সাম্প্রতিক ঘটনা ২০২৩

সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট দ্বিতীয় সপ্তাহ

  বাংলা ভাষায় লেটেস্ট সাম্প্রতিক ঘটনাগুলি জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন! এই পোস্টে, আমরা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরগুলির একটি তালিকা দিয়েছি, যা আপনি অবশ্যই জানতে চাইবেন।

   কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা এর মাধ্যমে চাকরি বাজার কর্তৃপক্ষ সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকে। এই তথ্য বিভাগটি কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলি সংগ্রহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি রেল, স্কুল সার্ভিস কমিশন, ব্যাংক,  পিএসসি, ইউপিএসসি, এসএসসি, বনদপ্তর, নেভি, আর্মি, ডব্লিউবিসিএস, এয়ারফোর্স, মিসলেনিয়াস, পুলিশ, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। আমরা এই বিভাগে নতুন নতুন সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি উল্লেখ করে থাকি যা কর্ম বাজার সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও, আমরা অন্যান্য প্রশ্নগুলির সাথে সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি। 

 আজকের পর্বে আলোচনা করা হল কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা,  ২০২৩, আগস্ট দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৮-২০২৩ তারিখ থেকে ১৫-০৮-২০২৩ তারিখ পর্যন্ত আগস্ট মাসে ঘটা বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করা হল। বিভিন্ন সরকারী পরীক্ষার পরীক্ষায় এই সাম্প্রতিক ঘটনাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট  দ্বিতীয় সপ্তাহ  ( Latest Current Affairs August 2023 Bangla)

মাস – আগস্ট, সপ্তাহ দ্বিতীয়, (০৮-০৮-২০২৩ থেকে ১৫-০৮-২০২৩)

 ১) ভারতের .৬.৪ লক্ষ গ্রামকে ব্রডব্যান্ড পরিষেবা এর আওতায় আনার জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে?  উঃ- ১.৩৯ লক্ষ কোটি রুপি

  ২) টেকনলজিকাল গাড়ি নির্মাণ সংস্থা টেসলা এর বর্তমান সি ই ও হলেন একজন ভারতীয়, তাঁর নাম কি? 

উঃ- বৈভব তানেজা
  ৩) প্রতি বছর কোন দিনে National Handloom Day (ন্যাশনাল হ্যান্ডলুম ডে) পালন করা হয়?  উঃ- ০৭ আগস্ট
  ৪) প্রতি বছর কোন দিনে World Lion Day ( আন্তর্জাতিক সিংহ দিবস) পালন করা হয়?   উঃ- ১০ আগস্ট 
  ৫) প্রতি বছর কোন দিনে World Biofuel Day (ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে) পালন করা হয়?  উঃ- ১০ আগস্ট
  ৬) সম্প্রতি কোন দেশ  হোমোসেক্সুয়ালিটি শব্দটিকে ব্যান করল?  উঃ- ইরাক
  ৭) প্রয়াত হলেন প্রখ্যাত মালায়লাম লেখক, ডিরেক্টর সিদ্দিক ইসমাইল, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৬৩ বছর
  ৮) ওডিশা হাই কোর্ট এর অতুন চিফ জাস্টিস পদে কে নিযুক্ত হলেন?  উঃ- শুভাশিস তলপাত্র
  ৯) কোন দিনে প্রতি বছর World Tribal day (ওয়ার্ল্ড ট্রাইবাল ডে) পালন করা হয়? উঃ- ০৯ আগস্ট
  ১০) ভারতের ডিফেন্স মিনিস্ট্রি মাইক্রোসফট এর পরিবর্তে কোন ভারতীয় ওপারেটিং সিস্টেম বাবহার করতে চলেছে?  উঃ- মায়া

 

 

সাম্প্রতিক ঘটনা ২০২৩ আগস্ট প্রথম সপ্তাহ

 

 

 ১১) ভারতের কোন রাজ্য Gruha Laxki Scheme (গ্রুহ লক্ষী যোজনা) চালু করল?  উঃ- তেলঙ্গানা

  ১২) কোন ব্যাঙ্ক ভারতের প্রথম ইকো-ফ্রেন্ডলি ডেবিট কাড চালু করল? 

উঃ- এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক
  ১৩) গুজরাট সরকার সিংহের চলাফেরা ট্র্যাকিং এর জন্য যে অ্যাপ চালু করেছে তার নাম কি? উঃ- Sinh Suchna
  ১৪) প্রতি বছর কোন World Youth Day (আন্তর্জাতিক যুব দিবস) পালন করা হয়?   উঃ- ১২ আগস্ট 
  ১৫) প্রতি বছর কোন দিনে World Elephant Day (বিশ্ব হাতি দিবস) পালন করা হয়?  উঃ- ১২ আগস্ট
  ১৬) প্রয়াত হলেন প্রখ্যাত নিউক্লিয়ার ফিসিসিস্ট বিকাশ সিনহা, তাঁর বয়স কত হয়েছিল?  উঃ- ৭৮ বছর
  ১৭) ২০২৩ সালে হকি তে মালেশিয়া কে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি জিতল কোন দল?  উঃ- ভারত
  ১৮) প্রতি বছর কোন দিনে World organ donation Day (ওয়ার্ল্ড ওরগান ডোনেশান ডে) পালন করা হয়?  উঃ- ১৩ আগস্ট

 

 

আরও পড়ুন 

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।