RRB NTPC Syllabus

RRB NTPC Syllabus: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (rrb) এর নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ( এন টি পি সি) পদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হয়েছিল ২০১৯ সালের মার্চ – এপ্রিল মাস নাগাদ। এই পদে প্রায় ৩৫,২৭৭ শূন্য পদ পূরণ করা হবে। রেলওয়ে বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করেছে। সারা দেশ জুড়ে  ১৫ ডিসেম্বর থেকে ধাপে ধাপে অনলাইনে এই প্রক্রিয়া পরীক্ষা প্রক্রিয়া শুরু করা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষা প্রক্রিয়া এখানে আলোচনা করা হলো।

 RRB NTPC Syllabus 

 

পরীক্ষা পদ্ধতি —

১. অনলাইন কম্পিউটার ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা (সি বি টি)

২. অনলাইন কম্পিউটার ভিত্তিক মেন পরীক্ষা (সি বি টি)

৩.  পদ অনুসারে কম্পিউটার ভিত্তিক স্কিল টেস্ট

৪. নথি পত্র যাচাই করণ  এবং মেডিকেল পরীক্ষা

 

১. প্রথম পর্বের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার বিষয়  :

কম্পিউটার ভিত্তিক মাল্টিপল চয়েস পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের  ১০০ টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে, ৩ টি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর করে কাটা হবে। 

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর সময়
ম্যাথমেটিক্স ৩০ ৩০ ৯০ মিনিট
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিনিং ৩০ ৩০
জেনারেল অ্যাওয়ারনেস ৪০ ৪০
মোট ১০০ ১০০

 

২. দ্বিতীয় পর্বের অনলাইন কম্পিউটার ভিত্তিক মেন পরীক্ষা পরীক্ষার বিষয় :

কম্পিউটার ভিত্তিক মাল্টিপল চয়েস পরীক্ষা নেওয়া হবে ১২০ নম্বরের  ১২০ টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে, ৩ টি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর করে কাটা হবে। 

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর সময়
ম্যাথমেটিক্স ৩৫ ৩৫  ৯০ মিনিট
জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজিনিং ৩৫ ৩৫
জেনারেল অ্যাওয়ারনেস ৫০ ৫০ 
মোট ১২০ ১২০

 

৩. পদ অনুসারে কম্পিউটার ভিত্তিক স্কিল টেস্ট

  • লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কিল টেস্টের জন্য ডাকা হবে।

৪. নথি পত্র যাচাই করণ  এবং মেডিকেল পরীক্ষা
  • কম্পিউটার ভিত্তিক স্কিল টেস্ট পরীক্ষায় সফল হওয়ার পর প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। এই সময় প্রার্থীদের অবশ্যই নিজেদের অরিজিনাল নথিপত্র নিয়ে যেতে হবে সঙ্গে সমস্ত ডকুমেন্ট এর  এক কপি করে  ফটোকপি  নিজের স্বাক্ষর করে নিয়ে যেতে হবে।

 

 

সম্পর্কিত পোস্ট