POWER GRID CORPORATION OF INDIA LIMITED এ ৯৭ পদে ইজ্ঞিনিয়ার ও সুপারভাইসর নিয়োগ

 পাওয়ার গ্রিড কর্পোরেশান অব ইন্ডিয়া তে “ইজ্ঞিনিয়ার ও সুপারভাইসর পদে নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। এই আবেদন  চলবে ২৬ এপ্রিল ২০২১ থেকে ০৯ মে ২০২১ পর্যন্ত। তাই প্রার্থীরা ০৯ মে ২০২১ এর মধ্যে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সারা ভারত থেকে গ্রহণ করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।

 

State bank of India

ইজ্ঞিনিয়ার ও সুপারভাইসর

মোট পদঃ ৯৭

কর্মস্থলঃ দিল্লী

বিজ্ঞপ্তি নম্বরঃ- এন আর-১ / ০১/ ২০২১ / এফ ই অ্যান্ড এফ এস

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুঃ

আবেদন শেষঃ

২৬ এপ্রিল ২০২১

০৯ মে ২০২১

শূন্য পদের বিবরণ

পদের নাম শুন্য পদ
ফিল্ড ইজ্ঞিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) ৩০ (অসংরক্ষিত – ১২, ও বি সি – ০৭, এস সি – ০৭, এস টি – ০১, ই ডব্লু এস – ০৩)
ফিল্ড ইজ্ঞিনিয়ার (সিভিল) ০৮ (অসংরক্ষিত – ০৪, ও বি সি – ০২, এস সি – ০১, এস টি – ০০, ই ডব্লু এস – ০১)
ফিল্ড সুপারভাইসর (ইল্কেট্রিক্যাল) ৪৭ (অসংরক্ষিত – ২০, ও বি সি – ১২, এস সি – ০৯, এস টি – ০১, ই ডব্লু এস – ০৫)
ফিল্ড সুপারভাইসর (সিভিল) ১২ (অসংরক্ষিত – ০৬, ও বি সি – ০৩, এস সি – ০২, এস টি – ০০, ই ডব্লু এস – ০১)
মোট  ৯৭

 

 

 

শিক্ষাগত যোগ্যতা

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ফিল্ড ইজ্ঞিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) ইলেক্ট্রিক্যাল এ বি টেক, বি ই বা বি এস সি(ইজ্ঞিনিয়ারিং) তে ৫৫% বম্বর নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে। এছাড়া এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড ইজ্ঞিনিয়ার (সিভিল) সিভিল এ বি টেক, বি ই বা বি এস সি(ইজ্ঞিনিয়ারিং) তে ৫৫% বম্বর নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে। এছাড়া এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইসর (ইলেক্ট্রিক্যাল) ইলেক্ট্রিক্যাল এ ৫৫% বম্বর নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়া এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফিল্ড সুপারভাইসর (সিভিল) সিভিল এ ৫৫% বম্বর নিয়ে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়া এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর

  • ইন্টারভিউ

এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

 

বয়স সীমা

বয়সের হিসাব ০৯ মে ২০২১ এর হিসেবে ২৯বছরের মধ্যে হতে হবে।

আবেদন মূল্য

ফিল্ড ইজ্ঞিনিয়ার

৪০০/-

ফিল্ড সুপারভাইসর

৩০০/-

প্রার্থীদেরকে আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।

 

 

 

  • POWER GRID CORPORATION OF INDIA LIMITED নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন

 

গুরুত্বপূর্ণ  লিংক

অফিসিয়াল নোটিশ এখানে ক্লিক করুন
আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

 

 

 

 

Related Post

 

 

 

 

বিঃদ্রঃ –  চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয় । এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে ।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!
%d bloggers like this: