিং নিয়ে থাকতে হবে অথবা সাইন্স এ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিষয় নিয়ে পাশ করে থাকতে হবে। 
  • মেস হেল্পার – দশম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং যেকোনো সরকারী বা বেসরকারি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • মাল্টি টাস্কিং স্টাফ – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করে থাকতে হবে। 

    

 Selection Process:

  প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • কম্পিউটার বেসড টেস্ট
  • ইন্টারভিউ / ট্রেড টেস্ট / স্কিল টেস্ট

   এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।    

√   Application Fees: 

  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার / অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ADMN) – ১,৫০০/- রুপি
  • মহিলা স্টাফ নার্স  – ১,২০০/- রুপি
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশান অফিসার, স্টেনোগ্রাফার, জুনিয়র ইজ্ঞনিয়ার (সিভিল), কম্পিউটর অপারেটর, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট – ১৮ থেকে ৩০ বছর
  • অডিট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – ১,০০০/- রুপি
  • ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার, মাল্টি টাস্কিং স্টাফ  – ৭৫০/- রুপি
  • এস সি / এস টি / পি এইচ – বিণামূল্য

  আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। 

   NVS Recruitment 2022 salay:

  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার – ৭৮,৮০০/- থেকে ২,০৯,২০০/-
  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ADMN) – ৬৭,৭০০/- থেকে ২,০৮,৭০০/-
  • মহিলা স্টাফ নার্স – ৮২ (অসংরক্ষিত – ৪৪,৯০০/- থেকে ১,৪২,৪০০/-
  • অ্যাসিস্ট্যান্ট সেকশান অফিসার – ৩৫,৪০০ /- থেকে ১,১২,৪০০/- 
  • অডিট অ্যাসিস্ট্যান্ট – ৩৫,৪০০ /- থেকে ১,১২,৪০০/- 
  • জুনিয়র ট্রান্সলেশান অফিসার – ৩৫,৪০০ /- থেকে ১,১২,৪০০/- 
  • জুনিয়র ইজ্ঞনিয়ার (সিভিল) – ২৯,২০০/- থেকে ৯২,৩০০/- 
  • স্টেনোগ্রাফার – ২৫,৫০০/- থেকে ৮১,১০০/-
  • কম্পিউটর অপারেটর – ২৫,৫০০/- থেকে ৮১,১০০/-
  • ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট – ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- 
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (RO Cadre) – ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- 
  • জুনিয়য়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV Cadre) – ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- 
  • ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার – ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- 
  • ল্যাব অ্যাটেন্ডেন্ট – ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- 
  • মেস হেল্পার – ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- 
  • মাল্টি টাস্কিং স্টাফ – ১৮,০০০/- থেকে ৫৬,৯০০/- 

 

 

NVS recruitment 2022 সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুনঃ 

Important Links

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

               

 

  Related Post:  

                       

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয়। চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়। বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না। যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি। কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।