পশ্চিম মধ্য রেলওয়ে তে নিয়োগ
পশ্চিম মধ্য রেলওয়ে তে সেন্ট্রাল অ্যাপ্রেন্টিস পদ এ নিয়োগ এর জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী পরীক্ষার্থীরা ২৮ জানুয়ারি ২০২১ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে অনলাইনে নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করা হলো।
পশ্চিম মধ্য রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস মোট পদ সংখ্যা – ৫৬১ কর্মস্থলঃ মধ্যপ্রদেশ |
|
গুরুত্বপূর্ণ তারিখ |
|
আবেদন শুরুঃ | ২৮ জানুয়ারি ২০২১ |
আবেদন শেষঃ | ২৭ ফেব্রুয়ারি ২০২১ |
সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ডিসেম্বর ২০২০ চতুর্থ সপ্তাহ
|
|
শূণ্য পদের বিবরণ |
|
পদের নাম | পদ সংখ্যা |
ডিসেল মেকানিক | ৩৫ |
ইলেকট্রিশিয়ান | ১৬০ |
ওয়েল্ডার(গ্যাস এন্ড ইলেকট্রিক) | ৩০ |
মেশিনিস্ট | ০৫ |
ফিটার | ১৪০ |
টিউনার | ০৫ |
ওয়্যারম্যান | ১৫ |
ম্যাসন | ১৫ |
কার্পেন্টার | ১৫ |
পেইন্টার | ১০ |
গার্ডেনার | ০২ |
ফ্লোরিস্ট এন্ড ল্যান্ডস্কেপিং | ০২ |
পাম্প ওপারেটর কাম মেকানিক | ২০ |
হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট | ০৫ |
ইনফর্মেশান কমিউনিকেশান টেকনলজি সিস্টেম মেইন্টেনেন্স | ০৫ |
কোপা | ৫০ |
স্টেনোগ্রাফার (হিন্দি) | ০৭ |
স্টেনোগ্রাফার (ইংরেজি) | ০৮ |
অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশান (জেনারেল) | ০২ |
অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশান (ভেজেটেরিয়ান) | ০২ |
অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশান (কুকিং) | ০৫ |
হোটেল ক্লার্ক / রিসেপশানিস্ট | ০১ |
ডিজিটাল ফটোগ্রাফার | ০১ |
অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার | ০১ |
কম্পিউটর নেটওয়ার্ক টেকনিশিয়ান | ০৪ |
ক্রেচ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট | ০১ |
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট | ০৪ |
হাউস কীপার | ০৭ |
হেলথ স্যানিটারি ইন্সপেকটার | ০২ |
ডেন্টাল ল্যাবোরেটারি টেকনিশিয়ান | ০২ |
মোট | ৫৬১ |
শিক্ষাগত যোগ্যতা |
|
|
বয়স সীমা |
|
আবেদনকারীর বয়স ০১/০১/২০২১ এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে থাকতে হবে। |
|
|
|
প্রার্থী নির্বাচন পদ্ধতি |
|
অ্যাপলিকেশান ফর্ম এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর মাধমে প্রার্থীদের নিয়োগ করা হবে। |
আবেদন মূল্য |
|
এস সি, এস টি, পি ডব্লু ডি এবং মহিলা প্রার্থী | ৭০/- |
সাধারণ ও ও বি সি প্রার্থীদের জন্য | ১৭০/- |
আবেদন মূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। |
- আবেদন সংক্রান্ত এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া লিঙ্ক ফলো করুন
গুরুত্বপূর্ণ লিংক |
|
আবেদনের লিঙ্ক | এখানে ক্লিক করুন |
অফিসিয়াল নোটিশ | এখানে ক্লিক করুন |
অন্যান্য় গুরুত্বপূর্ণ খবর |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |
|