Union Bank of India
www.unionbankofindia.co.in
মোট পদ – ৩৪৭
কর্মস্থল – সারা ভারত
√ Union Bank of India Recruitment 2021 details:
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex) – ১২০ (অসংরক্ষিত – ৬৫, এস সি – ১২, এস টি – ০৬, ও বি সি -২০ ,ই ডব্লু এস – ১৭)
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার) – ২৬ (অসংরক্ষিত – ১৪, এস সি – ০৩, এস টি – ০২, ও বি সি – ০৪ ,ই ডব্লু এস – ০৩)
- ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট) – ১৪ (অসংরক্ষিত – ০৬, এস সি – ০২, এস টি – ০২, ও বি সি – ০৩ ,ই ডব্লু এস – ০১)
- ম্যানেজার (Forex) – ৫০ (অসংরক্ষিত – ২২, এস সি – ০৫, এস টি – ০৬, ও বি সি – ১২ ,ই ডব্লু এস – ০৫)
- ম্যানেজার (প্রিন্টং টেকনলজিস্ট) – ০১ (অসংরক্ষিত – ০১, এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০ ,ই ডব্লু এস – ০০)
- ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ার) – ০১ (অসংরক্ষিত – ০১, এস সি – ০০, এস টি – ০০, ও বি সি – ০০ ,ই ডব্লু এস – ০০)
- ম্যানেজার (আর্কিটেক্ট) – ০৭ (অসংরক্ষিত – ০৩, এস সি – ০১, এস টি – ০১, ও বি সি – ০১ ,ই ডব্লু এস – ০১)
- ম্যানেজার (সিভিল ইজ্ঞনিয়ার) – ০৭ (অসংরক্ষিত – ০৩, এস সি – ০১, এস টি – ০১, ও বি সি – ০১ ,ই ডব্লু এস – ০১)
- ম্যানেজার (রিস্ক) -৬০ (অসংরক্ষিত – ২৬, এস সি – ০৭, এস টি – ০৭, ও বি সি – ১৪ ,ই ডব্লু এস – ০৬)
- সিনিয়র ম্যানেজার (রিস্ক) – ৬০ (অসংরক্ষিত – ১২, এস সি – ০৬, এস টি – ১১, ও বি সি – ২২ ,ই ডব্লু এস – ০৬)
√ Union Bank of India Recruitment 2021 Important dates:
- অনলাইন আবেদন শুরু:— ১২ আগস্ট ২০২১
- আবেদন করার শেষ তারিখ:— ০৩ সেপ্টেম্বর ২০২১
- অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ:— শীঘ্রই জানানো হবে।
√ Age Limit:
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex) – ২০ থেকে ৩০ বছর
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার) – ২০ থেকে ৩০ বছর
- ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট) – ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার (Forex) – ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার (প্রিন্টং টেকনলজিস্ট) – ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ার) – ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার (আর্কিটেক্ট) – ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার (সিভিল ইজ্ঞনিয়ার) – ২৫ থেকে ৩৫ বছর
- ম্যানেজার (রিস্ক) -২৫ থেকে ৩৫ বছর
- সিনিয়র ম্যানেজার (রিস্ক) – ৩০ থেকে ৪০ বছর
বয়সের হিসাব করা হবে ০১/০৮/২০২১ এর হিসেবে।
√ Union Bank of India Recruitment 2021 Educational Qualification:
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং MBA / PGPM / PGDBA / PGDBM / PGDM ডিগ্রি থাকতে হবে। এছাড়া ফাইন্যান্স / ইন্টারন্যাশনাল ট্রেড / ট্রেড ফাইন্যান্স এ র অভিজ্ঞতা থাকতে হবে।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার) – সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / মেটালার্জি / প্রোডাকশান / ইলেকট্রনিক্স / কম্পিউটার সাইন্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান / ইনফর্মেশান টেকনলজি / কেমিক্যাল / ফার্মেসি / টেক্সটাইল এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
- ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট) – ICAI স্বীকৃত যেকোনো কলেজ থেকে অন্তত ২ বছরের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
- ম্যানেজার (Forex) – যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং MBA / PGPM / PGDBA / PGDBM / PGDM ডিগ্রি থাকতে হবে। এছাড়া ফাইন্যান্স / ইন্টারন্যাশনাল ট্রেড / ট্রেড ফাইন্যান্স এর ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (প্রিন্টং টেকনলজিস্ট) – প্রিন্টিং টেকনলজিতে বি.ই. বা বি. টেক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ার) – ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ারিং এ ৬০% নম্বর নিয়ে বি.ই. বা বি. টেক ডিগ্রি পাশ করতে হবে। এছাড়াও ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (আর্কিটেক্ট) – যেকোনো স্বীকৃত ইন্সটিটিউট থেকে আর্কিটেকচার এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
- ম্যানেজার (সিভিল ইজ্ঞনিয়ার) – সিভিল ইজ্ঞনিয়ারিং এ বি. ই. বা বি. টেক ডিগ্রি থাকতে হবে এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (রিস্ক) – ম্যাথেমেটিক্স / স্ট্যাটিস্টিক্স / ইকোনমিক্স এ ৬০% নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ করে থাকতে হবে। অথবা ফাইন্যান্স এ মাস্টার ডিগ্রি থাকতে হবে। অথবা ৬০% নম্বর সহ CMA / CA / CS এর মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিনিয়র ম্যানেজার (রিস্ক) – ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
√ Union Bank of India Recruitment 2021 Selection Process:
প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং অ্যাপলিকেশান ফর্ম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এর পর
এর ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
√ Application Fees:
- জেনারেল / ই ডব্লু এস / ও বি সি – ৮৫০ /-
- এস সি / এস টি / পি ডব্লু ডি – বিণামূল্য
আবেদনকারীরা আবেদন মূল্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউ পি আই এর মাধ্যমে প্রদান করতে পারবেন।
√ Salary:
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex) – ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ রুপি
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল অফিসার) – ৩৬,০০০ থেকে ৬৩,৮৪০ রুপি
- ম্যানেজার (চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- ম্যানেজার (Forex) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- ম্যানেজার (প্রিন্টং টেকনলজিস্ট) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- ম্যানেজার (ইলেকট্রিক্যাল ইজ্ঞনিয়ার) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- ম্যানেজার (আর্কিটেক্ট) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- ম্যানেজার (সিভিল ইজ্ঞনিয়ার) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- ম্যানেজার (রিস্ক) – ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ রুপি
- সিনিয়র ম্যানেজার (রিস্ক) – ৬৩,৮৪০ থেকে ৭৮,২৩০ রুপি
|