Current Affairs

  Current Affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 আজকের পর্বে আলোচনা করা হল সাম্প্রতিক ঘটনাবলী, আগস্ট ২০২২, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৮-২০২২ তারিখ থেকে ২২-০৮-২০২২ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly Current Affairs PDF Bengali

মাস – আগস্ট, সপ্তাহ – তৃতীয়, ( ১৬-০৮-২০২২ থেকে ২২-০৮-২০২২)

√  ১) ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি-ফুড সো কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?   উঃ-কলকাতা

  ২) ৬২ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ইনভেস্টর রাকেশ ঝুনঝুনওয়ালা, তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত? 

উঃ- ৫.৮ বিলিয়ন মার্কিন ডলার
  ৩) ভারতীয় রেলওয়ে পুলিশ ফোর্স যাত্রিদের সুরক্ষার জন্য নতুন সার্ভিস চালু করেছে, তার নাম কি?  উঃ- অপারেশান যাত্রি সুরক্ষা
  ৪) UNFCCC এর নতুন এক্সেকিউটিভ সেক্রেটারি কে হলেন?   উঃ- Simon Stiell
  ৫) ভারতের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হিউম্যান কর্নিয়া কোথায় বানানো হল?  উঃ- আই আই টি হায়দ্রাবাদ
  ৬) ওডিশা তার উপকুল রক্ষার জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে?  উঃ- NIOT
  ৭) ভারতের কোন রাজ্য “মেডিসিন ফ্রম দি স্কাই” সার্ভিস চালু করেছে?  উঃ- অরুণাচল প্রদেশ
  ৮) ২০২২ ইন্দো-চায়না মিলিটারি ড্রিল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- রাশিয়া
  ৯) বাজাজ ইলেকট্রিক্যাল এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও কে হলেন?  উঃ- অনুজ পোদ্দার
  ১০) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ফটোগ্রাফি দিবস পালন করা হয়?  উঃ- ১৯ আগস্ট

 

 

  ১১) কোন শহরে দেশের প্রথম ইলেকট্রিক ডবল ডেকার বাস চালু হল?  উঃ- মুম্বাই
  ১২) ভারতের কোন রাজ্যে “হর ঘর জল” মিশন সম্পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে?  উঃ- গোয়া
  ১৩) কোন শহরে FIBA – U 18 মহিলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- বেঙ্গালুরু
  ১৪) বর্ডার রোড অর্গানাইজেশান কোথায় ভারতের প্রথম মেটাল স্লাগ রোড স্থাপন করতে চলেছে?  উঃ- অরুণাচল প্রদেশ
  ১৫) প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক সিনিয়র সিটিজেন দিবস পালন করা হয়?  উঃ- ২১ আগস্ট
  ১৬) ভারতের হয়ে কে প্রথম UEFA মহিলা লিগ খেলতে চলেছে?  উঃ- Manisha Kalyan
  ১৭) সভারতীয় রেলওয়ে এর সবচেয়ে দীর্ঘতম মালগাড়ি এর নাম কি?  উঃ- Super Vasuki
  ১৮) ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় পালন করা হল?  উঃ- ইন্দোর
  ১৯) ভারতের প্রথম সম্পূর্ণ শিক্ষিত জেলার নাম কি?  উঃ- Mandla

Weekly Current Affairs 2022 PDF August 3rd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।